পাটুরিয়া-দৌলতদিয়া রুট
পাটুয়ারিয়া ঘাটে ৩ কিলোমিটার দীর্ঘ যানজট
পাটুরিয়া-দৌলতদিয়া রুটের পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীর প্রচণ্ড চাপে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শনিবার ভোর থেকে ঘাট এলাকায় প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনের চাপ সামলাতে ঘাট কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
এছাড়া ফেরি বা লঞ্চে নদী পার হতে পাটুরিয়া টার্মিনালে বিপুল সংখ্যক লোকের ভিড় দেখা গেছে।
ইতোমধ্যে সকাল থেকে তিন হাজার যাত্রী নদী পার হয়েছেন। এছাড়া বাসে করে আরও অনেক মানুষ ঘাট এলাকায় এসে পৌঁছাচ্ছে।
আরও পড়ুন: পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে
ঘাটের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছে লঞ্চ কর্তৃপক্ষ।
এদিকে, প্রতিটি ছোট গাড়ির ফেরিতে উঠতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লেগে যাওয়ায় ঘাট এলাকায় ছোট যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক মো. শাহ নেওয়াজ জানান, ইতোমধ্যে পণ্য বোঝাই যানবাহন চলাচল বন্ধ করা হলেও; ঘাট এলাকায় কয়েকদিন আটকে থাকা কিছু পণ্যবাহী যানকে নদী পার করে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যানবাহনের চাপ আরও বাড়লে তারা দৌলতদিয়া ঘাট থেকে একটি খালি ফেরি নিয়ে আসার কথা ভাবছেন।
আরও পড়ুন: ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘরমুখো যাত্রীদের ভোগান্তির শঙ্কা
মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, ঘাট এলাকায় যানজট এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহন ও যাত্রীদের চাপ সামাল দিতে ২১টি ফেরি চলাচল করছে।
২ বছর আগে