ইরানি
ইরানি সীমান্তরক্ষীর গুলিতে ৪ পাকিস্তানি নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় ইরানি সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৪ পাকিস্তানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৯ মে) পাকিস্তানি নাগরিকদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩০ মে) স্থানীয় পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের কর্মকর্তারা জানান, বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী গ্রাম মাশকেলের কাছে এ ঘটনা ঘটে বলে।
সরকারি কর্মকর্তা সাহিবজাদা আসফান্দ বলেন, ইরানি সীমান্তরক্ষী বাহিনী কেন গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: পাকিস্তানে তীর্থযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৭
নিহত চারজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।
এ বিষয়ে তেহরান বা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে উভয় দেশের নিরাপত্তা বাহিনী প্রায়ই ওই অঞ্চলে তৎপর থাকা চোরাকারবারি ও বিদ্রোহীদের গ্রেপ্তার করে থাকে। ইরান যেভাবে হামলা চালিয়েছে ঠিক একইভাবে গত জানুয়ারিতে ইরানের অভ্যন্তরে কথিত সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তান টিট-ফর-ট্যাট নামে অভিযান চালিয়ে কমপক্ষে নয়জনকে হত্যা করেছিল।
আরও পড়ুন: পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৮, আহত ২০
৬ মাস আগে
হিজাব ইস্যু: ইরানিদের ইন্টারনেট ব্যবহার বাড়াতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ
ইরানের জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য নিজেদের সমর্থন বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের ডেপুটি সেক্রেটারি ওয়ালি আদেয়েমোর মতে, ইরানিরা মাহসা আমিনির হত্যার নিন্দা জানাতে রাস্তায় নেমেছে।
আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম রাইসির প্রশাসন দেশে ইন্টারনেট ব্যবহার অবরুদ্ধ করার পর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট শুক্রবার ইরানিদের জন্য যথাযথ ইন্টারনেট পরিষেবা বাড়ানোর লাইসেন্স জারি করেছে।
আরও পড়ুন: পুলিশের ইউনিফর্মে হিজাব যুক্ত করল নিউজিল্যান্ড
গত সপ্তাহে ‘অনুপযুক্ত হিজাব’ পরিধানের জন্য ২২ বছর বয়সী কুর্দি নারী আমিনিকে পুলিশ হেফাজতে নেয়া হয় এবং এরপরেই তিনি কোমায় চলে যান। শুক্রবার তিনি মারা যাওয়ার পর ইরানের রাস্তায় এবং সামাজিক মাধ্যমে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
আল আরাবিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরানভিত্তিক বিদেশি কূটনীতিকরা ও ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলো দাবি করছে যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে ইন্টারনেট ব্যবহার অবরুদ্ধ বা সীমিত করেছে।
মার্কিন অর্থমন্ত্রীর উপসচিব ওয়ালি আদেয়েমোকে উদ্বৃতি দিয়ে বলা হয়েছে: ‘যেহেতু সাহসী ইরানিরা মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমেছে, তাই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহের জন্য তার সমর্থনকে বৃদ্ধি করছে।’
তিনি দাবি করেন যে ইরানিদের আবদ্ধ করে রাখার সরকারের প্রচেষ্টা ব্যর্থ করতে আরও বেশি সশস্ত্র হয়ে উঠতে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সাম্প্রতিক বিক্ষোভ এবং মাহসা আমিনির মৃত্যুর পরে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের নৈতিক পুলিশ এবং ছয় ইরানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
ইরান মানবাধিকার (আইএইচআর) সংস্থা দাবি করেছে যে বিক্ষোভ চলাকালীন ইরানের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কমপক্ষে ৩১ জন নাগরিকের প্রাণ গেছে।
আরও পড়ুন: হিজাব পরা ইসলামে অপরিহার্য নয়: কর্নাটক হাইকোর্ট
কর্ণাটকে হিজাব বিতর্ক: বৃহত্তর বেঞ্চ গঠনের অভিমত আদালতের
২ বছর আগে
রাস্তায় ঘুরে বেড়ালেও আমাকে কেউ চিনত না: জয়া আহসান
দেশের গণ্ডি পেরিয়ে এরইমধ্যে টলিউডে বেশ জনপ্রিয় জয়া আহসান। এই তারকার ক্যারিয়ারে নতুন এক পালক যোগ হলো। এবার ইরানি সিনেমায় দেখা যাবে তাকে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেঁস্তোরায় গণমাধ্যমে সিনেমা প্রসঙ্গে জানান জয়া।বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় সিনেমাটির নাম ‘ফেরেশতে’। এটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ। এর গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজে।
ছবিটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সুবিধাবঞ্চিত একটি পরিবারের গল্প উঠে আসবে এই সিনেমায়। তবে নেতিবাচকতা নয়-খুব ইতিবাচকভাবেই বিষয়টি তুলে ধরা হবে।এপ্রিলের শুরু থেকে ঢাকার বিভিন্ন জায়গায় ‘ফেরেশতে’-এর শুটিং হয়েছে। এমনকি পহেলা বৈশাখকে কেন্দ্র করে শুটিং হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
আরও পড়ুন: সিয়াম-পূজা জুটির বৈশাখ চমক
২ বছর আগে