বাপ্পা
বাপ্পার সংগীতায়োজনে ফিরলেন দেবাশীষ সমদ্দার
কথাপ্রধান গানের জন্য সমাদৃত দেবাশীষ সমদ্দার। গানের আঙিনায় খুব একটা নিয়মিত না হতে পারলেও তার পথচলাটা সেই নব্বইয়ের দশক থেকে।
জীবনমুখী বেশ কিছু গান তিনি উপহার দিয়েছেন যেগুলো শ্রোতাদের মন ভরিয়েছে। গেল কয়েক বছর ধরে ব্যক্তিগত জটিলতায় গান থেকে দূরে ছিলেন এই গানের মানুষ। একই বছরে পরপর হারিয়েছেন বাবা, মা, ছোট ভাই ও স্ত্রীকে।
প্রিয়জন হারানোর বিষাদে বিদ্ধ হয়ে জীবনের চরম প্রতিকূলতা পেরিয়ে গানকে আঁকড়ে ধরেই টিকে থাকার চেষ্টা করছেন দেবাশীষ। এরই ধারাহাহিকতায় দীর্ঘদিন পর হাজির হলেন ভিন্নধর্মী একটি রোমান্টিক গান নিয়ে। গানের শিরোনাম ‘এখন নামবে শ্রাবণ’।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কণ্ঠশিল্পী দেবাশীষ সমদ্দারের এই গানের ভিডিও প্রকাশনা উৎসব হয়ে গেল তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে।
আরও পড়ুন: চঞ্চল-বাপ্পার হাতে টেলিসিনে অ্যাওয়ার্ড ২০২৩
অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিস জানাতে হাজির হয়েছিলেন বরেণ্য সংগীত পরিচালক পার্থ মজুমদার, কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার, সন্দীপন দাশ, অভিনেতা ও নির্মাতা তানভির হোসেন প্রবাল প্রমুখ।
‘এখন নামবে শ্রাবণ’ গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। এর সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। মাস্টারিং করেছেন অমিত মল্লিক।
শিল্পী তার অকাল প্রয়াত স্ত্রী টেলিভিশন সংবাদ উপস্থাপক, সমাজকর্মী ও অ্যাসোসিয়েট প্রফেসর (আইইডিসিআর) ড. এন. কে. নাতাশার স্মৃতির উদ্দেশ্যে গানটি উৎসর্গ করেছেন।
দেবাশীষ বলেন, ‘এই গান আমার নিঃসঙ্গ জীবনের নির্যাস। গানটি শ্রোতারা শুনলে আমি তৃপ্তি পাব। বাপ্পা মজুমদারকে ধন্যবাদ চমৎকার শ্রুতিমধুর সংগীতায়োজন করার জন্য। গানটির ভিডিও থেকে অর্জিত সমস্ত অর্থ ‘প্রকৃতি নির্ভর হাসপাতাল’ এর কাজে ব্যয় করা হবে। বরিশাল বিভাগের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে হাসপাতালটির স্থাপন প্রক্রিয়াধীন।’
গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘দারুণ কিছু কথায় সাজানো গানটি। দেবাশীষ সমদ্দার আমার খুব কাছের ছোট ভাই। অসাধারণ লেখে সে। ওর সহজ সরল কিন্তু মাদকতাপূর্ণ গলায় গাওয়া এই নিখাঁদ প্রেমের গানটি সবার অনেক ভালো লাগবে।’
গানটির ভিডিও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রনি আহসান। ভিডিও চিত্রে দেবাশীষের সহশিল্পী হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। রাঙামাটির বৈচিত্র্যময় লোকেশনে নির্মিত গানটির সিনেমাটোগ্রাফি করেছেন জুলকার আহমেদ সায়েম। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন আকতারুল আলম তিনু।
দেবাশীষ সমদ্দার এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ 'দেব সিন্ধু'তে অবমুক্ত করা হয়েছে গানটি।
আরও পড়ুন: প্লেব্যাকে প্রথমবার একসঙ্গে পার্থ, বাপ্পা ও পান্থ কানাই
৪১৭ দিন আগে
প্লেব্যাকে প্রথমবার একসঙ্গে পার্থ, বাপ্পা ও পান্থ কানাই
