নুহাশ হুমায়ূন
নুহাশের ‘পেট কাটা ষ’ এবার আন্তর্জাতিক অঙ্গনে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও নুহাশ হুমায়ূন। এবার তার ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ নির্বাচিত হয়েছে ইউরোপের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে।
খবরটি নুহাশ হুমায়ূন নিজেই তার ফেসবুকে শেয়ার করেছেন।
সেখানে তিনি লিখেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইউরোপের অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল পেট কাটা ষ-অফিসিয়াল সিলেকশন পেয়েছে এবং আন্তর্জাতিক প্রিমিয়ার হবে।
আরও পড়ুন: 'কাবিলা' খ্যাত পলাশের ব্যাচেলর জীবনের সমাপ্তি
আমাদের বাংলা ভূতের অসাধারণ নির্মাণশৈলীর গল্পগুলো এরই মধ্য অগণিত আন্তর্জাতিক দর্শকদের মন ছুঁয়েছে।
নুহাশ আরও লিখেন, প্রথমবারের মতো কোনো বাংলা ওটিটি প্লাটফর্মের জন্যও রটারড্যাম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন একটি ইতিহাস সৃষ্টি করল।
এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি সন্মানজনক অধ্যায়।
অভিনন্দন জানাতে চাই এই কাজটির সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী, চরকি সংশ্লিষ্ট সকলকে, লিটল বিগ ফিল্মস, এ ফর অ্যাকশন টিমকে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘পেট কাটা ষ’ প্রচারের পর ব্যাপক প্রশংসা পায়।
পেট কাটা ‘ষ’ সিরিজের ১১০ মিনিটের আর্ন্তজাতিক প্রিমিয়ার হবে এই চলচ্চিত্র উৎসবে।
এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, কাজী নওশাবাসহ অনকে।
আরও পড়ুন: মিসেস ওয়ার্ল্ডের মুকুট জিতে নিলেন সারগম কৌশাল
নতুন সিনেমার লুক প্রকাশ করলেন অনন্ত জলিল
২ বছর আগে
এক্সপেরিমেন্ট করে ভুল করতে চাই: নুহাশ হুমায়ূন
তরুণ নির্মাতাদের অনেকেই এখন আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের কনটেন্টকে। তাদেরই একজন নুহাশ হুমায়ূন। নাটক ‘হোটেল আলবাট্রোস’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’ এবং সম্প্রতি ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ দিয়ে নিজের নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। আর সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ ও আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম ‘হুলু’তে কনটেন্ট তৈরি নুহাশের ক্যারিয়ারে যোগ করেছে সফলতার নতুন পালক।
‘অস্কার কোয়ালিফাইং’ চলচ্চিত্র উৎসবে ‘মশারি’র জয় জয়াকারের পর সবার প্রশ্ন এখন একটাই, দেশের মানুষ কবে চলচ্চিত্রটি দেখতে পারবেন।
এপ্রসঙ্গে নুহাশ হুমায়ূন ইউএনবিকে জানান, অক্টোবরে আসতে যাচ্ছে প্রতীক্ষিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এছাড়া কাজের পরিকল্পনা ও অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্মাতার একটি কাজের জন্য দর্শকদের আগ্রহ অনুপ্রেরণা জোগায়। মশারির জন্য হয়তো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আশা করি অক্টোবরে কাজটি সবাই দেখতে পারবে।’
আরও পড়ুন: ক্যারিয়ারের রোমাঞ্চকর একটি কাজ ‘বিউটি সার্কাস’: জয়া আহসান
তিনি আরও বলেন, ‘কাজের অভিজ্ঞতা অনেকটাই ভিন্ন। ১০ বছর অপেক্ষা করতে হয়েছে এটি নির্মাণ করতে। মূলত ১০ বছর আগে এর গল্প মাথায় আসে। কিন্তু সেই সময় এমন একটা ফিকশন নির্মাণের জন্য যেমন সাহস করতে পারিনি, তেমনি সাপোর্ট ছিল না। যখন নির্মাণ শুরু করি তখনও অনেক ক্রিয়েটিভ সাপোর্টের অভাববোধ করেছি। তবে শেষ পর্যন্ত কাজটি শেষ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সাড়া পেয়েছি। এখন অপেক্ষা বাংলাদেশের দর্শকদের প্রতিক্রিয়ার।’
