নাঈম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ: মুশফিককে ছাড়িয়ে শান্ত ও নাঈম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫৮ রানে হারিয়ে আবাহনী লিমিটেড তাদের অপরাজিত ধারা অব্যাহত রেখেছে।
দেশের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এটি তাদের টানা দশম জয়।
আরও পড়ুন: আবারও শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ
আবাহনীর হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈম। লক্ষ্য তাড়া করতে নেমে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরির পরও গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।
প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪১ রানের বিশাল স্কোর দাঁড় করায়। অধিনায়ক শান্ত ১১৮ ও নাঈম শেখ ১০৫ রান করেন। মাত্র ৩৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তৌহিদ হৃদয়।
এদিকে প্রাইম ব্যাংকের হয়ে দুইটি উইকেট নেন হাসান মাহমুদ।
এদিকে রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারায় প্রাইম ব্যাংক। পারভেজ হোসেন ইমন করেন ৫৬ রান। তবে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি আশার তাদের আলো দেখিয়েছিল।
আবাহনীর বোলার তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত তাদের দৃঢ়তা ধরে রাখেন। তানজিম ও তাসকিন ৩টি করে এবং মোসাদ্দেক ২টি উইকেট নেন।
এদিকে ৪৯তম ওভারে শেষ পর্যন্ত ২৮৩ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৫৮ রানের জয়ী হয় আবাহনী। ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে আবাহনী।
আরও পড়ুন: জাতীয় ক্রিকেট লিগ: সিলেটকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ঢাকা বিভাগ
সেলিব্রেটি ক্রিকেট লিগ: তবুও ‘শো মাস্ট গো অন’
৭ মাস আগে
নাঈমের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজে জয় পেল বাংলাদেশ
সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে ৪৪ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। এছাড়া এশিয়া কাপের একাদশে ডাক পাওয়া ব্যাটার সাব্বির রহমান ৬২ রান করেন। এই দুজনের ব্যাটিং পারফরম্যান্সে বাংলাদেশ ছয় উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যান্ডারসন ফিলিপ, শেরমন লুইস ও ব্রায়ান চার্লস দুটি করে উইকেট নেন।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জোশুয়া দা সিলভা ৬৮ রান করলেও পরাজয় এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। ৫০ ওভারে নয় উইকেটে ২৩৩ রানে গুটিয়ে যায় তারা।
বাংলাদেশের পক্ষে পেসার মুকিদুল ইসলাম ৩২ রানে তিন এবং রেজাউর রহমান রাজা দুই উইকেট নেন।
২০ আগস্ট (শনিবার) সিরিজ নির্ধারণী ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সাকিব
জয় দিয়ে বিপর্যয়কর জিম্বাবুয়ে সফর শেষ করল বাংলাদেশ
২ বছর আগে
চট্টগ্রাম টেস্ট: নাঈমের ৬ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৯৭
চট্টগ্রাম টেস্টে সোমবার শ্রীলঙ্কা ৩৯৭ রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছে।
শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস সর্বোচ্চ ১৯৯ রান করেন।
বাংলাদেশের পক্ষে ডানহাতি স্পিনার নাঈম হাসান ১০৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন। অন-সাইডে নাঈমকে স্লগ করতে গিয়ে সাকিব আল হাসানের কাছে সহজ ক্যাচ দিয়ে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন ম্যাথিউস।
শ্রীলঙ্কার পক্ষে দিনেশ চান্দিমাল দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ এবং কুসল মেন্ডিস ৫৪ রান করেন।
বাংলাদেশের পক্ষে নাঈম ছয়টি, সাকিব তিনটি ও তাইজুল ইসলাম একটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে ৭৬ রান করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস দুর্ঘটনায় নিহত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট টেস্ট সিরিজ ২০২২: লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পারবেন?
২ বছর আগে
মিরাজের পরিবর্তে টেস্ট দলে ডাক পেলেন নাঈম
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমে ম্যাচে আঙুলে চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে ডানহাতি স্পিনার নাঈম হাসানকে ১৫ সদস্য বিশিষ্ট দলে যোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিবৃতিতে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘২৪ এপ্রিল একটি ম্যাচে ক্যাচ নেয়ার সময় মিরাজ তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান। এক্স-রেতে দেখা যায় তার আঙুল নড়ে যাওয়ার পাশাপাশি চিড়ও ধরেছে।’
তিনি বলেন, ‘আহত স্থানের সুরক্ষায় স্প্লিন্ট ব্যবহার করা হয়েছে। প্রাথমিক মূল্যায়ন থেকে মনে হচ্ছে সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগতে পারে যা তাকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ দিতে পারে।’
আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচে মিরাজ তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান।
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সিরিজটি ২০২১-২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
সিরিজের প্রথম ম্যাচটি ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয় ও শেষ ম্যাচটি ২৩ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
আরও পড়ুন: দলের প্রয়োজনে মোস্তাফিজকে টেস্ট খেলতে হবে: বিসিবি সভাপতি
বাংলাদেশ স্কোয়াড (প্রথম টেস্ট): মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, মো. শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
২ বছর আগে