আফরান নিশো
আসছে নিশো-তমা জুটির নতুন সিনেমা ‘অসিয়ত’
ব্লকবাস্টার চলচ্চিত্র সুড়ঙ্গের জনপ্রিয়তার ধারাবাহিকতায় বড় পর্দায় ফের জুটি বাঁধতে চলেছেন আফরান নিশো ও তমা মির্জা। আগের মত এবারও চলচ্চিত্রের শিরোনাম এক শব্দের ও চিত্তাকর্ষক। নতুন এ সিনেমার নাম ‘অসিয়ত’। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও তুমুল হইচই শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। চলুন, চলচ্চিত্রটির নির্মাণ, মুক্তির দিনক্ষণ ও সম্ভাবনা নিয়ে বিশদ জেনে নেওয়া যাক।
চলচ্চিত্র ‘অসিয়ত’ বৃত্তান্ত
সিনেমাটির নির্দেশনায় থাকবেন ‘তুফান’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। বর্তমানে তার ‘তুফান’ সিনেমাটি বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহগুলো দাপিয়ে বেড়াচ্ছে। ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ চলচ্চিত্রটির মতো ‘অসিয়ত’ চলচ্চিত্রটির সঙ্গেও জুড়ে আছে ভারতের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস) এবং বাংলাদেশের আলফা-আইয়ের নাম। চলচ্চিত্র দুইটির প্রযোজনায় ছিল আলফা-আই, আর পরিবেশক হিসেবে ভূমিকা পালন করেছিল এসভিএফ। তবে ‘অসিয়ত’ চলচ্চিত্রটির প্রযোজনায় থাকছে স্টুডিও দুইটির সমন্বয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশি কোম্পানি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
আরও পড়ুন: মেহজাবীন অভিনীত ভিকি জাহেদের ‘তিথিডোর’ নিয়ে কেন এত আলোচনা
পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সিনেমার শুটিং। নিশো-তমা জুটি বাদে অভিনয়ে আর কারা থাকছেন এবং গল্পের পটভূমিই বা কি- সে ব্যাপারে এখনও কিছু প্রকাশ করা হয়নি। তবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকদের।
‘অসিয়ত’ কবে মুক্তি পাবে
২০২৫ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে যাবতীয় পরিকল্পনা চলছে চলচ্চিত্র নির্মাণের। ২০২৩ সালের ঈদুল আযহায় ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল জনপ্রিয় ওটিট (ওভার-দ্যা-টপ) প্ল্যাটফর্ম চরকিতে। একইভাবে ‘অসিয়ত’ চলচ্চিত্রটির সঙ্গেও দেশের শীর্ষস্থানীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের সম্পৃক্ত হওয়ার কথা চলছে। শিগগিরই এক জমকালো আয়োজনের মাধ্যমে এই সম্পৃক্ততাসহ মুক্তির স্পষ্ট দিনক্ষণ নিয়ে দর্শকদের সামনে হাজির হবে ‘অসিয়ত’ টিম।
নিশোর বিচক্ষণ প্রত্যাবর্তন
‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রটির পর থেকে গত এক বছর একেবারেই ক্যামেরার সামনে দেখা যায়নি আফরান নিশোকে। ফলে এই বিস্তর সময়টাতে অপেক্ষায় থাকা অনুরাগীদের মধ্যে তাকে নিয়ে চলেছে হাজারো জল্পনা-কল্পনা। কিন্তু এ সময়টাতে ছোট পর্দার সুপ্রতিষ্ঠিত এই অভিনেতা প্রস্তুতি নিয়েছেন বড় পর্দার জন্য। এখন তার সমস্ত ধ্যান-জ্ঞান চলচ্চিত্রে অভিনয়কে ঘিরে। তবে ভাল গল্প পেলে ওটিটিতেও তাকে দেখা যাবে। সব মিলিয়ে তিনি চেয়েছিলেন সিনেমার মাধ্যমেই দর্শকদের সামনে হাজির হতে। আর তাই এই দীর্ঘ বিরতি।
আরও পড়ুন: আসছে তাহসান-মিথিলার ওয়েব সিরিজ ‘বাজি’
নিশোর মতে ভালো কিছু কাজের জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। তাই আড়ালে থাকা মানে কাজ থেকে দূরে থাকা নয়। বরং এতে কাজের প্রতি আরও বেশি নিবেদিত হওয়া যায়, যার নিরিখে বৃদ্ধি পায় কাজের গুণগত মান। ফলশ্রুতিতে, সৃষ্টি হয় নতুন কাজ দেখার আগ্রহ এবং সেই সঙ্গে নিশ্চয়তা থাকে ভক্তদের প্রত্যাশাকে পূরণ করার।
সমূহ সম্ভাবনার সূচনালগ্নে ‘অসিয়ত’
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে বিগত ২০ বছর ধরে একটি স্বনামধন্য নাম হয়ে উঠেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড। অন্যদিকে, ওপার বাংলার প্রযোজনা সংস্থা এসভিএফের রয়েছে দীর্ঘ ২৮ বছর চলচ্চিত্র নিয়ে কাজের অভিজ্ঞতা। সাম্প্রতিক বছরগুলোতে এ দুইটি প্রতিষ্ঠান যখনই একসঙ্গে হয়েছে তখনই অবতারণা ঘটেছে দারুণ নির্মাণশৈলীর। মূলত এর অঙ্কুরেই প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের। এই যৌথ উদ্যোগ ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, তারই প্রথম দৃষ্টান্ত হিসেবে নির্মাণ হতে চলেছে ‘অসিয়ত’।
