প্রেস ফ্রিডম ইনডেক্স
প্রেস ফ্রিডম ইনডেক্সে ১০ ধাপ পেছাল বাংলাদেশ
এবছর বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০ দেশের মধ্যে ১০ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৬২।
মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বিশ্ব প্রেস ফ্রিডম দিবস উপলক্ষে এই সূচক প্রকাশ করেছে ৷ গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম।
প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ ও তথ্যের প্রচারে ক্রমবর্ধমান ভূমিকা পালন করছে ইন্টারনেট।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মিডিয়ার চিত্র
দুটি নেতৃস্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার রেডিও সরকারি প্রচার মাধ্যম হিসেবে কাজ করে।
আরও পড়ুন: ‘সারা বিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে গেছে'
আরএসএফ জানিয়েছে, বাংলাদেশে ক্রমবর্ধমান বেসরকারি খাতের মিডিয়ার মধ্যে তিন হাজার প্রিন্ট মিডিয়া আউটলেট, ৩০ টি রেডিও স্টেশন, ৩০টি টিভি চ্যানেল এবং কয়েকশো নিউজ ওয়েবসাইট রয়েছে।
দুটি জনপ্রিয় চ্যানেল হলো সময় টিভি ও একাত্তর টিভি।
এতে বলা হয়েছে দুটি শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার একটি নির্দিষ্ট সম্পাদকীয় স্বাধীনতা বজায় রেখে পরিচালিত হচ্ছে।
গ্লোবাল মিডিয়া ওয়াচডগের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশের প্রতিবেশী ভারত ১৪২ থেকে নেমে ১৫০ এ পৌঁছেছে।
এ বছর নরওয়ে (প্রথম) ডেনমার্ক (২য়), সুইডেন (৩য়) এস্তোনিয়া (৪র্থ) এবং ফিনল্যান্ড (৫ম) শীর্ষস্থান দখল করেছে।
আরও পড়ুন: গণমাধ্যমকর্মী আইন পরিমার্জনে টিআইবির বিবৃতি সহায়ক নয়, বরং অন্তরায়: তথ্যমন্ত্রী
২ বছর আগে