মনোজ পান্ডে
বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে সোমবার সেনা সদর দপ্তরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে জেনারেল মনোজ পান্ডে তাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশের সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকের শুরুতে জেনারেল মনোজ পান্ডে বলেন, দায়িত্ব নেয়ার পর তার প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসাবে বাংলাদেশে আসার মাধ্যমে দেশটির প্রতি তার শ্রদ্ধা এবং দুই সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও পেশাগত সম্পর্কের ভিত্তি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
সোমবার বিকালে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় সেনাপ্রধান এ কথা বলেন।
আরও পড়ুন: ঢাকায় ভারতীয় সেনাপ্রধান
বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যতের অগ্রগতির জন্য সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই প্রধান।
এক বিশেষ ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, বিশ্ব শান্তিতে ভূমিকা এবং সামগ্রিক প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবহিত করে সেনাবাহিনীর বর্তমান নেতৃত্ব এবং সামগ্রিক উচ্চমানের প্রশংসা করেন মনোজ পান্ডে।
এর আগে জেনারেল মনোজ পান্ডে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
পরে জেনারেল মনোজ পান্ডে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকালে প্রতিনিধি দল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
উল্লেখ্য, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে রবিবার বাংলাদেশে আসেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ৪ দিনের আসাম সফরে বাংলাদেশ প্রতিনিধিদল
২ বছর আগে
ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে
ইঞ্জিনিয়ার কোরের প্রথম অফিসার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে শনিবার ভারতীয় সেনাপ্রধানের দায়িত্ব গ্রহন করেছেন।
পূর্বে সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্ব পালনকারী জেনারেল মনোজ পান্ডে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হন। তিনি কলকাতা শহরে অবস্থিত ইস্টার্ন আর্মি কমান্ডের প্রধান ছিলেন।
ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক ছাত্র জেনারেল পান্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরে কমিশন লাভ করেন।
আগের দিন বিদায়ী সেনাপ্রধান ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: ইউক্রেন সংকটের মধ্যেই ইউরোপ সফরে যাচ্ছেন মোদি
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে দেয়া এক টুইটে বলা হয়,‘সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ও তার স্ত্রী শ্রীমতি বীনা নারাভানে প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ এবং তার স্ত্রী শ্রীমতি সবিতা কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন।’
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এক টুইটে জানান, সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের সঙ্গে এ অবিস্মরণীয় বৈঠক করা হয়েছে। তিনি ৪২ বছর ধরে জাতির সেবা করার পর আজ অবসর নিচ্ছেন। একজন সামরিক নেতা হিসেবে তার অবদান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ও সক্ষমতাকে
ভারতীয় সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী।
আরও পড়ুন: তামিলনাড়ুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
মার্কিন আইনপ্রণেতার কাশ্মীর সফরের নিন্দা ভারতের
২ বছর আগে