ওমিক্রন এক্সই
নিউজিল্যান্ডে প্রথম ওমিক্রন এক্সই ভ্যারিয়েন্ট শনাক্ত
নিউজিল্যান্ডের সীমান্তে দেশটির প্রথম ওমিক্রন এক্সই ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বিদেশ থেকে নিউজিল্যান্ডে ভ্রমণ করতে আসা এক ব্যক্তির শরীরে ভাইরাসের এ ধরন শনাক্ত হয়েছে।
এটি নিউজিল্যান্ডে ওমিক্রন এক্সই ভ্যারিয়েন্টের প্রথম কেস বলেও জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যানুসারে, আক্রান্ত ব্যক্তি বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। তিনি গত ১৯ এপ্রিল নিউজিল্যান্ডে এসেছিলেন এবং ২০ এপ্রিল তিনি করোনা পরীক্ষা করেন। পুরো-জিনোম সিকোয়েন্সিং এর পর ভাইরাসের এক্সই ভ্যারিয়েন্টটির বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট: যুক্তরাজ্যে নতুন সতর্কতা
এদিকে, শনিবার দেশটিতে সাত হাজার ৯৩০ জন করোনা শনাক্ত হয়েছে,৪৯৪ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৯ জন রোগী মৃত্যুবরণ করেছে।
এছাড়াও, নিউজিল্যান্ড সীমান্তে ৫৫ জন মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মহামারি শুরু হওয়ার পর থেকে নিউজিল্যান্ডে আট লাখ ৭৫ হাজার ৭৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাস থেকে নিজেদের রক্ষা করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নাগরিকদের সতর্ক করেছে।
আরও পড়ুন: ‘ওমিক্রন’: বিশ্বজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ
করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করলো দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা
২ বছর আগে