ঈদুল ফিতরের সিনেমা ২০২২
ঈদুল ফিতরের সিনেমা ২০২২: বড় পর্দার আয়োজন
প্রতি বছর বিনোদন জগতের সবচেয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের দ্বার উন্মোচন করে ঈদের সিনেমাগুলো। করোনা মহামারির কারণে ঢালিউড সাম্রাজ্যে স্থবিরতা বিরাজ করলেও, ছোট ছোট পদক্ষেপে আবারো সিনেমা হাউজগুলো হাঁটতে শুরু করেছে। যুগের প্রয়োজনে বর্তমান ওটিটি প্ল্যাটফর্মেও চলচ্চিত্রগুলোর আনাগোনা শুরু হয়েছে। ঈদের সময়ে চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্টুডিওগুলোরও চলচ্চিত্র মুক্তি দেয়ার তাড়া থাকে। সেই সূত্রে, নায়ক-নায়িকারাও নিজেদের সেরাটা নিয়ে হাজির হন ভক্তদের সামনে। প্রেক্ষাগৃহে, বিভিন্ন টিভি চ্যানেলে এবং ওটিটি প্লাটফর্মে প্রদর্শিত হবে ঈদ-উল-ফিতর ২০২২ এর নতুন সিনেমা। বড় পর্দার সেই ঈদ আয়োজন নিয়েই আজকের ফিচার।
বহু প্রত্যাশিত যে ঈদের সিনেমাগুলো দর্শক মাতানোর অপেক্ষায়
সুপার হিরো: শাকিব খান, বুবলি
দেশের বেসরকারি টিভি চ্যানেল বাংলা টিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান তারকা শাকিব খানের এই জনপ্রিয় ছবিটি। আশিকুর রহমান পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে এসেছিল ২০১৮ সালে। হার্টবিট প্রোডাকশনের ব্যানারে ছবিটির প্রযোজনায় ছিলেন তাপসী ফারুক। অ্যাকশনধর্মী এই চলচ্চিত্রটি দেখানো হবে ঈদের দিন দুপুর ২টায়।
আরও পড়ুন: ঈদুল ফিতরের নাটক ২০২২: ছোট পর্দার যে তারকারা দর্শকনন্দিত হবার অপেক্ষায়
মিশন এক্সট্রিম: আরেফিন শুভ, ঐশী
বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া এই বাণিজ্যিক চলচ্চিত্রটি অবশেষে ছোট পর্দায় আসতে যাচ্ছে। দীপ্ত টিভিতে ঈদের দিন দুপুর ২টায় সম্প্রচারিত হবে এই মারদাঙ্গা মুভিটি। কপ ক্রিয়েশনের প্রযোজনায় সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিস বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর। ছবিটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। তার সঙ্গে যৌথভাবে পরিচালনায় থাকার পাশাপাশি ছবিটির গল্প ও চিত্রনাট্যে কাজ করেছেন পুলিশ সুপার সানি সানোয়ার।
ক্যাপ্টেন খান: শাকিব খান, বুবলি
বাংলাদেশের কিং খান শাকিব খানের সুপারহিট মুভি ক্যাপ্টেন খান’র মুক্তির বছর ২০১৮। এই ছবিটিই এবার ছোট পর্দার দর্শকরা উপভোগ করতে পারবেন বাংলা টিভির মাধ্যমে। সিনেমাটি সম্প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায়। অ্যাকশন চলচ্চিত্রটির পরিচালনায় ছিলেন ওয়াজেদ আলী সুমন। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটির প্রযোজনার দায়িত্ব পালন করেছেন সেলিম খান।
পড়ুন: জয়া আক্তারের দি আর্চিস : অমিতাভের নাতি, শ্রীদেবী কন্যা, শাহরুখ কন্যা আসছেন রুপালি পর্দায়
শান: সিয়াম, পূজা
এই সময়ের সবচেয়ে আলোচিত সিয়াম-পূজা জুটির বহুল প্রত্যাশিত চলচ্চিত্র শান। বারবার মুক্তি তারিখ পেছানোর পর অবশেষে এই ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। জাজ মাল্টিমাডিয়া পরিবেশিত মুভিটির প্রযোজনা করেছে কুইক মাল্টিমিডিয়া। এম রহিম পরিচালিত এই মারকুটে সিনেমার রচয়িতা আজাদ খান। ছবিটির চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে ছিলেন নাজিম উদ দৌলা।
মানি মেশিন: তাহসান, তানজীন তিশা
