অভিষেক
অভিষেক ম্যাচে গোল করে বার্সেলোনাকে জেতালেন অলমো
লাইপসিগ থেকে দলে ভিড়িয়েও যাকে লিগে নিবন্ধন করাতে পারছিল না বার্সেলোনা, সেই দানি অলমোই অভিষেক ম্যাচে মাঠে নেমে পার্থক্য গড়ে দিলেন। কাতালুনিয়ান জায়ান্টদের তৃতীয় জয়ের রাতে তাই নায়ক বনে গেলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
মাদ্রিদের ভায়েকাস স্টেডিয়ামে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।
ম্যাচের নবম মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন উনাই লোপেস। তবে দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে গোল করে বার্সাকে পেদ্রি সমতায় ফেরানোর পর ৮২তম মিনিটে দানি অলমোর গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।
এদিন ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার সঙ্গে সমানে টক্কর দিকে থাকে রায়ো। দুই পক্ষেরই পাল্টাপাল্টি আক্রমণের মাঝে নবম মিনিটে গোল পেয়ে এগিয়ে যায় স্বাগতিকরা।
আরও পড়ুন: বিলবাওয়ের বিপক্ষে ঘাম ঝরানো জয় বার্সেলোনার
শুরুতেই গোল পেয়ে এরপর থেকে শারীরিক খেলায় মেতে ওঠে রায়োর খেলেয়াড়রা। তারুণ্যনির্ভর বার্সেলোনার ফুটবলাররা তাই প্রতিপক্ষের সামনে খুব বেশি সুবিধা করে উঠতে পারছিলেন না।
বারবার আক্রমণে উঠলেও প্রতিপক্ষের প্রবল চ্যালেঞ্জের মুখে পড়ে হয় বল হারিয়ে ফেলছিলেন, নতুবা ভুল পাস দিয়ে বলের ওপর দখর হারাচ্ছিলেন তারা। এর মাঝে সুযোগ পেলেই তীব্র গতিতে আক্রমণে উঠছিল রায়োর খেলোয়াড়রা।
এভাবে সময় গড়িয়ে যেতে থাকলে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। এরপর ৩৭তম মিনিটে রায়োর বক্সের দিকে এগিয়ে গিয়ে দূরের পোস্টে বাঁকানো শট হানেন লামিন ইয়ামাল, কিন্তু শটটি ঠেকিয়ে দেন গোলরক্ষক।
৪৩তম মিনিটে একটি পাল্টা আক্রমণে ওঠে রায়ো। তবে শেষ মুহূর্তে বার্সেলোনার ডিফেন্ডারদের প্রচেষ্টায় গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনকে ভোগাতে পারেনি তারা।
এরপরও গোলের সুযোগ তৈরির চেষ্টা করে বার্সেলোনা, তবে রায়োর জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়ে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
৩ মাস আগে
এমবাপ্পে না পারলেও অভিষেকে গোল এন্দ্রিকের, জয়ে ফিরল রিয়াল
প্রথম ম্যাচে ড্র করার পর লা লিগায় চলতি মৌসুমে প্রথম ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তুলনামূলক দুর্বল রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময় ধীরগতির ফুটবল খেলেও দারুণ জয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
রবিবার (২৫ আগস্ট) বের্নাবেউতে ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ৫০তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের ফ্রি কিক থেকে করা গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৮৮ ও যোগ করা সময়ের শেষ মিনিটে দুই গোল করেন বদলি হিসেবে নামা দুই খেলোয়াড় ব্রাহিম দিয়াস ও এন্দ্রিক।
এদিন নতুন মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউতে প্রথম ম্যাচ খেলতে নামে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে লা লিগায় ঘরের মাঠে অভিষেক হয় কিলিয়ান এমবাপ্পের। এছাড়া ম্যাচের ৮৬তম মিনিটে অভিষেক হয় এন্দ্রিকের। তবে ম্যাচের প্রায় পুরোটা সময় খেলে এমবাপ্পে গোল না পেলেও তার পরিবর্তে মাঠে নেমে অভিষেক ম্যাচেই গোল আদায় করে নিয়েছেন এন্দ্রিক।
রিয়ালের নতুন নম্বর ৯ এবং ব্রাজিলের পরবর্তী সম্ভাব্য মহাতারকা হিসেবে আলোচনায় আসা এন্দ্রিকের অভিষেক ম্যাচে উপস্থিত ছিলেন লস ব্লাঙ্কোসদের সাবেক নম্বর ৯ ব্রাজিল গ্রেট রোনালদো নাজারিও। তবে প্রতিপক্ষ দলের হয়ে মাঠে এসেছিলেন তিনি। ভায়াদোলিদের মালিকদের একজন রোনালদো।
আরও পড়ুন: মৌসুমের শুরুতেই বেলিংহ্যামকে হারাল রিয়াল মাদ্রিদ
ম্যাচের শুরু থেকেই তুলনামূলক শক্তিশালী রিয়াল মাদ্রিদ আক্রমণে উঠতে থাকে, আর রক্ষণাত্মক ফুটবলে মনোযোগী হয় ভায়াদোলিদ।
ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে রিয়াল। মাঝমাঠে নিজেদের অর্ধ থেকে উড়ন্ত লম্বা পাস দিলে দ্রুগতিতে বলের কাছে পৌঁছে প্রতিপক্ষের বক্সের মধ্যে বাঁ পাশ থেকে বল ধরেন এমবাপ্পে। প্রথম ছোঁয়াতেই তিনি লক্ষ্যে শট নিলে ঝাঁপিয়ে তা প্রতিহত করেন লা লিগার প্রথম রাউন্ডে গোল না খাওয়া একমাত্র গোলরক্ষক কার্ল হাইন।
৩ মাস আগে
সিলেট টেস্ট: নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, শাহাদাতের অভিষেক
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
১০২তম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্যাপ (অভিষেক) পেলেন ২১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু। ২২টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে তিনি প্রায় ১ হাজার ৪০০ রান সংগ্রহ করেন, যার মধ্যে দু’টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে।
তামিম ইকবাল, সাকিব আল হাসান ও লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশ একাদশে অপেক্ষাকৃত নতুন কিছু মুখকে বেছে নিয়েছে।
একমাত্র পেসার শরীফুল ইসলামের পাশাপাশি থাকছেন ৩ স্পিনার- মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
আরও পড়ুন: সিলেটে বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড টেস্টের টিকিটের মূল্য প্রকাশ
এই টেস্টটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং ২০১৮ সালের পর থেকে সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্ট।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন
নিউ জিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, টিম সাউদি (অধিনায়ক), কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ: ট্রফি ছাড়াও ৪ মিলিয়ন ডলার প্রাইজ মানি পাবে চ্যাম্পিয়নরা
আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া
১ বছর আগে
কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
বলিউড সিনেমায় অভিষেক ঘটতে চলেছে ৫ বার বাংলাদেশের জাতীয় পুরষ্কার জয়ী অভিনেত্রী জয়া আহসানের। চলচ্চিত্রের নাম কড়ক সিং। যার প্রথম পোস্টার প্রকাশিত হয় ৯ নভেম্বর। তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, ছবিটি শিগগিরই মুক্তি পেতে চলেছে ভারতের ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম জি ফাইভে।
২০২২-এর শেষের দিকে প্রজেক্টটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন দুই বাংলার এই জনপ্রিয় তারকা। শুটিং ও নির্মাণের যাবতীয় কাজ শেষে ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে তার হিন্দি সিনেমার ব্যাপারটি চূড়ান্ত হলো।
শুধু ক্যারিয়ারের একটি নতুন অধ্যায়ই নয়; এর মাধ্যমে ভারতের প্রতিভাবান সব চলচ্চিত্র কর্মীদের সাহচর্য পেলেন চির তরুণ এই অভিনেত্রী। চলুন, জয়ার এই নতুন যাত্রার বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কড়ক সিং নির্মাণের নেপথ্যের মানুষেরা
এই মুভির মাধ্যমে তৃতীয়বারের মতো হিন্দি ভাষায় নির্দেশনা দিলেন ভারতের বাঙালি নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। ক্যারিয়ারের প্রথম ছবি অনুরণন (২০০৬) দিয়েই তিনি দর্শকদের কাছে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছিলেন। অনুরণনসহ অন্তহীন (২০০৮) এবং পিঙ্ক (২০১৬ ফিল্ম) তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়।
কড়ক সিং-এর কাস্টিং পরিচালনার কাজ করেছেন যোগী মল্লং, যিনি পূর্বে অস্কার জয়ী আরআরআর মুভির কাস্টিং ডিরেক্টর ছিলেন। তিনি নিজেও ছবির একটি ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে কাস্টিংয়ে সহপরিচালক হিসেবে রয়েছেন অভিষেক বাগচী।
আরও পড়ুন: অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে: জয়া আহসান
