রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।
এছাড়া ৭ জুলাই থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায়
মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ছয় জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।
২ বছর আগে
২০২৪ সালে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ শেষ হবে: মন্ত্রী
২০২৪ সালে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যেই ৪১ শতাংশ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং ২০২৪ সালেই শেষ করা হবে বলে আশা করা যাচ্ছে।’
শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এই সব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের নির্মাণ কাজ চলতি বছর শুরু হবে। গুরুত্বপূর্ণ এ প্রকল্প বাস্তবায়নে অর্থ সংগ্রহও হয়ে গেছে। ভারতীয় লাইন অব ক্রেডটে প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: দেশ এগিয়ে যাচ্ছে: রেলমন্ত্রী
তিনি বলেন, এই রেলপথ নির্মাণ করা হলে উত্তরাঞ্চলের ১১ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ অনেক সহজ হবে। ইতোমধ্যেই প্রকল্পের স্থান নির্ধারণের জন্য কনসালট্যান্টও নিয়োগ করা হয়েছে, ফিজিবিলিটি স্টাডি চলছে। এখন সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে কোনো স্থান দিয়ে রেললাইন যাবে, কয়টা ব্রিজ হবে। এই সব কিছুর যাচবাছাই চলছে।
রেলওয়ে সূত্র জানায়, বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে সরাসরি বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে এ ট্রেন সার্ভিস চালু হলে বগুড়াসহ উত্তরের জেলার ট্রেন যাত্রীদের প্রায় ২’শ কিলোমিটার দূরত্ব কমে যাবে। শুধু তাই নয়, সেইসঙ্গে যাতায়াত খরচ কমে ট্রেন যাত্রীদের অনেক আর্থিক সাশ্রয় হবে। এ ছাড়া মহাসড়কপথে চলাচলকারী রংপুর বিভাগের ৮ জেলাসহ রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলার ঢাকাগামী যাত্রীরা এই রেলপথে কম সময়ে ও কম খরচে যাতায়াত করতে পারবে। এর ফলে মহাসড়কপথের যানজট ও রেলপথের দুর্ভোগ থেকে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের যাত্রীরা অনেকটা রেহাই পাবে।
তাছাড়া এই রেলপথ নির্মাণে বগুড়া থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে শহীদ এম মনসুর আলী স্টেশনের দূরত্ব হবে ৭২ কিলোমিটার। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা।
আরও পড়ুন: ২০২২ সালের জুনে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনে ট্রেন: রেলমন্ত্রী
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও আওয়ামী লীগের নেতারাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২ বছর আগে