সম্প্রসারিত
অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহী বাংলাদেশ-নরওয়ে
বাণিজ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও নরওয়ে।
দুই দেশ বিশেষভাবে অফশোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্ডকে তৈরি পোশাক খাতের নিরাপত্তা ও সবুজ উৎপাদন সুবিধা নির্মাণে নেয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন।
নরওয়েজিয়ান মন্ত্রী জাহাজ ভাঙ্গা শিল্পে আগ্রহ প্রকাশ করেন এবং হংকং কনভেনশন অনুসমর্থনের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার বিষয়ে খোঁজ নেন।
রবিবার ড. মোমেন ঢাকায় সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে আসেন।
পড়ুন: ডেনমার্কের রাজকুমারী ঢাকায়
২ বছর আগে