ঈদ-উল-ফিতর ২০২২ এ আফরান নিশোর নাটক
এবার ঈদে আফরান নিশোর যে নাটকগুলো আসছে
আফরান নিশোর ঈদ নাটক মানেই এখন দারুণ কিছু চমকের অপেক্ষা। ছোট পর্দার এই অভিনেতা ক্রমশ বৈচিত্র্যপূর্ণ ভূমিকায় নিজের অবস্থান পাকাপোক্ত করে চলেছেন। কোন উপলক্ষ্য ছাড়াই আধুনিক রোমান্টিক নাটকের ভক্তরা মুখিয়ে থাকেন নিশোর কণ্ঠে ভালবাসার সংলাপ শোনার জন্য। আর ঈদসহ বিভিন্ন উৎসবে টিভি পর্দায় তার অদ্ভূত আবির্ভাব ভক্তদের তার নতুন নতুন পারদর্শিতার কথা জানান দিয়ে যায়। এখন নাট্যপাড়ার শীর্ষস্থানীয় নায়কদের মধ্যে তিনি অন্যতম। চলুন, দেখে নেয়া যাক এবারের ঈদে নিশোর কী কী নাটক থাকছে।
আফরান নিশোর যে নাটকগুলো ঈদ-উল-ফিতর ২০২২ এ মুক্তির অপেক্ষায়
হেল্প মি । সহশিল্পী- মেহজাবিন
মানুষের মাঝে ভালো ও খারাপের চিরায়ত ভিন্নতার এক অভূতপূর্ব দৃষ্টিভঙ্গির গল্প শোনাতে যাচ্ছে এই নাটকটি। গল্প ও চিত্রনাট্যসহ এর নির্দেশনায় আছেন এ সময়ের ব্যস্ততম নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। গত বছরের ন্যায় এবারো নিশো-মেহজাবিনের ভক্তদের জন্য এক দারুণ চমক দিতে যাচ্ছে এই রহস্য গল্পের নাটকটি। নাটকটিতে আরও দেখা যাবে কাজী আসিফ রহমান, আরমান বিন মাহমুদ ও লামিমা লামকে।
পড়ুন: ঈদুল ফিতরের নাটক ২০২২: ছোট পর্দার যে তারকারা দর্শকনন্দিত হবার অপেক্ষায়
নিশো এখানে দেখা যাবে হোটেল বয়ের চরিত্রে। সেই হোটেলে অতিথি হিসেবে উঠবেন মেহজাবিন ও আসিফ। তাদের ভেতর ধীরে ধীরে বাড়তে থাকা মনোমালিন্যগুলো চূড়ান্ত পর্যায়ে রূপ নিবে এক ভয়াবহ গোলক ধাঁধায়। এ অবস্থায় কে ভালো আর কে খারাপ তা নিয়ে দারুণ এক দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন দর্শকরা।
নাটকটির ট্রেইলারেই অসাধারণ সিনেমাটোগ্রাফির কাজ দেখা গেছে, যার দায়িত্বে ছিলেন রাজু রাজ। রঙ, অ্যানিমেশন ও শব্দ বিন্যাসসহ নাটকটির যাবতীয় সম্পাদনা করেছেন আরিফিন সরকার। সঙ্গীত সংযোজনে কাজ করেছেন আহমেদ সৌরেন। মাসুদুল হাসান প্রযোজিত এই নাটকটি দেখার জন্য দর্শকদের চোখ রাখতে হবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।
দি কিডন্যাপার । সহশিল্পী- সাবিলা নূর
গত বছরে শ্যুটিং শেষ হওয়ার পর থেকেই হৈচৈ শুরু হয়ে গেছে এই নাটকটি নিয়ে। সিনেমার আদলে গড়া পোস্টারটি রীতিমত আলোড়ন সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে। চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন ছুঁতেই অনেকটা নিজেকে নিরীক্ষার জন্যই নাটকটি বানিয়েছেন তরুণ নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। গল্প ও চিত্রনাট্যও অমিই লিখেছেন।
আরও পড়ুন: ঈদুল ফিতরের সিনেমা ২০২২: বড় পর্দার আয়োজন
অন্যদিকে নিশোর বিচিত্র অভিনয় বেশ ভালোভাবেই গ্রহণ করছেন তার ভক্তরা। তাছাড়া পোস্টারে সাবিলা নূরের অপহৃত হওয়া ভীত সন্ত্রস্ত চেহারাও নাটকটার প্রতি সবার কৌতূহল বাড়িয়েছে। এই জনপ্রিয় জুটি ছাড়াও নাটকটিতে থাকছেন শাহীদ আলী, ফখরুল বাশার মাসুম, খন্দকার লেলিন এবং মিরাক্কেল খ্যাত পাভেল।
