নিউ জার্সি
যুক্তরাষ্ট্রের নেওয়ার্কে গুলিবিদ্ধ হয়ে আহত ৯
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নেওয়ার্কের একটি মুদি দোকানের বাইরে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে এক কিশোরসহ ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেওয়ার্ক পাবলিক সেফটির ভারপ্রাপ্ত ডিরেক্টর রাউল মালাভে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছেন, আহতদের সকলেই সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে এবং হামলায় জড়িত সন্দেহে পুলিশ একটি গাড়ির সন্ধান করছে।
মালাভে বলেন, একজন ১৭ বছর বয়সীসহ পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। এছাড়া উদ্ধারকারীরা আরও চারজন ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে এসেছে।
তবে কতজন লোক গুলি করছিল বা কেন হামলা শুরু হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: সান আন্তোনিতে ৪৬ অভিবাসীর লাশ উদ্ধার
২ বছর আগে
যুক্তরাষ্ট্রে ‘নকিয়া বেল ল্যাবস’ পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেরি হিলে বৃহস্পতিবার মোবাইল ফোন কোম্পানি নকিয়ার গবেষণা শাখা ‘নকিয়া বেল ল্যাব’ পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার (৬ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ল্যাবের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
নকিয়া কর্তৃপক্ষ ল্যাবের গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অবহিত করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে এবং কৌশলগত বিক্রয় ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনিড় চৌধুরী উপস্থিত ছিলেন।
পড়ুন: তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণে লাইটশোর ভার্চুয়াল ওয়েব-সেমিনার
২ বছর আগে