বুলগেরিয়া
বুলগেরিয়ায় বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত
বুলগেরিয়ার সোফিয়ায় একটি সড়কের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ এবং ঢাকার একটি সড়কের নাম বুলগেরিয়ান ন্যাশনাল রিভাইভালের পূর্বসূরি সেন্ট পাইসি হিলেন্ডারস্কির নামে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুলগেরিয়ার রাষ্ট্রদূত এলিওনোরা দিমিত্রোভা বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দেখা করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন।
এ বছর দুই বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশ ও বুলগেরিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করছে। ১৯৭২ সালের ২৬ জানুয়ারি এই দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
বাংলাদেশ ও বুলগেরিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার করতে বেশ কিছু উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ফিলিপাইন ও আসিয়ানের সক্রিয় সমর্থন চেয়েছে ঢাকা
পররাষ্ট্রমন্ত্রী মোমেন এবং বুলগেরিয়ার রাষ্ট্রদূত গ্লোবাল উইমেন লিডার’স ফোরামে যোগ দিতে ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোফিয়ায় সরকারি সফর এবং বুলগেরিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন।
মোমেন বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বুলগেরিয়ার সমর্থনের প্রশংসা করেন এবং ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের প্রার্থী হওয়ার জন্য তাদের সমর্থন কামনা করেন।
বুলগেরিয়ার রাষ্ট্রদূত বুলগেরিয়ায় বিশেষ করে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন দুই দেশের মধ্যে নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে চমৎকার সুযোগের কথা তুলে ধরে তিনি বুলগেরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
বাংলাদেশকে বুলগেরিয়া থেকে ভোজ্যতেল (সূর্যমুখী তেল), ভুট্টা ইত্যাদি আমদানির বিষয় বিবেচনা করার অনুরোধ করেন বুলগেরিয়ার রাষ্ট্রদূত।
আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হতে চায় মার্কিন ব্যবসায়ীরা
ঢাকা থেকে ভিসা দেয়ায় রোমানিয়াকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর
২ বছর আগে
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্র ইউক্রেনকে আরও উন্নত ও অধিক পরিমাণে সামরিক সহায়তা সরবরাহের প্রতিশ্রুতি দেয়ার একদিন পরে বুধবার এই পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন।
এদিকে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের জেরে ইউরোপে গ্যাসের দাম ২৫ শতাংশ বেড়েছে। বেঞ্চমার্ক ডাচ ফিউচার প্রতি মেগাওয়াট ঘণ্টায় প্রায় ১০০ ইউরো থেকে প্রায় ১২৫ ইউরোতে উন্নীত হয়েছে।
রাষ্ট্র-নিয়ন্ত্রিত রুশ জায়ান্ট গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানায়, রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ প্রদান করতে অস্বীকার করায় তারা পোল্যান্ড ও বুলগেরিয়ার সঙ্গে তাদের প্রাকৃতিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে।
তারা চলতি মাসের শুরু থেকে কোনো অর্থ পায়নি বলেও জানায় প্রতিষ্ঠানটি।
এদিকে ইউরোপীয় নেতারা রাশিয়ার এই ধরণের আচরণকে ‘ব্ল্যাকমেইল’ বলে সমালোচনা করেছেন।
আরও পড়ুন: পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব
বুলগেরিয়ার প্রধানমন্ত্রী কিরিল পেটকভও গ্যাস সরবরাহ স্থগিত করাকে ব্ল্যাকমেইল বলে অভিহিত করে বলেছেন, এটি ‘তাদের চুক্তির চরম লঙ্ঘন।’
তিনি বলেন, ‘আমরা এই ধরনের চক্রের কাছে নতি স্বীকার করব না।’
বুলগেরিয়া ৯০ শতাংশেরও বেশি গ্যাস পায় রাশিয়া থেকে। দেশটির কর্মকর্তারা বলেছেন, তারা অন্য বিকল্প উৎস অনুসন্ধানের কাজ করছে। যেমন আজারবাইজান।
তবে রিস্ট্যাড এনার্জির বিশ্লেষক এমিলি ম্যাকক্লেইন বলেছেন, পোল্যান্ডের পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস সংরক্ষিত আছে এবং দেশটি শিগগিরই অনলাইনে আসা দুটি পাইপলাইন থেকে উপকৃত হবে।
আরও পড়ুন: আগামী সপ্তাহে কিয়েভে দূতাবাস খুলবে যুক্তরাজ্য
গণতন্ত্র রক্ষায় অবদানের জন্য পুরস্কার পেলেন জেলেনস্কি
২ বছর আগে