নাটকে প্রথমে দেখা যাবে নিশো সাবিলাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে গহীন জঙ্গলে নিশোর কাছ থেকে অন্য একটি দল অপহরণ করে নিয়ে যাবে সাবিলাকে। এ রকম অপহরণের খেলায় সাবিলার ভাগ্য নিয়ে কৌতূহলীদের জন্য নাটকটির শেষে অপেক্ষা করছে দারুণ এক টুইস্ট।
অমির সাথে নাটকটির সহযোগী পরিচালনায় কাজ করেছেন কাবিলা-খ্যাত উদীয়মান তারকা জিয়াউল হক পলাশ। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ এবং সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ সৌরেন। রঙ, অ্যানিমেশন ও সাউন্ড ডিজাইনসহ নাটকটির সামগ্রিক সম্পাদনার দায়িত্ব পালন করেছেন আরিফান সরকার। সর্বোপরি, সুলতান এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে নাটকটির প্রযোজনা করেছেন তানভীর মাহমুদ। সুলতান এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: জয়া আক্তারের দি আর্চিস : অমিতাভের নাতি, শ্রীদেবী কন্যা, শাহরুখ কন্যা আসছেন রুপালি পর্দায়
টু বাই টু লাভ । সহশিল্পী- মেহজাবিন
এমন অদ্ভূত নামের নেপথ্যে আছে টু বাই টু সাইজের ছবি। আমেরিকায় বোনের সাথে দেখা করতে যাবার জন্য ভিসা সংক্রান্ত কাজে ছবি তোলার জন্য এক স্টুডিওতে যান আফরান নিশো। আর তার ছবি তোলার জন্য ক্যামেরা হাতে চলে আসেন মেহজাবিন। এভাবেই শুরু হওয়া পরিচয়টা ধীরে ধীরে পরিণয়ে রূপ নেয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তাদের মধ্যে আলাপের মাধ্যম থাকে টু বাই টু সাইজের রঙ-বেরঙের চিরকুট।
এমনি এক মিষ্টি-মধুর গল্প রচনা করেছেন রুম্মান রশীদ খান। আর এই গল্পকেই নাটকে রূপ দিয়েছেন নাট্য নির্দেশক রুবেল হাসান। নজরকাড়া দৃশ্য ধারণ করে নাটকটিকে পরিবেশনযোগ্য করে তুলেছেন চিত্রগ্রাহক কামরুল ইসলাম শুভ। রোমান্টিক নাটকটির প্রযোজনায় ছিলো জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা। ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ২০ মিনিটে মাছরাঙার পর্দায় দেখা যাবে নাটকটি।
রুমমেট । সহশিল্পী- সাবিলা নূর
এবারের ঈদে নিশো-সাবিলা জুটির আরও একটি প্রতীক্ষিত নাটক রুমমেট। নঈম ইমতিয়াজ নেয়ামূল-এর গল্প ভাবনা নিয়ে নাটকটি রচনা করেছেন দেশের প্রখ্যাত চিত্রনাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।
আরও পড়ুন: ঈদে ‘ইত্যাদি’তে দর্শকের মুখোমুখি অপূর্ব-পূর্ণিমা
চিরকুট মিতালীতে পরিচয় হলেও মেয়েটির কোন দিন দেখা হয়নি নিলয় ছেলেটির সঙ্গে। আবার রুমমেট থাকা সত্ত্বেও ভাগ্যের নির্মম পরিহাসে যানা হয়নি এই তার সেই পত্রবন্ধু। এমনি অগোচরে থেকে যাওয়া ভালবাসা এবং তীক্ততা ও মিষ্টতায় ভরপুর জীবনের গল্প নিয়ে রুমমেট নাটক।
পরিচালনাসহ নঈম ইমতিয়াজ নিজেই নাটকটির একটি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও নাটকটির অন্যান্য ভূমিকায় দেখা যাবে মাজনুন মিজান, ফারজানা চুমকি, গোলাম রব্বানী ও ডিকন নুরকে। চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ এবং নাট্য সম্পাদনার কাজ করেছেন রাশেদ রাব্বী।
