বোল মাছ
সেন্টমার্টিনে জেলের জালে ১৪০ কেজির বোল মাছ!
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ১৪০ কেজি ওজনের একটি বোল মাছ। জেলে আব্দুর রশিদের (৩৫) টানা জালে ধরা পড়া এ মাছটি এক লাখ ৪০ হাজার টাকায় কিনে নেন ব্যাবসায়ী সৈয়দ আলম।
শনিবার সকাল ৮টার দিকে সেন্টমার্টিন ডেইল পাড়া পয়েন্টে জেলে আব্দুর রশিদের (৩৫) টানা জালে মাছটি ধরা পড়ে।
জেলে আব্দুর রশিদ বলেন, সকালে সেন্টমার্টিন প্রাসাদ প্যারাডাইস পয়েন্টে টানা জাল দিয়ে মাছ শিকার করছিলাম। এ সময় কয়েক দফা চেষ্টা করে একটিও ধরতে পারিনি। হতাশ হয়ে ফেরত যাওয়ার আগে শেষবারের মতো জাল টানলে ওই পয়েন্টে মাছটি ধরা পড়ে। সাগর থেকে এতবড় মাছটি ওঠাতে অনেকে আমাকে সহযোগিতা করেছেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে নেয়া হয়। মাছটি দেখতে লোকজন ভিড় জমান। মাছটির ওজন ১৪০ কেজি। এক লাখ ৪০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মাটি ছাড়াই বৈজ্ঞানিক পদ্ধতিতে শাক-সবজি চাষ
স্থানীয় ব্যবসায়ী ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের সার্ভিস ট্রলারের সাধারণ সম্পাদক সৈয়দ আলম মাছটি কিনে নেন।
মাছের ক্রেতা সৈয়দ আলম বলেন, শখের বশে বড় বোল মাছটি কিনে নিয়েছি। তবে গত কয়েক বছরের মধ্যে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি এক হাজার টাকা কেজি হিসেবে স্থানীয় বাজারে বিক্রি করার পরিকল্পনা আছে তার।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সেন্টমার্টিন দ্বীপের এক জেলের টানা জালে ১৪০ কেজি ওজনের একটি বিশাল বোল মাছ ধরার খবর শুনেছি। সাধারণত এখানে এত বড় মাছ ধরা পড়ে না। তবে শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত বোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।
আরও পড়ুন: ডুমুরিয়ায় খাল দখল করে চলছে মাছ চাষ
খুলনাঞ্চলের বোরো ধানে পোকার আক্রমণ: লোকসানের শঙ্কায় চাষিরা
২ বছর আগে