ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী
ঈদুল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, “ঈদুল-ফিতর উপলক্ষে, আমি সকল দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনদের আমার শুভকামনা ও শুভেচ্ছা জানাই।”
তিনি বলেন, “ঈদের শুভ উপলক্ষ্যে, আসুন আমরা মানবতার সেবায় এবং দরিদ্র ও দরিদ্রদের জীবন উন্নয়নের জন্য নিজেদেরকে উৎসর্গ করার সংকল্প করি।”
আরও পড়ুন: একাত্তরের মুক্তিযুদ্ধে বর্বরতার কথা স্মরণ করলেন মোদী
বর্তমানে মোদী ইউরোপের তিন দেশের সফরে রয়েছেন, তিনিও টুইটারে নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটে বলেছেন “ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই শুভ উপলক্ষ আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধি করুক। সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি করছি।”
যদিও ভারতের জনসংখ্যার ১৩০ কোটি এর মধ্যে প্রায় ৮০ শতাংশ হিন্দু ,প্রায় ১৫ শতাংশ মুসলমানের নিয়ে দেশটি গঠিত।
২ বছর আগে