ভাঙা পুতুল । সহশিল্পী- তাসনিয়া ফারিন
এ সময়ের উদীয়মান তারকা ও মেধাবী অভিনেত্রী তাসনিয়া ফারিন এই ঈদ নাটকটিতে নিশোর সাথে জুটি বাঁধতে যাচ্ছেন। এখানে তাকে দেখা যাবে একজন চিকিৎসকের গর্ভবতী স্ত্রীর চরিত্রে। চিকিৎসকের ভূমিকায় থাকা নিশো দায়িত্ব পড়ে জরুরি ভিত্তিতে এক বাচ্চা মেয়ের চিকিৎসা করার। কিন্তু পুলিশি ঝামেলার সাথে সম্পৃক্ত থাকা এই রোগীর সাথে জড়িয়ে পড়তেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য।
আরও পড়ুন: কেজিএফ চ্যাপ্টার ২: মুক্তির প্রথম সপ্তাহেই ব্যয়বহুল কন্নড় চলচ্চিত্রের বাজিমাত
এ রকম জীবনমুখী কাহিনী নিয়ে গল্প বানিয়েছেন ডা. জাহান সুলতানা। আর এই রচনার নাটকে রূপান্তর ঘটিয়েছেন ছোট পর্দার দর্শকনন্দিত পরিচালক শিহাব শাহীন। নিশো-ফারিন ছাড়াও এখানে অভিনয় করেছেন খালেকুজ্জামান, শম্পা নিজাম ও নিরুপমা নির্ঝর। থ্রিলারধর্মী নাটকটির ফটোগ্রাফিতে কাজ করেছেন নাঈম ফুয়াদ এবং বর্ণ বিন্যাস ও সম্পাদনায় ছিলেন রমজান আলী। আর প্রযোজক হিসেবে ছিলেন আকবর হায়দার মুন্না।
প্রায়শ্চিত্ত । সহশিল্পী- নিশাত প্রিয়ম
তথাকথিত মূলধারার বাইরে বাস্তব জীবনের শৈল্পিক উপস্থাপনে দক্ষ কারিগর ভিকি জাহেদ-এর সাথে নিশোর এবারের কাজ- প্রায়শ্চিত্ত। সমাজের চিরাচরিত একটি সমস্যা নিয়ে নির্মিত নাটকটির কাহিনী ক্রমশ পরিণত হয়েছে টান টান উত্তেজনার এক থ্রিলারে। অনেক কষ্টের ফসল হিসেবে এক সময় প্রচুর ঐশ্বর্যের অধিকারী হওয়ার পরেও নাটকটির মূল চরিত্রের জীবন এক ভয়ানক দিকে মোড় নেয়।
গল্পটি নেয়া হয়েছে ওবায়েদ হক-এর একটি ছোট গল্প থেকে।
আরও পড়ুন: ঈদের বিশেষ ‘ছায়াছন্দ’ উপস্থাপনায় এইচ এম রানা
সহশিল্পী নিশাত প্রিয়ম ছাড়াও এখানে আরও দেখা যাবে ফারুক আহমেদ এবং আদনান চৌধুরীকে। নাটকটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন জাহিদ হোসেন। শব্দ সংযোজন, অ্যানিমেশন ও রঙ বিন্যাসসহ সামগ্রিক সম্পাদনার দায়িত্ব পালন করেছেন অর্ণব হাসনাত। মুশফিকুর রহমান মঞ্জু প্রযোজিত এই নাটকটি স্ট্রিমিং হবে ঈদের দ্বিতীয় দিন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
শেষাংশ
আফরান নিশোর অভিনীত নাটকগুলো নিঃসন্দেহে বাংলা নাট্য জগতে অভাবনীয় পরিবর্তনের হাতাছানি দেয়। অভিনয়ে বৈচিত্রতা একদিকে যেমন সব ধরনের দর্শকদের মনে সপ্রতিভ অবস্থান তৈরি করে, তেমনি শিল্পচর্চায়ও এনে দেয় ব্যাপক দখল। ফলে শুধু একজন তারকারই নয়, আবির্ভাব হয় একজন শক্তিমান অভিনয় শিল্পীর। অভিনয় জগতে সবার প্রিয় আফরান নিশোর কাজগুলো তাকে সেদিকেই ধাবিত করছে। আসে করা যায় ২০২২ সালের ঈদ-উল-ফিতর উপলক্ষে নির্মিত আফরান নিশোর নাটকগুলো দর্শকদের ঈদের আনন্দ বহুগুন বৃদ্ধি করবে।
আরও পড়ুন: নিউইয়র্কে প্রিমিয়ার হচ্ছে ‘রিকশা গার্ল’ সিনেমার
২ বছর আগে