নুহাশ হুমায়ূনের মশারি নিয়ে আলোচনা শেষ না হতেই খবর বের হয় প্রথমবার কোনো নির্মাতা আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম হুলু’র জন্য কনটেন্ট নির্মাণ করছেন। এরই মধ্যে কনটেন্টটির নির্মাণ সম্পন্ন হয়েছে। যেখানে রয়েছেন দেশের অনেক পরিচিত অভিনয়শিল্পী। কাজটির ব্যাপারে বেশ গোপনীয়তা বজায় রাখছেন নুহাশ। তার কারণ হুলু থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারের অপেক্ষা।
হুলুর কনটেন্ট নিয়ে নুহাশ বলেন, ‘হ্যালোইন উপলক্ষে হুলু কয়েকটি কনটেন্ট প্রযোজনা করেছে। সেগুলোর একটি আমার নির্মাণ করা। অক্টোবরে হ্যালোইন ডে’তে এটি প্রচার হবে। এটি একটি সিঙ্গেল কনটেন্ট। এর চেয়ে বেশি এখনি বলা সম্ভব নয়। হুলু অফিশিয়ালি ঘোষণার পর সবাই বিস্তারিত জানতে পারবেন।’
হুলুর কনটেন্টটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন নুহাশ। বাংলা ও ইংরেজি ভাষায় এটি নির্মাণ হয়েছে। এ বছরই জানা যায়, হলিউডের দুই এজেন্সি অ্যানোনিমাস কনটেন্ট ও ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির (সিএএ) সঙ্গে চুক্তি হয় নুহাশের। এর মাধ্যমেই হুলুর সঙ্গে যুক্ত হোন তিনি।
আরও পড়ুন: আমার সিদ্ধান্তে কোনো ভুল ছিল না: নাসির উদ্দিন খান
হুলুর কাজটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে ইউএনবিকে নুহাশ বলেন, ‘আমার কয়েকটি কাজ দেখে তারা আমাকে কাজটি দেয়। লস এঞ্জেলসে হুলুর অফিসে যখন যাই তখন বেশ ভয়ে ছিলাম। তবে মিটিংয়ের অভিজ্ঞতা বেশ পজিটিভ ছিল। তারা আমার সব পরিকল্পনার বেশ প্রশংসা করেছে। যা আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।’
কাজের ক্ষেত্রে সবসময় এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন নুহাশ। প্রতিবন্ধকতার মধ্যে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তার নির্মাণ যেমন আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতি পাচ্ছে, পাশাপাশি দর্শকদের মাঝেও জনপ্রিয় পাচ্ছে। তবে গল্প ভাবনার ক্ষেত্রে দর্শকের পছন্দ নাকি আন্তর্জাতিক পুরস্কারকে গুরুত্ব দেন তিনি? এমন প্রশ্ন রাখা হয় নুহাশের কাছে।
উত্তরে তিনি বলেন,‘এভাবে আলাদা করে ভাবিনি। এটা ডিপেন্ড করে। তবে আমি সবসময় নিজের ভাবনাগুলো এক্সপেরিমেন্ট করতে চেয়েছি। ‘৭০০ টাকা’ স্বল্পদৈর্ঘ্যটি যখন জনপ্রিয়তা পায়, অনেকেই বলেছিলেন এমন কিছু আরও নির্মাণ করতে। আমি সেটা চাইনি। আমি প্রতিটি কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই। এক্সপেরিমেন্ট করে ভুল করতে চাই। সেখান থেকে শিখতে চাই। আর একটি ব্যাপার,আমার এক্সপেরিমেন্ট করা কাজগুলোই দর্শক বেশি পছন্দ করেছেন। যার একটি ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’।’
নুহাশ হুমায়ুনের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। তার কথায়,পাঁচ বছর হয়তো। কিন্ত এই সময়ের মধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তার ভিন্ন গল্পভাবনা জনপ্রিয় হয়েছে,দর্শকও প্রশংসা করেছে। এখন অপেক্ষা আলোচনায় থাকা মশারি ও হুলুর কনটেন্টটির জন্য।
তবে, নুহাশের ক্যারিয়ার গ্রাফ দেখার পর আশা করাই যায়,এবারও তার দারুণ মুন্সিয়ানা দেখতে পাবেন দর্শকেরা।
আরও পড়ুন: ঢাকার দর্শকদের মুগ্ধ করেছে শিরোনামহীন!