শেষাংশ
রায়হান রাফীর পরিচালনায় নিশো-তমা জুটির সিনেমা ‘অসিয়ত’ নিশো ভক্তদের জন্য দারুণ একটি চমক হতে যাচ্ছে। চলচ্চিত্র প্রযোজনার দিক থেকে ভারত ও বাংলাদেশি স্টুডিওগুলোর যৌথ অবস্থান একদমই নতুন নয়। তবে সিনেমাকে কেন্দ্র করে সম্পূর্ণ নতুন একটি প্রতিষ্ঠান তৈরি চিত্রজগতে এক যুগান্তকারী পদক্ষেপ। তাছাড়া সিনেমা বানানো ও পরিবেশনে আলফা-আই এবং এসভিএফ প্রত্যেকেই সফল। সেই সুবাদে এই অংশীদারিত্ব বিশ্ব মানের চলচ্চিত্র নির্মাণের প্রতিশ্রুতি রাখছে। এই প্রতিশ্রুতি বাংলাদেশি ছবির জন্য বিশ্ব দরবারে মর্যাদাবান স্থানে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর ‘নীল জোছনা’ নিয়ে বড় পর্দায় ফিরছেন শাওন
শাকিব খানের 'তুফান' চলচ্চিত্রের চমকপ্রদ কিছু তথ্য
৪ মাস আগে
প্রেক্ষাগৃহে দর্শকে মাতিয়ে এবার চরকিতে ‘সুড়ঙ্গ’
তুমুল জনপ্রিয় ‘সুড়ঙ্গ’ এবার চরকিতে আসছে নতুন ভার্সনে। যেটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেট ডিরেকটরস কাট। যা সিনেমা হলের দর্শকের জন্য নতুন উপহার আর ওটিটির দর্শকের জন্য বাড়তি পাওয়া।
দেশ-বিদেশে সিনেমা হল জয় করা এই নতুন ভার্সনের ‘সুড়ঙ্গ’ আগামী ২৪ আগস্ট রাত ৮টা দেখা যাবে চরকিতে।
এই ঈদুল আজহায় অর্থাৎ, গত ২৯ জুন সিনেমা হলে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় রায়হান রাফির পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর।
‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন- অভিনেত্রী তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ আরও অনেকেই।
সেইসঙ্গে একটি আইটেম সং-এ নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শককে আরও আকর্ষিত করেছে।
আফরান নিশো তার প্রথম সিনেমা দিয়েই যে ছক্কা হাঁকিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। ‘সুড়ঙ্গ’ যে এই বছরের অন্যতম আলোচিত সিনেমা হবে তা আগেই থেকেই জানান দিচ্ছিল দর্শক। মুক্তির পর সেই দর্শকই যেনো প্রমাণ দিলো যে ‘সুড়ঙ্গ’-ই সেরা।
সেই ‘সুড়ঙ্গ’ পাওয়ারড বাই পেপসি ও পেমেন্ট পার্টনার বিকাশ আর কিছুদিনের মধ্যেই চরকিতে দেখবে দর্শক।
আরও পড়ুন: নিউইয়র্ক মাতাচ্ছে 'সুড়ঙ্গ'
চরকিতে সিনেমা মুক্তির প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমরা সবাই খুব ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে সিনেমাটা করেছি। সেটার প্রতিফলন দর্শক প্রেক্ষাগৃহে দেখেছেন। সেইসঙ্গে দর্শক সিনেমা ও আমাদের কাজ ভালোবেসে আমাদেরকে উচ্ছ্বসিত করেছে। এবার সুড়ঙ্গ মুক্তি পাবে চরকিতে। যারা নানান কারণে হয়তো হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেন নাই তারা এখন চরকিতেসুড়ঙ্গ দেখে ফেলুন।’
অভিনেত্রী তমা মির্জা বলেন, ‘চরকি আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। সুড়ঙ্গ আমার জন্য খুব বড় একটি কাজ ছিল। সব মিলিয়ে আমাদের পরিশ্রম দর্শক বিফলে যেতে দেয়নি। আমরা সবাই এখন খুব এক্সসাইটেড যে চরকিতে আসবে সুড়ঙ্গ। বিশ্বব্যাপী মানুষ চরকির মাধ্যমে সুড়ঙ্গ দেখবে ভেবেই আনন্দ লাগছে।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘দেশ ও দেশের সীমানা পেরিয়ে সবখানে সুড়ঙ্গ যে ব্লকবাস্টার আর এতো প্রশংসিত-আলোচিত হয়েছে তা সব দর্শকদের জন্যই। আমরা আমাদের চেষ্টা করে গেছি যেটা বৃথা যায়নি বলতেই পারি। দর্শক যেভাবে হলে গিয়ে সুড়ঙ্গ দেখেছেন এখন আশা করছি, চরকি একাউন্ট নিয়ে সুড়ঙ্গ দেখবেন।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘সুড়ঙ্গ সিনেমা হলে পেয়েছে দর্শক প্রিয়তা, হয়েছে ব্লকবাস্টার। কিন্তু সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর দর্শক এখনও সুড়ঙ্গ দেখার অপেক্ষায়। এবার চরকির মাধ্যমে সেই দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সুড়ঙ্গ আরও বড় পরিসরে আসছে চরকিতে।’
আরও পড়ুন: সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’
৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
১ বছর আগে
হইচইতে ১৭ আগস্ট আসছে নিশোর ‘সাড়ে ষোল’
