স্পিডবোটডুবি
সন্দ্বীপে স্পিডবোটডুবি: আরও এক শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রামের সন্দ্বীপে স্পিডবোটডুবির ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হলো। এছাড়া এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছে।
শুক্রবার সকালের দিকে সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সন্দ্বীপ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, গুপ্তছড়া ঘাট থেকে ২৫ কিলোমিটার দূরে উড়িরচর এলাকায় লাশ ভাসার খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে সন্দ্বীপে স্পিডবোট ডুবি, শিশুর লাশ উদ্ধার
তিনি বলেন, লাশটি নিখোঁজ হওয়া জমজ বোন আদিবা বা আলিফার হবে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এসে শনাক্ত করবে।
এর আগে এ ঘটনায় বুধবার তাদের বড় বোন আনিকার লাশ উদ্ধার করা হয়েছিল।
গত ২০ এপ্রিল সকালে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ অভিমুখী একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে যায়। এ সময় স্পিডবোটে ২০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় বুধবারই এক শিশু পানিতে ডুবে মারা যায় এবং আরও তিন শিশু নিখোঁজ হয়।
আরও পড়ুন: সন্দ্বীপ উপকূলে জেগে উঠা চর নিয়ে নতুন স্বপ্ন ও বিশাল সম্ভাবনা
২ বছর আগে