রিসার্চ ফর এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমি
রিমা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নুরুল হক পুনর্নির্বাচিত
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি (প্রথম) এস এম নুরুল হক রিসার্চ ফর এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমি (রিমা) ট্রাস্টের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।
ব্যবসায়ী নুরুল হক শিক্ষাবিদ ও সমাজকর্মী হিসেবেও নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছেন।
তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যৈষ্ঠ সহ-সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: দেশের শিক্ষার মান ভালো: দীপু মনি
রিমা ট্রাস্টের ২০২২-২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনের জন্য শুক্রবার চট্টগ্রামে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অন্য নির্বাচিত সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন, সেক্রেটারি হাবিব রহমত উল্লাহ ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম।
কমিটির সদস্যরা হলেন- ড. রেজাউল কবির, অধ্যাপক ড. এন কে এম আকবর হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক বাহার উদ্দিন মো. জুবায়ের ও অধ্যাপক জোবায়েদা নাসরিন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতি অনুযায়ী, রিমা ট্রাস্ট গত ২৩ বছর ধরে চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এবং রিমা টিচার্স ট্রেনিং কলেজ পরিচালনা করছে।
২ বছর আগে