ছোটপর্দার দিয়ে তারকাখ্যাতি পেলেও আফরান নিশোর জনপ্রিয়তা এদেশের অনেক বড় পর্দার তারকাদের চেয়ে বেশি। অভিনয়ের মুন্সিয়ানাও তিনি দেখিয়েছেন অনেক কাজে। ওটিটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ তিনি পেয়েছেন। অবশেষে বড় পর্দায় এসেই ‘টক অব দ্য টাউন’ হয়ে থেকেছেন।
‘সুড়ঙ্গ’ সিনেমার রেশ না কাটতেই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে আফরান নিশোকে।
হইচই এর পর্দায় ইয়াসির আল হক পরিচালিত ‘সাড়ে ষোল’ সিরিজে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন এই তারকা। যা উন্মুক্ত হবে ১৭ আগস্ট।
আরও পড়ুন: সাড়ে ষোলো: হইচই ওটিটিতে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ
রোমাঞ্চকর অরিজিনাল সিরিজ ‘সাড়ে ষোল’, এই সিরিজ একটি হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিরিজটি দর্শকদের এমন একটি অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাবে যেখানে তারা নিজেকে আবিষ্কার করবে ঐশ্বর্য এবং প্রতারণার বেড়াজালের অন্যরকম এক গোপন ঘটনায়।
এই সিরিজে অভিনয় প্রসঙ্গে প্রতিভাবান অভিনেতা আফরান নিশো বলেন, ‘রেজা একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসেবে দেখার পর দর্শকদের কি প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
কিছুদিন আগে ‘সাড়ে ষোল’ সিরিজে আফরান নিশো’র লুক প্রকাশ্যে এসেছিল। এবার বাকি অভিনেতা-অভিনেত্রীদের লুক সামনে এলো। এই সিরিজে কর্পোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এ.ডি.সি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী এবং পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ।
আরও পড়ুন: সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান: নতুন চরিত্র সম্পর্কে আফরান নিশো
১ বছর আগে
সাড়ে ষোলো: হইচই ওটিটিতে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ
ভক্ত থেকে শুরু করে নাট্যপাড়া; সর্বত্র আফরান নিশো মানেই এক বৈচিত্র্যপূর্ণ অভিনেতার নাম। আর বর্তমান সময়ের ওটিটি (ওভার-দ্য-টপ)ঘরানার কন্টেন্টগুলো সেই বিচিত্রতায় যেন জোয়ার এনেছে। সেই দক্ষতারই আরও এক ঝলক ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’। দর্শক ইতোমধ্যে নিশোর অভিনয়ের ষোলকলায় মশগুল হয়ে আছে। তাদের সম্বিত ফেরার আগেই আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে ‘সাড়ে ষোলো’। নতুন এই হইচই অরিজিনাল সিরিজটি নিয়েই আজকের বিনোদন কড়চা।
ওয়েব সিরিজ সাড়ে ষোলোর গল্প
ধূর্ত শব্দটি একজন ব্যক্তি রেজার জন্য নেতিবাচক বৈশিষ্ট্য হিসেবে জাহির করা যাবে না। কেননা ভালো-খারাপ নিয়ে একটি পূর্ণাঙ্গ মানুষ। তবে এতটুকু নিশ্চিত করে বলা যায়, পরিবারের প্রতি নিবেদিত রেজা বেশ বুদ্ধিমান।
অন্যদিকে পেশাগত জীবনে তিনি বেশ প্রতিভাবান ও সফল একজন আইনজীবী। তাই মামলার জটিলতা, শুনানির চাপ, বাদি-বিবাদি নিয়ে চিন্তা তার কাছে কোন নতুন ব্যাপার নয়। কিন্তু হঠাৎ এক মামলার শুনানির দিনের আগের রাতে রহস্যময় কিছু ঘটনা আমূল বদলে দেয় তার জীবনকে।
এমনি গল্প নিয়ে এগিয়েছে ৬ পর্বের মিনি থ্রিলার সিরিজ ‘সাড়ে ষোলো’। পুরো সিরিজের কাহিনী একটি হোটেল আর রেজার শুনানিতে যাবার আগের সেই রাতের মধ্যেই আবদ্ধ থাকবে। আর সাড়ে ষোলো হচ্ছে ফ্লোরের সংখ্যা। এখানে ১৬ ও ১৭-তম ফ্লোরের মাঝামাঝি কোনো জায়গা বা ফ্লোরের রহস্য লুকিয়ে আছে কিনা তা এখনো প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান: নতুন চরিত্র সম্পর্কে আফরান নিশো
সাড়ে ষোলোর নেপথ্যের মানুষ
মিনি থ্রিলার সিরিজটির পরিচালকের নাম ইয়াসির আল হক। আর এই সিরিজটির মাধ্যমেই ওটিটি জগতে তার অভিষেক ঘটতে যাচ্ছে। এছাড়া এটি তার নির্মিত প্রথম ওয়েব সিরিজও। মূল পরিচালনায় নব্য হলেও এই তরুণ নির্মাতা বেশ প্রতিশ্রুতিশীল এবং কাজের ব্যাপারে নিবেদিতপ্রাণ। তিনি ৭৪-তম কান চলচ্চিত্র উৎসবে ‘আন সার্তেন রিগার্দ’ পুরষ্কার প্রাপ্ত ‘রেহানা মরিয়ম নূর’-এর কাস্টিং ডিরেক্টর ও সহকারি পরিচালক ছিলেন।
সাড়ে ষোলোর আফরান নিশো
জীবনের প্রথম ওয়েব সিরিজ ‘কাইজার’ দিয়েই বাজিমাত করে দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। তারপর সবেমাত্র এক বছর পেরিয়েছে। কাইজার জ্বর এখনো কাটেনি নিশো ভক্তদের। এর মধ্যে আবার গত ঈদুল আযহায় মুক্তি পেলো তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’।
