স্পিনিং মিল
গাজীপুরে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি স্পিনিং মিলে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় জমজম স্পিনিং মিলে আগুন লাগে।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে সিরামিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে
খবর পেয়ে কালিয়াকৈর, সাভার ইপিজেডসহ আশপাশের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
তিনি আরও বলেন, প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের স্পিনিং মিলের তুলাসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: বঙ্গবাজারের বিপরীতে বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
বঙ্গবাজারের আগুন ৭৫ ঘণ্টা পর নিভল
১ বছর আগে
নরসিংদী ও নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন
নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সোমবার দুটি পৃথক স্পিনিং মিলে আগুন লেগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের গাউসিয়ার ভুলতা এলাকার মিতা স্পিনিং মিলসে সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: সিলেটে হকার্স মার্কেটে আগুন নিয়ন্ত্রণে
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি পারমাণও জানা যায়নি।
সোমবার সকালে নরসিংদীর মাধবদীর বাগানবাড়িতে জোজ মিয়া গ্রুপ স্পিনিং মিলসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল ৯টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২ বছর আগে