এবারের ঈদে আরটিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে তাহসান ও তিশা অভিনীত মানি মেশিন শিরোনামের চলচ্চিত্র। সৈয়দ আশিক রহমান প্রযোজিত ওয়েব ফিল্মটি ওটিটিতে যাবার আগেই মুক্তি পাচ্ছে টিভির পর্দায়। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ছবিটি ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে সম্প্রচার করা হবে। সিনেমার পরিচালনা ও গল্পে আছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং চিত্রনাট্যে আছেন মারুফ রহমান।
আরও পড়ুন: অনেকবার বাধার মুখে পড়েছি কিন্তু হাল ছাড়িনি: বান্নাহ
অহঙ্কার: শাকিব খান, বুবলি
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব-বুবলি জুটির এই সাড়া জাগানো ছবিটির এবার টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। সামাজিক ছবিটি দেখার জন্য শাকিব ভক্তদের চোখ রাখতে হবে ঈদের সপ্তম দিন দুপুর ২টায় বাংলা টিভির পর্দায়। ছবিটির প্রযোজক ছিলেন আবদুল মাবুদ কাওসার। তুষার কথাচিত্র’র ব্যানারে নির্মিত সিনেমাটির পরিচালনায় ছিলেন শাহাদাত হোসেন লিটন।
পাপ-পূণ্য: চঞ্চল চৌধুরী, সিয়াম
চঞ্চল চৌধুরী, সিয়াম, ফজলুর রহমান বাবুর মত জনপ্রিয় অভিনয় শিল্পীদের নিয়ে বানানো হয়েছে পাপ-পূণ্য ছবিটি। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবে এই চলচ্চিত্রটি। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আফসানা মিমি, মামুনুর রশীদ, ফারজানা চুমকি এবং শাহনাজ সুমিকে।
আরও পড়ুন: মনোজ ও ফারিয়ার ‘লাভ জার্নি’
বিদ্রোহী: শাকিব খান, বুবলি
শাপলা মিডিয়া প্রযোজিত অ্যাকশন চলচ্চিত্র বিদ্রোহী এবারের ঈদে দর্শক মাতানোর অপেক্ষায় আছে। ঈদুল ফিতরে সুপারস্টার শাকিব খানের মুক্তির অপেক্ষায় থাকা দুটি মুভির একটি হলো বিদ্রোহী। সিনেমাটির পরিচালনায় আছেন শাহীন সুমন এবং গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
গলুই: শাকিব খান, পূজা
শাকিব খানের আরো যে সিনেমাটি এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নাম গলুই। ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। এসএ হক অলিকের পরিচালনায় এখানে শাকিবের সঙ্গে দেখা যাবে পূজা চেরীকে। ছবিটির সঙ্গীত পরিচালনায় ছিলেন হাবিব রহমান।
আরও পড়ুন: ঈদে মুক্তির মিছিলে ৪ সিনেমা, হল মালিকদের সংশয়
ফ্লোর নাম্বার সেভেন: বুবলি, তমা
চিরায়ত চলচ্চিত্রায়নের গণ্ডির বাইরে বেরিয়ে সিনেমা নির্মাণে খ্যাতি পাওয়া রায়হান রাফি এবার আসছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের জমকালো গল্প নিয়ে। ছবিটি যাচ্ছে খুব কম সময়ে সাড়া জাগানো ভিডিও স্ট্রীমিং প্ল্যাটফর্ম চরকিতে। দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে থাকার দরুণ সিনেমাটির বড় চমক হবেন শাহরিয়ার নাজিম জয়। বুবলি ও তমা ছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে সুমন আনোয়ার ও নবাগত হিরো রাজ মানিয়াকে।
পরিশেষে
সবশেষে বলা যায় যে এই ঈদ-উল-ফিতর ২০২২ এ মুক্তিপ্রাপ্ত এবং প্রদর্শিত সিনেমাগুলোর মধ্য দিয়ে খুব স্বল্প পরিসরে হলেও অব্যাহত থাকছে ঢালিউডে চলচ্চিত্র মুক্তির ধারাবাহিকতা। প্রেক্ষাগৃহের সীমিত সংখ্যার দরুণ গত দুই বছরে বারবার বাধার সম্মুখীন হয়েছে স্টুডিওগুলো। অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মে দর্শক বৃদ্ধির কারণে চলচ্চিত্র নির্মাতাগণ ওটিটিমুখী হচ্ছেন। এখন দেশজুড়ে প্রেক্ষাগৃহের নাজুক অবস্থায় সিনেমার বাজারকে নিরবচ্ছিন্ন রাখার একমাত্র উপায় ওটিটি মাধ্যমের সঠিক ব্যবহার।
আরও পড়ুন: কেজিএফ চ্যাপ্টার ২: মুক্তির প্রথম সপ্তাহেই ব্যয়বহুল কন্নড় চলচ্চিত্রের বাজিমাত
২ বছর আগে