জীবনের প্রথম সিনেমাতেই বুঝিয়ে দিলেন, তিনি শুধু ছোট পর্দায় আরামপ্রিয় নন। এছাড়া ভিকি জাহেদের পূনর্জন্ম ফ্র্যাঞ্চাইজিতে তার অভিনয়ের রেশ এখনো কাটেনি দর্শকদের মন থেকে।
চরিত্রের কর্মকান্ডকে আলাদা করে শুধুমাত্র তার আচরণ বা দৃষ্টিভঙ্গিকে বিবেচনা করলে, পুনর্জন্মের রাফসান ও সুড়ঙ্গের মাসুদ বেশ থ্রিলিং ও সাসপেন্সে ভরপুর ছিলো।
এবার সাড়ে ষোলোতেও কি ভক্তরা সেই রাফসান বা মাসুদকে দেখতে যাচ্ছেন কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে হৈচৈ অরিজিনাল সিরিজটির স্ট্রিমিং পর্যন্ত।
আরও পড়ুন: নিউইয়র্ক মাতাচ্ছে 'সুড়ঙ্গ'
সাড়ে ষোলোর নির্মাণ ও হইচই যাত্রা
সিরিজটি মহা সমারোহে এর নির্মাণ যাত্রার সূচনা ঘটায় চলতি বছরের ১২ জুন ঢাকাতে শুটিং-এর মাধ্যমে। ১৪ দিন পর চিত্রগ্রহণের শেষ দিনটি ছিলো ২৬ জুন। এরপর গত ১৬ জুলাই রবিবার হইচই সিরিজটির ফার্স্ট লুক প্রকাশ করে। সেই সাথে ঘোষণা করা হয় আগামী ১৭ আগষ্টে এর মুক্তির দিনক্ষণও।
নির্মাতাগণ এখনো সিরিজটির বাকি কলাকুশলী ও অভিনয় শিল্পীদের কথা গোপন রেখেছেন। শিগগিরই প্রচারণার সময় তা প্রকাশ করা হবে, আর সেই সঙ্গে থাকবে সাড়ে ষোলো সংখ্যাটিকে ঘিরে আরও কিছু রহস্যের খোরাক।
শেষাংশ
ওটিটির কাজগুলো আফরান নিশোর অভিনয় ক্যারিয়ারের জন্য এক বিশাল মাইলফলক। সেই যাত্রায় হইচই ওটিটি প্লাটফর্মে আসন্ন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’ এক অভাবনীয় পদক্ষেপ হতে যাচ্ছে। এ কথা বলা বাহুল্য, বাংলাদেশের নাটক এমনকি সিনেমা ইন্ডাস্ট্রির জন্যও এ ধরনের কন্টেন্ট বিপুল প্রভাব বিস্তার করছে। ইতিবাচক এই পরিবর্তনে আশা করা যায়, বাংলাদেশ শিগগিরই বিশ্বের শীর্ষস্থানীয় সিরিজ নির্মাণের তালিকায় শামিল হতে পারবে।
আরও পড়ুন: এমআর-৯ ডু অর ডাই: মাসুদ রানা আসছেন রূপালি পর্দায়
১ বছর আগে
সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান: নতুন চরিত্র সম্পর্কে আফরান নিশো
১৭ আগস্ট থেকে হইচই-এর পর্দায় দেখা যাবে ইয়াসির আল হক পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। এতে ‘রেজা’ চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো।
হইচই তাদের আসন্ন অরিজিনাল সিরিজে সুপারস্টার আফরান নিশোর নতুন লুক প্রকাশ করেছে।
তারপর থেকেই দর্শকদের মধ্যে বিপুল কৌতূহল আর রোমাঞ্চের জন্ম দিয়েছে। আফরান নিশো’র সাবলীল এবং বহুমুখী অভিনয়ের দক্ষতা তাকে স্ট্রিমিং জগতে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে, যা বিনোদন জগতে একটি সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে।
আফরান নিশো তার প্রতিটি চরিত্রকে সম্পূর্ণরূপে নিজের মধ্যে ধারণ করে, তার এই অভিনয়ের দক্ষতাই তাকে বাকি সবার থেকে আলাদা স্থান করে দিয়েছে। নতুন সিরিজে আফরান নিশো স্বনামধন্য একটি রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে একটি হাই-প্রোফাইল মামলা পরিচালনাকারী একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। আইনজীবীর মতো জটিল চরিত্রটি নিজেকে খুব সুন্দরভাবে আবর্তিত করেছে নিশো।
আরও পড়ুন: এবারের ঈদে আসিফ ইকবালের বাজিমাত
পরিচালক ইয়াসির আল হকের প্রথম ওয়েব সিরিজ 'সাড়ে ষোল’ –তে আইনজীবী রেজার গল্প বলা হয়েছে। তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাবার আগের রাতে তার জীবন একটি জটিল মোড় নেয়। আফরান নিশোকে কাইজার চরিত্রে অভিনয়ের পর আবারও এই সিরিজের মাধ্যমে দেখা যাবে হইচই-এর পর্দায়।
এই সিরিজে অভিনয় প্রসঙ্গে প্রতিভাবান অভিনেতা আফরান নিশো বলেন, ‘রেজা একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসেবে দেখার পর দর্শকদের কি প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
নিশো আরও বলেন, ‘ইয়াসির খুব তরুণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিবান একজন পরিচালক। প্রচুর সম্ভাবনা নিয়ে তার সে পরিচালনার ক্যারিয়ার শুরু করছে। ইয়াসির খুবই দক্ষ এবং কাজের প্রতি খুবই নিবেদিত প্রাণ। আসলে, পুরো ‘সাড়ে ষোল’ টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত এবং এই কাজের জন্য তাদেরকে আমি শুভকামনা জানাই।’