প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে ছিলেন নাতাশা গৌউবা, যিনি এর আগে সালমান খানের রেস-৩ (২০১৮) ও দীপিকার রামলীলা (২০১৩) এর প্রোডাকশন ডিজাইন করেছিলেন।
সঙ্গীত আয়োজন করেছেন ভারতের খ্যাতিমান সুরকার, গায়ক ও সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র।
চিত্রগ্রহণ সম্পন্ন করেছেন অভিক মুখোপাধ্যায়, যিনি অনিরুদ্ধর পিঙ্ক মুভির সিনেমাটোগ্রাফি করেছিলেন।
ছবির সামগ্রিক সম্পাদনায় নিয়োজিত ছিলেন অর্ঘকমল মিত্র।
কড়ক সিংয়ে জয়ার সহঅভিনয় শিল্পীরা
ছবির নাম ভূমিকায় এখানে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। যদিও চলচ্চিত্রের ভাষা বাংলা নয়; কিন্তু একজন বাঙালি পরিচালকের সঙ্গে এ নিয়ে পঙ্কজ তৃতীয়বারের মতো কাজ করলেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে 'দিল বেচারা'(২০২০) খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী, এবং মালায়ালাম অভিনেত্রী পার্বতী থিরুভোথু। এছাড়াও রয়েছেন দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেব সহ আরও অনেকে।
আরও পড়ুন: ‘বিউটি সার্কাস’ টিমের প্রতি কৃতজ্ঞ: জয়া আহসান
১ বছর আগে
তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের
মঙ্গলবার ঢাকায় নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে হেরে এখন সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ।
এই ম্যাচেই ওয়ানডে অভিষেক হচ্ছে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান জাকির হাসানের। তিনটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে তার একটি সেঞ্চুরি ও দু’টি হাফসেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন: এক নজরে বিপিএল ২০২৪-এর ৭টি দল: কে কোন দলে খেলছেন
ডিন ফক্সক্রফটও নিউ জিল্যান্ডের হয়ে অভিষেক করছেন। ওয়ানডে অভিষেকের আগে একটি টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই অলরাউন্ডার।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম
নিউ জিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট
আরও পড়ুন: মার্কিন দূতাবাসে সাকিব, পিটার হাসের সঙ্গে খেললেন ক্রিকেট
এশিয়া গেমস ক্রিকেট: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
১ বছর আগে
রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে ‘হৈমন্তীর ইতিকথা’ দিয়ে বড়পর্দায় অভিষেক ঐশিকা ঐশির
বাংলা সাহিত্যের অনেক চরিত্র উঠে এসেছে সিনেমার পর্দায়। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে ‘হৈমন্তীর ইতিকথা’ নির্মাণ করলেন মির্জা সাখাওয়াৎ হোসেন।
‘হৈমন্তীর ইতিকথা’ সিনেমার মূখ্য চরিত্রে রয়েছেন নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশি। তিনি একাধারে একজন টেলিভিশন উপস্থাপিকা, মডেল ও নাট্যশিল্পী।
সিনেমায় অভিনয় প্রসঙ্গে ঐশি বলেন, ‘জীবননির্ভর, সাহিত্যনির্ভর গল্প আমার সব সময়ের পছন্দ। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের গল্পে কাজ করতে পারা আমার জন্য ভাগ্যের বিষয়। আর আমার জন্য বেশ চ্যালেঞ্জেরও।’
আরও পড়ুন: বিশ্বব্যাপী মুক্তির ৯৯ দিন পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’
সিনেমায় ক্যারিয়ার সম্পর্কে ঐশি আরও বলেন, ‘সিনেমার প্রতি ভালোবাসা থেকে এখানে ক্যারিয়ার গড়তে চাই। তবে সেটি ‘হৈমন্তীর ইতিকথা’ মুক্তি পাওয়ার পর। আর নিয়মিত কাজের জন্য আমার আরও প্রস্তুতিরও প্রয়োজন রয়েছে। তাই নিজেকে প্রস্তুত করছি।’
‘হৈমন্তীর ইতিকথা’য় ঐশিকার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সাইফ খান। অন্যান্য চরিত্রে আছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন, মোহাম্মদ আবদুল হামিদ, সিনথিয়া লিজা প্রমুখ।
উল্লেখ্য, নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ঈদ-উল আজহায় সিনেমাটি মুক্তি পেতে পারে।
আরও পড়ুন: ঈদুল ফিতরের সিনেমায় প্রযোজকদের ভরসা শাকিব ও অনন্ত, অন্যরা কতটা টিকবে!
