ছোট পর্দা
ঈদুল ফিতরের নাটক ২০২২: ছোট পর্দার যে তারকারা দর্শকনন্দিত হবার অপেক্ষায়
ঈদুল ফিতরের নাটক মানেই যে শুধু কমেডি গল্প, তা নয়। ২০২২ এর ঈদ উৎসবে ছোট পর্দার পরিচিত মুখগুলো এবার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন কিছুটা ভিন্ন রূপে। বরাবরের মত রোমান্টিক কমেডি ধারার আধিক্য থাকলেও পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে নাটকগুলোতে। সেই পালাবদলকে সাধুবাদ জানিয়ে নিজেদের সেরা নৈপুণ্য দেখাতে প্রস্তুতি নিচ্ছেন প্রথম সারির অভিনয় শিল্পীরা। ইতোমধ্যে তাদের নাটকগুলোর ট্রেইলার ভক্তদের কৌতূহলের খোরাক যোগাচ্ছে। ২০২২ এর ঈদ উৎসবে বহু প্রতীক্ষিত নাটকগুলোর তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের ফিচারটি।
বহু প্রত্যাশিত কয়েকটি ঈদুল ফিতরের নাটক
হেল্প মি। নিশো, মেহজাবিন
রোমান্টিক-কমেডি নাটক নির্মাণে বেশ জনপ্রিয় একটি নাম কাজল আরেফিন অমি। তিনিই এবার নিশো-মেহজাবিনের ভক্তদের জন্য উপহার দিতে চলেছেন এই রহস্য নির্ভর নাটকটি। দারুণ সিনেমাটোগ্রাফি সম্পন্ন নাটকটিতে আরও অভিনয় করেছেন কাজী আসিফ রহমান। নাটকটি প্রযোজনা করেছেন মাসুদুল হাসান। নাটকটি দেখা যাবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন: ছেলের বাবা হলেন সিয়াম
আমি কেন। অপূর্ব, তাসনিয়া ফারিন
নাট্য পরিচালক মেহেদী হাসান জনি এ সময়ের ব্যস্ততম নির্মাতাদের একজন। তার চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকটি ইতোমধ্যে অনেক প্রত্যাশা জন্ম দিয়েছে সম্পূর্ণ কমেডি নাটকের ভক্তদের মধ্যে। এর গল্প লিখেছেন মাসুম রেজওয়ান। নাটকটি সম্প্রচারিত হবে এনটিভিতে ঈদের চতুর্থ দিন রাত ১১টা ১০ মিনিটে।
আদার হাফ। তাহসান, মিম
প্রতি ঈদের মত এবারেও তাহসানের আনাগোনা থাকছে নাটকগুলোতে। তার সঙ্গে লাক্স তারকা বিদ্যা সিনহা মিম জুটি বাঁধছেন আদার হাফ নামের নাটকটিতে। মোসাব্বের হোসেন মুয়িদের গল্পে দারুণ কমেডি ও রোমান্সে ভরপুর নাটকটির পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। নাটকটি দেখা যাবে এনটিভিতে ঈদের তৃতীয় দিন সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে।
আরও পড়ুন: জয়া আক্তারের দি আর্চিস : অমিতাভের নাতি, শ্রীদেবী কন্যা, শাহরুখ কন্যা আসছেন রুপালি পর্দায়
ওয়েডিং ক্র্যাশ। মুশফিক ফারহান, তানজিন তিশা
এবারের ঈদে প্রথমবারের মত তানজিন তিশার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন প্রাক্তন রেডিও জকি ও এ সময়ের উদীয়মান তারকা মুশফিক আর ফারহান। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির নির্দেশা দিয়েছেন জাকারিয়া সৌখিন। রোমান্টিক নাটকটি উপভোগ করতে হলে চোখ রাখতে হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
ঝুঁকির মধ্যে আছি। মোশাররফ করিম,সালহা খানম নাদিয়া
ঈদের কমেডি নাটক মানেই মোশাররফ করিমের দম ফাটানো মজার মজার সংলাপ। সেই হাস্যরস ও সমাজের সাথে সঙ্গতিপূর্ণ একটি বার্তা সংযুক্ত করে এই নাটকটির গল্প লিখেছেন জুয়েল এলিন। নাটকটির নির্দেশনায় আছেন শাম্স করিম। ঈদের চতুর্থ দিন রাত ৯টা ২৫ মিনিটে নাটকটি সম্প্রচারিত হবে বাংলাভিশনের পর্দায়।
আরও পড়ুন: ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মাজনুন মিজান