ওয়েব সিরিজটির পরিচালক বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ এবং আমি ওটিটি-তে অভিষেকের জন্য হইচই-য়ের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আসলে কোনো শব্দই আমার এই উত্তেজনা সঠিকভাবে প্রকাশ করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘‘সাড়ে ষোল’ সিরিজটি একেবারে আমার কমফোর্ট জোনের বাইরে ছিল এবং এ কারণেই আমি এই সিরিজটি দিয়ে আমার ওটিটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। হইচইকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য।’
আরও পড়ুন: তারকাদের স্মৃতিচারণে ‘বাবা’
১ বছর আগে
ঈদ সিনেমা: আলোচনা বড় শক্তি
শোবিজ জগতে বাংলা সিনেমা আলোচনার দ্বিতীয় সাড়িতে ছিল বহুদিন। অশ্লীলতার সময় পেরিয়ে ঢালিউডে খুব বেশিদিন সুবাতাস বয়নি। এ যেন এক ঘুনে খাওয়া অবস্থা। আর ঈদে বাংলা সিনেমার চেয়ে টিভি নাটক নিয়েই গণমাধ্যমের পাতায় বেশি খবর ও আলোচনা প্রকাশ পেত।
সেই সময়টা ঘুরেছে। এখন ঈদে সর্বোচ্চ আলোচনায় থাকছে বাংলা সিনেমা। এমনকি ঈদের দুই-তিন মাস পর্যন্ত তা স্থায়ী হচ্ছে। তাই বলা যায় শুধু আলোচনা নয়, এরসঙ্গে ব্যবসার দিক থেকে নতুন দিগন্তে ফিরছে ঢালিউড ইন্ডাস্ট্রি।
কয়েকদিন আগে পর্যন্তও চিত্রনায়ক শাকিব খান পুরো ইন্ডাস্ট্রির একমাত্র শক্ত খুঁটি ছিল। এই সময়ে অনেকে নায়কের সাড়িতে থাকলেও, ঠিক যেন কিছু হয়ে উঠছিল না।
তবে গত বছর থেকে ঢালিউডের চেহাড়া পাল্টে দিল তরুণ কয়েকজন নির্মাতা। সেই তালিকায় রয়েছেন- মেজবাউর রহমান সুমন, রায়হান রাফি, তপু খানসহ আরও কয়েকজন।
এরমধ্য দিয় ঢালিউডে একটি বিষয় ফিরে এলো যে নির্মাতা হলো ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। এই অভাবটা ইন্ডাস্ট্রিতে ছিল বহুদিন। এরসঙ্গে ঈদ উৎসবে সিনেমার প্রভাবও বেড়ে গেল। দর্শক হলমুখি হওয়া শুরু করলো। এরপর যেটা প্রয়োজন ছিল সেটি নিয়মিত থাকা।
এ বছরের রোজার ঈদ আর আসন্ন কোরবানি ঈদ সেই ধারাবাহিকতা এখন ঠিকঠাক।
আরও পড়ুন: ঈদুল আজহার বাংলাদেশী সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
আগামীকাল ঈদুল আযহা। এ দিন মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি সিনমা। সেগুলো হলো- ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘লাল শাড়ি’ ও ‘ক্যাসিনো’।
হল বুকিংয়ের দিক থেক শাকিব খানের সিনেমা বরাবরই এগিয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি।‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন ১০৭টি হলে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা প্রযোজনা করেছেন আরশাদ আদনান। কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।এতে আরও অভিনয় করছেন- কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
এবার ঈদে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে আফরান নিশোর। ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় এই তারকার সিনেমায় আগমনকে ইন্ডাস্ট্রির জন্য বেশ ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। রায়হান রাফির পরিচালনায় ঈদে মুক্তি পাচ্ছে তার ‘সুড়ঙ্গ’। এরইমধ্যে ৩০টির মতো হল বুকিং হয়েছে।রাফি জানান, পরবর্তীতে তা আরও বাড়নো হবে।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’তে অভিনয় করেছেন তমা মির্জা। ঈদের পর কলকাতায় মুক্তি পাবে এই সিনেমা।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
এবার ঈদের আরও একটি চমক হলেন মাহফুজ আহমেদ। দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই তারকা ফিরছেন ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। চয়নিকা চৌধুরীর নির্মাণে এতে মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি।পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
এবার ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিষেক হচ্ছে প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পাবে তার। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির নায়িকা অপু বিশ্বাস।
‘লাল শাড়ি’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সায়মন সাদিক।
