তেঁতুলতলা
তেঁতুলতলা মাঠ এখন পুলিশের সম্পত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠ পুলিশের জন্য বরাদ্দ করা হয়েছে এবং এটি এখন তাদের সম্পত্তি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার সচিবালয়ে মাঠটিকে রক্ষার দাবি নিয়ে আসা কয়েকজন পরিবেশকর্মীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যেহেতু বরাদ্দ দেয়া হয়েছে, এই জায়গাটি এখন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীনে।’
রাজধানীর কলাবাগান এলাকায় তেঁতুলতলা মাঠের পরিবর্তে বিকল্প স্থানে থানা নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
খেলার মাঠে দেয়াল নির্মাণ বন্ধের বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মেয়র বা অন্য কেউ ভালো জায়গার ব্যবস্থা করতে পারলে থানা তৈরির অন্য ব্যবস্থা করব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলবো এখন এটা পুলিশের প্রোপার্টি। যেহতু একটি আবেদন আসছে, এর প্রেক্ষিতে আমরা চিন্তা ভাবনা করবো কি করা যায়।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘থানার নির্মাণ কাজ চলবে কি চলবে না তা পরে সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত যেহেতু এটা পুলিশকে দেয়া হয়েছে, এটা পুলিশেরই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।’
থানা নির্মাণ ও মাঠের চারদিকে প্রাচীর নির্মাণ বন্ধের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করতে ব্যবস্থা নিতে সচিবালয়ে আসেন পরিবেশকর্মীরা।
বৈঠক শেষে মানবাধিকারকর্মী ও ‘নিজেরা করি’-এর সমন্বয়ক খুশি কবির সাংবাদিকদের বলেন, ‘এখানে যে কাজটি হচ্ছে সে জিনিসটা আমরা চাচ্ছিলাম বন্ধ করার জন্য।’
পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, ‘খেলার মাঠটির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীও ফিল করছেন। কিন্তু উনারা ২৭ কোটি টাকা দিয়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা বলেছি সেটা তো সরকারি ট্রেজারিতেই আছে। ওই এলাকায় আরও পরিত্যক্ত জায়গা আছে।’
আরও পড়ুন: আইনি প্রক্রিয়ায় তেঁতুলতলা মাঠ অধিগ্রহণ করা হয়েছে: ডিএমপি
২ বছর আগে