২ বছর আগে
মুক্তি পেল ‘ষ’-এর তৃতীয় পর্ব ‘লোকে বলে’
সাইকোলজিক্যাল হরর ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘ষ’। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই অ্যান্থোলজি সিরিজ।
এই সিরিজের তৃতীয় পর্ব ‘লোকে বলে’ মুক্তি পেয়েছে ২১ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১০টা ৫৯মিনিটে।
এটি পরিচালক নুহাশ হুমায়ূনের তৈরি প্রথম ওয়েব সিরিজ। এছাড়া নুহাশ পরিচালিত এই সিরিজটির মাধ্যমে চরকি এই প্রথম ভৌতিক ঘরানার কোনো কনটেন্ট মুক্তি দিতে যাচ্ছে। এরই মধ্যে পেট কাটা ‘ষ’-এর মুক্তি পাওয়া দুটি পর্ব ‘এই বিল্ডিং এ মেয়ে নিষেধ’ ও ‘মিষ্টি কিছু’ দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন: মিউজিক ভিডিওতে প্রথমবার দিঘী
‘লোকে বলে’ পর্বে অভিনয় করেছেন মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হাসান নদী, প্রণয় দেব উচ্ছাস তৌফিকুল ইমন ও গীতশ্রী চৌধুরী। কার্টুনিস্ট চরিত্রে এই পর্বে অভিনয় করেছেন মোরশেদ মিশু। তিনি বলেন, ‘আমি পেশায় একজন কার্টুনিস্ট কিন্তু ক্যামেরার সামনে অভিনয় করার চেষ্টা এবারই প্রথম। আমি একই সঙ্গে নার্ভাস ও এক্সাইটেড। উন্মাদ ম্যাগাজিনে আমার আঁকা কার্টুন যখন প্রথমবার ছাপা হয়, সেইরকম অনুভব করছি। সেসময় যেমন সিনিয়র কার্টুনিস্টদের নামের পাশে নিজের নাম দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম এবারও তেমন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, নওশাবা আহমেদ, সোহেল মন্ডলের মত অভিনয় শিল্পীদের নামের সঙ্গে নিজের নাম দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি।’
সিরিজের নাম কেন পেটকাটা ষ দিয়েছেন এমন প্রশ্নে নুহাশ হুমায়ূন বলেন, ‘মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ষ বলি। কেউ বাংলা ভাষা শিখলেই এই অক্ষরটাকে পেটকাটা ষ বলে ও চিনে। কিন্তু কেন? কোনো বাংলা বই বা কোথাও কিন্তু পেটকাটা ষ লেখা নেই। খুব ভৌতিক একটা অদ্ভুত নাম। কিন্তু কেমন করে যেনো লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে জিনিষটা খুব পরিচিত হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছিল এই ভূতের গল্পগুলোও একই রকম। কোথাও লেখা নেই। পুরাটা লোককথা। কিন্তু মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে। সো ফাইনালি, পেটকাটা ষ-কে পেটকাটা ষ বলতে চাই; লিখতে চাই। আর ভূতের গল্পগুলোকে আমার মতো করে আধুনিকভাবে একত্রিত করতে চাই।’
আরও পড়ুন: কেজিএফ চ্যাপ্টার ২: মুক্তির প্রথম সপ্তাহেই ব্যয়বহুল কন্নড় চলচ্চিত্রের বাজিমাত
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সব সময় চেষ্টা করে দর্শকদের মৌলিক ও ভিন্ন কনটেন্ট উপহার দেয়ার। ভৌতিক বা হরর কনটেন্ট চরকির পর্দায় এর আগে দর্শক দেখেনি। আশা করছি, সিরিজ ‘ষ’ দেখে দর্শক হতাশ হবে না।’
ঘুরতে ঘুরতে একদিন এক দম্পতি এমন একটা গ্রামে গিয়ে পৌঁছায় যে গ্রাম থেকে নাকি প্রতিটা বাংলা কুসংস্কারের উৎপত্তি হয়। একটার চেয়ে আরেকটার পেছনের গল্প অদ্ভুত, আরও বেশি আজব। কি সেই কুসংস্কারের গল্পগুলো? তা জানা যাবে ‘লোকে বলে’ পর্ব থেকে।
২ বছর আগে