গুজরাট টাইটান্স
আন্দ্রে রাসেল একাই খেলা দেখাল কিন্তু পারল না কলকাতা
এমন কোনো সুন্দর ব্যাটিং করেনি আইপিএল টেবিলের শীর্ষ দল গুজরাট টাইটান্স। তাদের চমক ছিল টস জিতে ব্যাটিং নেয়া।এ ঘটনা এই মৌসুমে প্রথম। তাদের ব্যাটিং ছিল দুই ভাগের খেলা ১৬.৩ ওভারে ছিল ১৩৩/৩ রানে আর পরের ৬ উইকেটে করলো ২৬ রান মাত্র। সাংঘাতিকভাবে টেনে ধরেছিল কলকাতা, আশাও জেগেছিল।
২
এবারের লিগে সবাই ভালো পাঠাচ্ছে তাই ছক্কা দেখার মজা কম। এতো ছক্কা আগে কোন বার মারা হয়নি আর এখনও তো প্রায় অর্ধেক লিগ বাকি।ছক্কার স্বর্গ হবে আইপিএল কিন্তু তাতে একটা মজা হয়েছে বোলারদের, হঠাৎ যে দুর্দান্ত এবং অবিশ্বাস্য উইকেটে নেয়া হয় সেটা আগের চেয়ে সবাই বেশি উপভোগ করছে। তেমনি একটা শেষ ওভারের ম্যাজিক দেখালো আন্দ্রে রাসেল, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়।
৩
গুজরাট টাইটান্স আশা করছিল যে শেষ দুই ওভারে কিছু ঘাটতি রান ওঠাবে কিন্তু ১৯তম ওভারে শুরু হলো রাসেলের ওভার। তিনটা উইকেট আসে বাউন্ডারি লাইন থেকে আর মজার বিষয় হলো তিনটাই ধরে রিঙ্কু সিং। একবার ৪ আসে তার বলে কিন্তু শেষ বলে নিজেই কট এন্ড বোল্ড করে উইকেট নেয় রাসেল। গোটা খেলার এটাই ছিল সবচেয়ে মজাদার।
আরও পড়ুন: মুস্তাফিজ টেস্ট খেলা ছাড়তে না চাইলেও কমাতে চায়
৪
কিন্তু ব্যাটিংয়ে নেমে কলকাতা কিছু করতে পারেনি। টিমের মনে হয় প্রণোদনার ঘাটতি আছে কারণ কেউ দাঁড়াতে পারেনি গুজরাটের বোলিংয়ের সামনে, গরমও হতে পারে। ঘর্মাক্ত খেলোয়াড় দেখা এখন মাঠের স্বাভাবিক ব্যাপার ই। পানি আর তোয়ালে, বল ব্যাটের মতোই জরুরি এবারের আইপিএল মাঠে।
৫
কলকাতার হাল কিন্তু শেষ পর্যন্ত ধরল সেই আন্দ্রে রাসেল। সবচেয়ে বেশি তারই রান ছিল (৪৮ ) শেষ ওভারে রান দরকার ছিল ১৮। প্রথম বলে ছক্কা মারলো রাসেল। কলকাতা সমর্থকরা দারুণ খুশি কিন্তু দ্বিতীয় বলে আউট আলজারি জোসেফের বলে। বাকিটা বলার দরকার নেই। শেষ ওভারে ৯ রান করে ৮ রানে হার। গুজরাট শীর্ষে, কলকাতা তলাচ্ছে ই।
আরও পড়ুন: সমালোচনার মাঝে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট
কোহলি আবার ডিম
৯ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিভি)। তবে এই রেজাল্ট শুনে বোঝা যাবে না কত বাজেভাবে আরসিভি হেরেছে মাত্র ৬৮ রান করে। এটি আইপিএলের ইতিহাসের অন্যতম কম রানের স্কোর তবে তারা এরকম আগেও করেছে। বোলারেরা ভীষণ চেপে রেখেছিল ব্যাঙ্গালোরকে এবং কোহলি যথারীতি আবার ডিম খেলো, পরপর দ্বিতীয় বার। কেন এটা হচ্ছে বোঝা যাচ্ছে না তবে আরসিভি জমতে পারছে না।
লেখক: এডিটর এট লার্জ, ইউএনবি
(প্রকাশিত মতামতের দায় লেখকের, ইউএনবির নয়)
২ বছর আগে