এই প্রথম পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও পান্থ কানাই সিনেমায় প্লে ব্যাক করলেন একসঙ্গে। এই তিন সংগীত প্রতিভাকে একই গানে পাওয়া যাবে অপারেশন সুন্দরবন সিনেমার একটি গানে। রক্তের শেষ বিন্দু বাজি- এই শিরোনামে গানটি লিখেছেন গীতিকার শাহান কবন্ধ, সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার। রক ঘরানার এই গানটি অপারেশন সুন্দরবন ছবির অ্যাকশন দৃশ্য গুলোর জন্য তৈরি করা হয়েছে। দীর্ঘ দিনের সাথী এই তিন সংগীত শিল্পী একসঙ্গে একটি গানে এসে খুব আনন্দিত। বাপ্পা মজুমদারের স্টুডিওতে এই গানটি রেকর্ড করা হয়।
সুর ও সংগীতকার বাপ্পা মজুমদার বলেন, ‘প্রথমবারের মত পার্থদা কোন সিনেমার গানে প্লেব্যাক করলেন। সেই সঙ্গে এটি আমার, পার্থ দা এবং পান্থ কানাই এর এথম কলাবরেশন। বিষয়টা আমার কাছে খুব ভাল লাগছে, আমি সম্মানিতবোধ করছি।আমি তাদের ধন্যবাদ দিতে চাই। এই কাজটা আমার কাছে বিশেষ একটা কিছু হয়ে থাকবে। আর একটা ধন্যবাদ দিতে চাই ছবির পরিচালক দীপনদাকে। তার আগ্রহ ও গানের প্রতি ভালবাসা আমাকে মুগ্ধ করেছে। কাজটা করে আমি খুব আনন্দিত। শাহান লিখেছেও খুব ভাল। প্রত্যাশা গানটি সবার ভাল লাগবে।’
গানটি সম্পর্কে দীপংকর দীপন বলেন, ‘গানটি আমার খুব পছন্দ হয়েছে। আমি ছবিতে যে পাওয়ার এর চিত্রায়ন করার চেষ্টা করেছে এই গানে তার প্রতিফলন আছে। বাপ্পা দা গানের মিউজিকটিও করেছেন খুব ভাল। পার্থ দা, বাপ্পা দা আর পান্থ দা - এ তিন জনের ভক্ত আমি অনেক আগে থেকে- তাদের একসঙ্গে একই গানে পেয়ে আমার ভীষণ ভাল লাগছে, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সবাইকে কোরবানীর ঈদে সিনেমা হলে এসে অপারেশন সুন্দরবন দেখার অনুরোধ করছি।’
আরও পড়ুন: এবার ঈদে আফরান নিশোর যে নাটকগুলো আসছে
গানটি সম্পর্কে র্যাব ফোর্সেস এর লিগাল ও মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য র্যাব ফোর্সেস এর অভিযানিক পটভূমি নিয়ে নির্মিত হচ্ছে অপারেশন সুন্দরবন। সম্পূর্ণ ভিন্নধর্মী কাহিনী ও নির্মানশৈলীর মাধ্যমে সিনেমাটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ছবিটির প্রতিটি ক্ষেত্রে নতুনত্ব ও চমকের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। বাংলাদেশের গুণী শিল্পী পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও পান্থ কানাই এর প্লেব্যাকে এই প্রথম বাংলা চলচ্চিত্রে কোন গান নির্মিত হচ্ছে। আশা করছি- দর্শকদের কাছে এই গানটি ভাল সাড়া ফেলবে। আগামী ঈদ-উল-আযহাতে এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আশা করি, দেশ ও দেশের বাহিরে থেকে প্রিয় দর্শকরা ভিন্নধর্মী ছবিটি উপভোগ করবেন।’
র্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি প্রযোজিত অপারেশন সুন্দরবন পরিচালনা করেছেন দীপংকর দীপন। চলচ্চিত্রটির সার্বিক নির্মাণ কার্যক্রম তত্ত্বাবধান করছে র্যাবের লিগাল ও মিডিয়া উইং। ছবিটি এই বছর আসন্ন ঈদ-উল-আযহাতে রিলিজ পাবে।
অপারেশন সুন্দরবনে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, তাসকীন রহমান, মনোজ প্রামানিক, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
সুন্দরবনে চিত্রায়িত এই সিনেমাটি জলদস্যু মুক্ত করতে র্যাবের অভিযান স্মরণে নির্মিত।
আরও পড়ুন: নিউইয়র্কে প্রিমিয়ার হচ্ছে ‘রিকশা গার্ল’ সিনেমার
ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মাজনুন মিজান
১০৬৯ দিন আগে