রোজার ঈদের পর এবারের ঈদেও মুক্তি পাচ্ছে নির্মাতা সৈকত নাসিরের সিনেমা। ‘ক্যাসিনো’ শিরোনামে এই সিনেমায় জুটি বেঁধেছেন নিরব হোসেন ও শবনম বুবলি।
এছাড়াও ‘ক্যাসিনো’তে অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ।
সিনেমার লাভ-লোকসানের হিসেবটা যাই হোক প্রতিটি সিনেমাই আগামীর দর্শক তৈরি করে যাবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঈদ-উল-আজহার বাংলা নাটক ২০২৩: যে নাটকগুলো দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
১ বছর আগে
যে পরিশ্রম করছি দর্শক তা পর্দায় দেখতে পাবে: নিশো
বাংলা সিনেমায় আফরান নিশোর অভিষেক হতে যাচ্ছে ‘সুড়ঙ্গ’ দিয়ে। ছোটপর্দায় তার ব্যাপক জনপ্রিয়তার সুফল যে তিনি বড়পর্দায় পাবেন তা ভক্তদের আগ্রহ প্রমাণ করে। তবে সিনেমাটি মুক্তির খবর পেতে আরও অপেক্ষা করতে হবে। কারণ এখনও শুটিং নিয়েই ব্যস্ত ‘সুড়ঙ্গ’ সংশ্লিষ্ট সবাই।
‘সুড়ঙ্গ’ পরিচালনা করছেন রায়হান রাফি। মার্চের প্রথম সপ্তাহের দিকেই শুরু শুটিং হয়েছে। এতে নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তমা মির্জা।
প্রথম সিনেমায় কাজ করার চলমান অভিজ্ঞতা নিয়ে নিশো ইউএনবিকে বলেন, ‘প্রথম সব কাজের অভিজ্ঞতা ভিন্ন থাকে। আর সেটি সিনেমা হলে তো অনেক কিছুই নতুন করে বুঝে কাজ করতে হচ্ছে। সিলেট সুনামগঞ্জের দুর্গম এলাকায় শুটিং করেছি। সবার থাকা খাওয়ার কষ্ট হয়েছে। তবে সেগুলোর কোনো ছাপ পর্দায় পড়তে দেননি সিনেমার পরিচালক।’
নিশো আরও বলেন, ‘রাফির সঙ্গে এইটা আমার প্রথম কাজ। আমি সব সময় চেষ্টা করি পরিচালকের সঙ্গে আরাম করে কাজ করতে। এজন্য আমরা অনেক আলোচনা করে জেনে-বুঝে কাজটা করেছি। যে পরিশ্রম করছি সেটা দর্শক পর্দায় তা দেখতে পাবে।’
আরও পড়ুন: দারাজের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নিশো ও মেহজাবীন
আফরান নিশোর প্রথম সিনেমার মহরত
১ বছর আগে
'সুড়ঙ্গ' হতে যাচ্ছে বড় পর্দায় নিশোর প্রথম সিনেমা
বড়পর্দায় আফরান নিশোকে দেখার অপেক্ষা ভক্তদের অনেকদিনের। তার অবসান হতে চলেছে। এই সময়ের ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় তারকাকে এবার দেখা যাবে বড়পর্দায়। সেই ঘোষণা দিয়েছে ওটিটি প্লাটফর্ম চরকি।
‘সুড়ঙ্গ’ শিরোনামে সিনেমাটির যৌথ প্রযোজনায় থাকছে চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেড। যা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। রায়হান রাফীর পরিচালনায় নিশোর বিপরীতে থাকবেন চিত্রনায়িকা তমা মির্জা।
সিনেমাটির চিত্রধারণ খুব দ্রুতই শুরু হবে। আশা করা যাচ্ছে, আগামী বছরে দুই ঈদের কোনো একটিতে মুক্তি পাবে।
আরও পড়ুন: বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
সিনেমার বিষয় নিয়ে সবধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আফরান নিশো ইউএনবিকে বলেন, ‘আমরা খুব ক্যাজুয়ালি কাজটার জন্য চুক্তিবদ্ধ হইনি। আমরা এক হয়েছি একটা ভালো কাজের জন্য। এর আগেও আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, পরিচয় ছিল, কেউ কেউ এক সঙ্গে কাজ করেছি আবার কেউ কোনো কাজ করিনি।’
নিশো আরও বলেন ‘বড় পর্দার জন্য আমার প্রথম চুক্তিবদ্ধ হওয়া। আলফা আইয়ের শাকিলের জন্যও এটা প্রথম কোনো বড় পর্দার কাজ। চরকি এর আগেও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দিয়েছে তবে যৌথভাবে কোনো সিনেমার জন্য এই প্রথম।’
ভালো একটা কাজ ভক্তদের দিতে পারবে আশা করে নিশো বলেন, ‘যখন স্ক্রিপ্ট, গল্প, শুটিং সবকিছু যখন খুব ভালোভাবে হবে তখন একটা ভালো কাজ আমরা দিতে পারবো। আমাদের ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে কাজটা বৃথা যাবে না বলে জানান নিশো।’
আরও পড়ুন: সিলেট চলচ্চিত্র উৎসবে ৩ হাজারের বেশি চলচ্চিত্র জমা
আমি রীতিমতো অবাক হয়েছি: শরীফুল রাজ
১ বছর আগে
এবার ঈদে আফরান নিশোর যে নাটকগুলো আসছে
আফরান নিশোর ঈদ নাটক মানেই এখন দারুণ কিছু চমকের অপেক্ষা। ছোট পর্দার এই অভিনেতা ক্রমশ বৈচিত্র্যপূর্ণ ভূমিকায় নিজের অবস্থান পাকাপোক্ত করে চলেছেন। কোন উপলক্ষ্য ছাড়াই আধুনিক রোমান্টিক নাটকের ভক্তরা মুখিয়ে থাকেন নিশোর কণ্ঠে ভালবাসার সংলাপ শোনার জন্য। আর ঈদসহ বিভিন্ন উৎসবে টিভি পর্দায় তার অদ্ভূত আবির্ভাব ভক্তদের তার নতুন নতুন পারদর্শিতার কথা জানান দিয়ে যায়। এখন নাট্যপাড়ার শীর্ষস্থানীয় নায়কদের মধ্যে তিনি অন্যতম। চলুন, দেখে নেয়া যাক এবারের ঈদে নিশোর কী কী নাটক থাকছে।