১ বছর আগে
ঢাকা টেস্ট: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আয়ারল্যান্ডের
বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
এই ম্যাচের আগে আয়ারল্যান্ড তিনটি টেস্ট খেলেছে, যেগুলোর সবকটিতেই তারা হেরেছে।
এই ম্যাচে ছয় জন টেস্ট অভিষেককারী অংশ নিয়েছেন। তারা হলেন- মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হিউম এবং বেন হোয়াইট। এছাড়া জিম্বাবুয়ের হয়ে আট টেস্ট খেলা পিটার মুর আয়ারল্যান্ডের হয়ে প্রথমবারের মতো খেলবেন। এটি হোয়াইটের প্রথমবারের মতো প্রথম-শ্রেণির ম্যাচও হবে।
আয়ারল্যান্ড টেস্টে তুলনামূলকভাবে অনভিজ্ঞ দল হলেও অভিজ্ঞ দল বেছে নিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের অনুপস্থিতিতে শরীফুল ইসলামকে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করেছে তারা।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির
গতকাল তামিম ইকবাল খেলবেন কিনা তা স্পষ্ট না হলেও তাকে দলের প্রথম একাদশে রাখা হয়েছে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নাজমুল হোসেন, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ
আয়ারল্যান্ড একাদশ
মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বলবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক এডেয়ার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট
আরও পড়ুন: ঢাকা টেস্ট: টাইগারদের জয় এখনো সম্ভব, বললেন লিটন
১ বছর আগে
শিগগিরই বলিউডে অভিষেক হতে পারে শচীন কন্যার
শিগগিরই বলিউডে অভিষেক হতে পারে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারার।
দেশটির শীর্ষস্থানীয় বিনোদন নিউজ পোর্টাল 'বলিউড লাইফ' জানিয়েছে, ইতোমধ্যেই মডেলিং ও ইনস্টাগ্রামে ১৮ লাখেরও বেশি ফলোয়ার নিয়ে বলিউডে ক্যারিয়ার গড়তে আগ্রহী সারা।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পোর্টালটি জানিয়েছে, ‘সারা শিগগিরই বলিউডে অভিষেক করতে পারে। তিনি অভিনয়ে খুব আগ্রহী এবং কিছু ব্র্যান্ডের হয়ে কাজ করার কারণে অভিনয় নিয়ে কিছু প্রশিক্ষণ ও নিয়েছেন।’
আরও পড়ুন: জয়া আক্তারের দি আর্চিস: অমিতাভের নাতি, শ্রীদেবী কন্যা, শাহরুখ কন্যা আসছেন রুপালি পর্দায়
২৪ বছর বয়সী সারা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
অন্যদিকে তার ভাই অর্জুন বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে মনোনিবেশ করেছে।
২০১৩ সালের অক্টোবরে ২০০ তম টেস্ট খেলে ২৪ বছরের ক্রিকেট জীবন থেকে অবসর নেন ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার।
আরও পড়ুন: রাস্তায় ঘুরে বেড়ালেও আমাকে কেউ চিনত না: জয়া আহসান
২ বছর আগে