কম্প্রেসার বিস্ফোরণ
ফ্রিজ বিস্ফোরণ: বাবা-মায়ের পর চলে গেল শিশু ফাতেমাও
যাত্রাবাড়ী এলাকায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে বাবা-মায়ের মৃত্যুর একদিন পর মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী শিশু কন্যার মৃত্যু হয়েছে।
নিহত ফাতেমা আক্তার যাত্রাবাড়ীর কোনপাড়া এলাকার মৃত আব্দুল করিম ও খাদিজা আক্তারের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, ‘শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফাতেমা সকাল ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত দম্পতির মৃত্যু
সোমবার ফাতেমার বাবা-মা খাদিজা আক্তার (২৫) এবং আব্দুল করিম (৩০) একই হাসপাতালে দুই ঘণ্টার ব্যবধানে মারা যান।
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, খাদিজার ৯৫ শতাংশ এবং করিমের ৫৪ শতাংশ আগুনে পুড়েছে।
করিমের ভাই কামাল হোসেন জানান, ২০ এপ্রিল সাহরি করার সময় বাড়ির রান্নাঘরে এ বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে ১০৫ বছর বয়সী নারীর মৃত্যু
২ বছর আগে
যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত দম্পতির মৃত্যু
রাজধানীর যাত্রীবাড়ী এলাকায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত এক দম্পতি সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতরা হলেন- আব্দুল করিম (৩০) ও খাদিজা আক্তার (২৫)।
এর আগে গত ২০ এপ্রিল যাত্রাবাড়ী এলাকার কোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সরিষাবাড়ী ইউএনও কার্যালয়ে আগুন, নথিপত্র পুড়ে ছাই
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, ‘শরীরের ৯৫ শতাংশ দগ্ধ খাদিজা ভোর ৪টার দিকে এবং ৫৪ শতাংশ দগ্ধ করিম ভোর ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
তিনি জানান,নিহতদের মেয়ে ফাতেমা আক্তার (২) ৩৫ শতাংশ দগ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।
করিমের ভাই কামাল হোসেন জানান, ২০ এপ্রিল সেহেরি করার সময় করিম ও খাদিজার বাড়ির রান্নাঘরে এ বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন: রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২ বছর আগে