আফরান নিশোর যে নাটকগুলো ঈদ-উল-ফিতর ২০২২ এ মুক্তির অপেক্ষায়
হেল্প মি । সহশিল্পী- মেহজাবিন
মানুষের মাঝে ভালো ও খারাপের চিরায়ত ভিন্নতার এক অভূতপূর্ব দৃষ্টিভঙ্গির গল্প শোনাতে যাচ্ছে এই নাটকটি। গল্প ও চিত্রনাট্যসহ এর নির্দেশনায় আছেন এ সময়ের ব্যস্ততম নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। গত বছরের ন্যায় এবারো নিশো-মেহজাবিনের ভক্তদের জন্য এক দারুণ চমক দিতে যাচ্ছে এই রহস্য গল্পের নাটকটি। নাটকটিতে আরও দেখা যাবে কাজী আসিফ রহমান, আরমান বিন মাহমুদ ও লামিমা লামকে।
পড়ুন: ঈদুল ফিতরের নাটক ২০২২: ছোট পর্দার যে তারকারা দর্শকনন্দিত হবার অপেক্ষায়
নিশো এখানে দেখা যাবে হোটেল বয়ের চরিত্রে। সেই হোটেলে অতিথি হিসেবে উঠবেন মেহজাবিন ও আসিফ। তাদের ভেতর ধীরে ধীরে বাড়তে থাকা মনোমালিন্যগুলো চূড়ান্ত পর্যায়ে রূপ নিবে এক ভয়াবহ গোলক ধাঁধায়। এ অবস্থায় কে ভালো আর কে খারাপ তা নিয়ে দারুণ এক দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন দর্শকরা।
নাটকটির ট্রেইলারেই অসাধারণ সিনেমাটোগ্রাফির কাজ দেখা গেছে, যার দায়িত্বে ছিলেন রাজু রাজ। রঙ, অ্যানিমেশন ও শব্দ বিন্যাসসহ নাটকটির যাবতীয় সম্পাদনা করেছেন আরিফিন সরকার। সঙ্গীত সংযোজনে কাজ করেছেন আহমেদ সৌরেন। মাসুদুল হাসান প্রযোজিত এই নাটকটি দেখার জন্য দর্শকদের চোখ রাখতে হবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।
দি কিডন্যাপার । সহশিল্পী- সাবিলা নূর
গত বছরে শ্যুটিং শেষ হওয়ার পর থেকেই হৈচৈ শুরু হয়ে গেছে এই নাটকটি নিয়ে। সিনেমার আদলে গড়া পোস্টারটি রীতিমত আলোড়ন সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে। চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন ছুঁতেই অনেকটা নিজেকে নিরীক্ষার জন্যই নাটকটি বানিয়েছেন তরুণ নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। গল্প ও চিত্রনাট্যও অমিই লিখেছেন।
আরও পড়ুন: ঈদুল ফিতরের সিনেমা ২০২২: বড় পর্দার আয়োজন
অন্যদিকে নিশোর বিচিত্র অভিনয় বেশ ভালোভাবেই গ্রহণ করছেন তার ভক্তরা। তাছাড়া পোস্টারে সাবিলা নূরের অপহৃত হওয়া ভীত সন্ত্রস্ত চেহারাও নাটকটার প্রতি সবার কৌতূহল বাড়িয়েছে। এই জনপ্রিয় জুটি ছাড়াও নাটকটিতে থাকছেন শাহীদ আলী, ফখরুল বাশার মাসুম, খন্দকার লেলিন এবং মিরাক্কেল খ্যাত পাভেল।
নাটকে প্রথমে দেখা যাবে নিশো সাবিলাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে গহীন জঙ্গলে নিশোর কাছ থেকে অন্য একটি দল অপহরণ করে নিয়ে যাবে সাবিলাকে। এ রকম অপহরণের খেলায় সাবিলার ভাগ্য নিয়ে কৌতূহলীদের জন্য নাটকটির শেষে অপেক্ষা করছে দারুণ এক টুইস্ট।
অমির সাথে নাটকটির সহযোগী পরিচালনায় কাজ করেছেন কাবিলা-খ্যাত উদীয়মান তারকা জিয়াউল হক পলাশ। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ এবং সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ সৌরেন। রঙ, অ্যানিমেশন ও সাউন্ড ডিজাইনসহ নাটকটির সামগ্রিক সম্পাদনার দায়িত্ব পালন করেছেন আরিফান সরকার। সর্বোপরি, সুলতান এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে নাটকটির প্রযোজনা করেছেন তানভীর মাহমুদ। সুলতান এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: জয়া আক্তারের দি আর্চিস : অমিতাভের নাতি, শ্রীদেবী কন্যা, শাহরুখ কন্যা আসছেন রুপালি পর্দায়
টু বাই টু লাভ । সহশিল্পী- মেহজাবিন
এমন অদ্ভূত নামের নেপথ্যে আছে টু বাই টু সাইজের ছবি। আমেরিকায় বোনের সাথে দেখা করতে যাবার জন্য ভিসা সংক্রান্ত কাজে ছবি তোলার জন্য এক স্টুডিওতে যান আফরান নিশো। আর তার ছবি তোলার জন্য ক্যামেরা হাতে চলে আসেন মেহজাবিন। এভাবেই শুরু হওয়া পরিচয়টা ধীরে ধীরে পরিণয়ে রূপ নেয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তাদের মধ্যে আলাপের মাধ্যম থাকে টু বাই টু সাইজের রঙ-বেরঙের চিরকুট।
