তেঁতুলতলা মাঠ
তেঁতুলতলা মাঠে থানা নির্মাণ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে কোনো থানা নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এলাকার লোকজন আগের মতোই এই খেলার মাঠ ব্যবহার করবে।’
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে মন্ত্রী জানান, মাঠের জমি পুলিশেরই থাকবে এবং এর রক্ষণাবেক্ষণও করবে পুলিশ।
তিনি বলেন, ‘আমি দেখেছি যে এলাকায় খেলার জায়গা নেই। প্রধানমন্ত্রী বলেছেন, যেহেতু খোলা জায়গা নেই এবং বিনোদনের সুযোগ নেই তাই জমি এখন আগের মতো রাখতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত।’
আরও পড়ুন: তেঁতুলতলা মাঠ এখন পুলিশের সম্পত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
তবে এটি খেলার মাঠ হিসেবে উপযুক্ত নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।
কলাবাগান থানা কোথায় হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সেটা আমরা দেখব। ভবিষ্যতের কথা ভবিষ্যতে। এখন আপাতত কিছু হচ্ছে না।’
‘এই মুহূর্তে কিছুই হচ্ছে না। নির্মাণ কাজ বন্ধ করতে হবে।’
২ বছর আগে