ঘুণ। মেহজাবিন, খায়রুল বাশার
আরটিভির ঈদ আয়োজনের সঙ্গে এবার যুক্ত হয়েছে ভিকি জাহেদের ঘুণ নাটকটি। বর্তমান সময়ের তথাকথিত মুলধারার বাইরে গিয়ে নাটক নির্মাণে বেশ ভালোভাবে নিজেকে পরিচিত করে তুলেছেন এই তরুণ নির্মাতা। বিদ্রোহী দিপনের নজরকাড়া সিনেমাটোগ্রাফিতে এবারের ঈদের বিশেষ আকর্ষণ থাকবে এই থ্রিলারধর্মী নাটকটি।
ব্যাচেলর রমজান। ব্যাচেলর পয়েন্ট তারকারা
কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকটি বেশ আগেই দর্শকপ্রিয়তা অর্জন করেছে। সেই সূত্রে, মিশু সাব্বির, মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, ও চাষী আলমের সঙ্গে ব্যাচেলর পয়েন্টের সব তারকাদের এবার দেখা যাবে ব্যাচেলর রমজানে। নাট্য নির্দেশক অপরিবর্তিত থাকলেও নাটকটির গল্প হবে একদম নতুন। নাটকটি দেখা যাবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন: রাস্তায় ঘুরে বেড়ালেও আমাকে কেউ চিনত না: জয়া আহসান
দি কিডন্যাপার। নিশো, সাবিলা নুর
নিশোর বৈচিত্র্যপূর্ণ অভিনয়ে রীতিমত অভ্যস্ত হতে শুরু করেছেন তার ভক্তরা। কাজল আরেফিন অমির নির্দেশনায় তেমনি আরেকটি নাটক দি কিডন্যাপার। নিশো, সাবিলা নুর ছাড়াও এখানে থাকছেন মিরাক্কেল খ্যাত পাভেল। সুলতান ইন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে সিনেমার আদলে তৈরি এই নাটকটি।
শুরুটা সুন্দর। তৌসিফ, তাসনিয়া ফারিন
দর্শকনন্দিত নাট্য নির্দেশক মিজানুর রহমান আরিয়ান প্রতি ঈদেই দারুণ কিছু নাটক উপহার দেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এই নাটকে সমাজ জীবনে চিরায়ত এক জটিলতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে অভাবনীয় এক সমাধানের বার্তা দিয়ে। ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি দেখানো হবে চ্যানেল আইয়ের পর্দায়।
আরও পড়ুন: রুদ্র দ্য এইজ অব ডার্কনেস: ওটিটি প্ল্যাটফর্মে সুপারস্টার অজয় দেবগন
মিম্মি। মেহজাবিন, ইয়াশ রোহান
অভিনয়ের ক্যারিয়ারের এক যুগ সময়ে এসে ভিন্ন ভিন্ন রুপে ক্যামেরা পর্দায় আবির্ভূত হচ্ছেন মেধাবী অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মিম্মিতেও দেখা যাবে তার প্রতিফলন। নাট্য নির্মাতা শিহাব শাহীনের এই নাটকে মেহজাবিনকে দেখা যাবে ইয়াশ রোহানের মায়ের ভূমিকায়। বাবার চরিত্রে থাকবেন নাট্যপাড়ার সুপরিচিত মুখ শাহেদ শরীফ খান। নাটকটি দেখতে হলে চোখ রাখতে হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
শেষাংশ
এই ঈদুল ফিতরের নাটকগুলো শুধুমাত্র নির্মল আনন্দের জন্য নয়। এগুলোর উপর নির্ভর করে গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নাটকের পরিবর্তনের ধারা। চ্যানেলের সঙ্গে সঙ্গে মানহীন নাটকের আধিক্য অচিরেই টিভি বিমুখ করে ফেলে দর্শকদের। কিন্তু সত্যিকারের ভিন্ন গল্পের মান সম্মত পরিবেশনায় ভালো নাটক নির্মাণগুলো চর্চায় পরিণত হতে পারে। ফলশ্রুতিতে, তথাকথিত রোমান্টিক কমেডি ছাড়াও থ্রিলার, রহস্য এমনকি ভূতুড়ে গল্পের মাধ্যমেও দর্শকদের মনে অবিস্মরণীয় হয়ে থাকতে পারে বাংলা নাটক।
আরও পড়ুন: কেজিএফ চ্যাপ্টার ২: মুক্তির প্রথম সপ্তাহেই ব্যয়বহুল কন্নড় চলচ্চিত্রের বাজিমাত
২ বছর আগে