এমনি এক মিষ্টি-মধুর গল্প রচনা করেছেন রুম্মান রশীদ খান। আর এই গল্পকেই নাটকে রূপ দিয়েছেন নাট্য নির্দেশক রুবেল হাসান। নজরকাড়া দৃশ্য ধারণ করে নাটকটিকে পরিবেশনযোগ্য করে তুলেছেন চিত্রগ্রাহক কামরুল ইসলাম শুভ। রোমান্টিক নাটকটির প্রযোজনায় ছিলো জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা। ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ২০ মিনিটে মাছরাঙার পর্দায় দেখা যাবে নাটকটি।
রুমমেট । সহশিল্পী- সাবিলা নূর
এবারের ঈদে নিশো-সাবিলা জুটির আরও একটি প্রতীক্ষিত নাটক রুমমেট। নঈম ইমতিয়াজ নেয়ামূল-এর গল্প ভাবনা নিয়ে নাটকটি রচনা করেছেন দেশের প্রখ্যাত চিত্রনাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।
আরও পড়ুন: ঈদে ‘ইত্যাদি’তে দর্শকের মুখোমুখি অপূর্ব-পূর্ণিমা
চিরকুট মিতালীতে পরিচয় হলেও মেয়েটির কোন দিন দেখা হয়নি নিলয় ছেলেটির সঙ্গে। আবার রুমমেট থাকা সত্ত্বেও ভাগ্যের নির্মম পরিহাসে যানা হয়নি এই তার সেই পত্রবন্ধু। এমনি অগোচরে থেকে যাওয়া ভালবাসা এবং তীক্ততা ও মিষ্টতায় ভরপুর জীবনের গল্প নিয়ে রুমমেট নাটক।
পরিচালনাসহ নঈম ইমতিয়াজ নিজেই নাটকটির একটি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও নাটকটির অন্যান্য ভূমিকায় দেখা যাবে মাজনুন মিজান, ফারজানা চুমকি, গোলাম রব্বানী ও ডিকন নুরকে। চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ এবং নাট্য সম্পাদনার কাজ করেছেন রাশেদ রাব্বী।
ভাঙা পুতুল । সহশিল্পী- তাসনিয়া ফারিন
এ সময়ের উদীয়মান তারকা ও মেধাবী অভিনেত্রী তাসনিয়া ফারিন এই ঈদ নাটকটিতে নিশোর সাথে জুটি বাঁধতে যাচ্ছেন। এখানে তাকে দেখা যাবে একজন চিকিৎসকের গর্ভবতী স্ত্রীর চরিত্রে। চিকিৎসকের ভূমিকায় থাকা নিশো দায়িত্ব পড়ে জরুরি ভিত্তিতে এক বাচ্চা মেয়ের চিকিৎসা করার। কিন্তু পুলিশি ঝামেলার সাথে সম্পৃক্ত থাকা এই রোগীর সাথে জড়িয়ে পড়তেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য।
আরও পড়ুন: কেজিএফ চ্যাপ্টার ২: মুক্তির প্রথম সপ্তাহেই ব্যয়বহুল কন্নড় চলচ্চিত্রের বাজিমাত
এ রকম জীবনমুখী কাহিনী নিয়ে গল্প বানিয়েছেন ডা. জাহান সুলতানা। আর এই রচনার নাটকে রূপান্তর ঘটিয়েছেন ছোট পর্দার দর্শকনন্দিত পরিচালক শিহাব শাহীন। নিশো-ফারিন ছাড়াও এখানে অভিনয় করেছেন খালেকুজ্জামান, শম্পা নিজাম ও নিরুপমা নির্ঝর। থ্রিলারধর্মী নাটকটির ফটোগ্রাফিতে কাজ করেছেন নাঈম ফুয়াদ এবং বর্ণ বিন্যাস ও সম্পাদনায় ছিলেন রমজান আলী। আর প্রযোজক হিসেবে ছিলেন আকবর হায়দার মুন্না।
প্রায়শ্চিত্ত । সহশিল্পী- নিশাত প্রিয়ম
তথাকথিত মূলধারার বাইরে বাস্তব জীবনের শৈল্পিক উপস্থাপনে দক্ষ কারিগর ভিকি জাহেদ-এর সাথে নিশোর এবারের কাজ- প্রায়শ্চিত্ত। সমাজের চিরাচরিত একটি সমস্যা নিয়ে নির্মিত নাটকটির কাহিনী ক্রমশ পরিণত হয়েছে টান টান উত্তেজনার এক থ্রিলারে। অনেক কষ্টের ফসল হিসেবে এক সময় প্রচুর ঐশ্বর্যের অধিকারী হওয়ার পরেও নাটকটির মূল চরিত্রের জীবন এক ভয়ানক দিকে মোড় নেয়।
গল্পটি নেয়া হয়েছে ওবায়েদ হক-এর একটি ছোট গল্প থেকে।
আরও পড়ুন: ঈদের বিশেষ ‘ছায়াছন্দ’ উপস্থাপনায় এইচ এম রানা
সহশিল্পী নিশাত প্রিয়ম ছাড়াও এখানে আরও দেখা যাবে ফারুক আহমেদ এবং আদনান চৌধুরীকে। নাটকটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন জাহিদ হোসেন। শব্দ সংযোজন, অ্যানিমেশন ও রঙ বিন্যাসসহ সামগ্রিক সম্পাদনার দায়িত্ব পালন করেছেন অর্ণব হাসনাত। মুশফিকুর রহমান মঞ্জু প্রযোজিত এই নাটকটি স্ট্রিমিং হবে ঈদের দ্বিতীয় দিন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
শেষাংশ
আফরান নিশোর অভিনীত নাটকগুলো নিঃসন্দেহে বাংলা নাট্য জগতে অভাবনীয় পরিবর্তনের হাতাছানি দেয়। অভিনয়ে বৈচিত্রতা একদিকে যেমন সব ধরনের দর্শকদের মনে সপ্রতিভ অবস্থান তৈরি করে, তেমনি শিল্পচর্চায়ও এনে দেয় ব্যাপক দখল। ফলে শুধু একজন তারকারই নয়, আবির্ভাব হয় একজন শক্তিমান অভিনয় শিল্পীর। অভিনয় জগতে সবার প্রিয় আফরান নিশোর কাজগুলো তাকে সেদিকেই ধাবিত করছে। আসে করা যায় ২০২২ সালের ঈদ-উল-ফিতর উপলক্ষে নির্মিত আফরান নিশোর নাটকগুলো দর্শকদের ঈদের আনন্দ বহুগুন বৃদ্ধি করবে।
আরও পড়ুন: নিউইয়র্কে প্রিমিয়ার হচ্ছে ‘রিকশা গার্ল’ সিনেমার
২ বছর আগে