পানি সরবরাহ
পাইকগাছায় সুইচ গেট ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা
খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা বাজার সংলগ্ন ওয়াপদা রাস্তার ওপর নির্মিত পানি সরবরাহের সুইচ গেটটি দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গেট সংলগ্ন এলাকা ভেঙে যাওয়ায় সেখান থেকে জোয়ারের পানি ঢুকে অন্তত ৩-৪ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। একই অবস্থা বিরাজ করছে পাশের হাড়িভাঙ্গা এলাকায়।
চলতি বর্ষা মৌসুম ও জোয়ারে অতিরিক্ত পানির চাপকে সামনে রেখে নানা আশঙ্কার দানা বেঁধে উঠেছে স্থানীয়দের মধ্যে। তারা জানান, বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দীর্ঘ দিনেও সংস্কার না হওয়ায় মূলত এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য প্রবীর রায় জানান, তিনি বিষয়টি নিয়ে চেয়ারম্যান ও ওয়াপদা অফিসের এসও কে জানিয়েছেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
সোলাদানা ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান গাজী বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থানীয়ভাবে কাজ করার ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩
বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীরা নতুন বই পাবে: শিক্ষামন্ত্রী
২ বছর আগে
চাহিদার অর্ধেক পানিও সরবরাহ করতে পারছে না নাচোল পৌরসভা
তীব্র তাপদাহে চরম পানি সংকটে রয়েছে বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নাগরিকরা। গ্রাহকদের চাহিদার অর্ধেক পানিও সরবরাহ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। বিশুদ্ধ পানি নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে দেখা গেছে অনেককেই। তবুও পানি না পেয়ে ফিরে যাচ্ছেন নাগরিকরা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবছরের এই সময়ে খাবার পানির সংকট থাকে বরেন্দ্র অঞ্চলের নাচোল পৌরসভায়। কিন্তু চলতি বছর অত্যধিক তাপমাত্রা ও রোজার মাস হওয়ায় এই মুহূর্তে চরম সংকটে পড়েছেন পৌরবাসী। তাদের আশঙ্কা, এখনই দীর্ঘমেয়াদী উদ্যোগ না নিলে হুমকিতে পড়বে এই অঞ্চলের মানুষ। এর প্রভাব পড়বে কৃষি ও প্রাণিসম্পদেও।
নাচোল পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক মুঠোফোনে জানান, বর্তমানে নাচোল পৌরসভায় এক হাজার ৪০০ পানির গ্রাহক রয়েছে। তার মধ্যে পৌরসভার ০৮ ও ০৩ নং ওয়ার্ডে পানির সংকট তীব্র রয়েছে। বর্তমানে পৌরসভার যে দুটি ডিপ টিউবওয়েল রয়েছে, তা দিয়ে এই ১৪০০ সংযোগেও সঠিকভাবে পানির চাহিদা মেটানো সম্ভব।
আরও পড়ুন: পানি সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
জানা গেছে, পৌর কর্তৃপক্ষ খাবার পানির চাহিদা মিটাতে না পারায় পৌরসভার প্রায় দুই শতাধিক গ্রাহক নিজেরাই স্বেচ্ছায় পৌরসভার পানির সরবারাহ লাইন বিচ্ছিন্ন করেছেন।
নাচোল পৌরসভার ০৮ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাকিব বলেন, পৌরসভার পানি সরবারাহের লাইন থেকে আমরা দিনে একবার পানি পায়। এই পানিতে পান করা, গোসল করা, রান্না করা সম্ভব হচ্ছে না। পৌরসভার এই সামান্য পানি দিয়ে জনগণের চাহিদা মিটছে না। জনগণের উপর করের বোঝা ঠিকই বাড়ছে, কিন্তু খাবার পানি দিতে ব্যর্থ পৌর কর্তৃপক্ষ।
গৃহিণী শাহনাজ পারভীন জানান, রোজার মাসে খাবার পানি নিয়ে যে দুর্ভোগে আছি, তাতে মনে হয় আমরা বাংলাদেশ নয়, বসবাস করছি মরুভূমির কোন দেশে। গত কয়েকদিন ধরে বাধ্য হয়েই গোসল করা, থালা বাসন মাজা, পোশাক পরিস্কার করাসহ বিভিন্ন কাজ করছি বদ্ধ পুকুরের অপরিষ্কার পানিতে।
আরও পড়ুন: সুনামগঞ্জে বাঁধ উপচে হাওরে ঢুকছে ঢলের পানি
২ বছর আগে