বুড়িচং
বাবার বকেয়া টাকার জন্য ছেলেকে গাছে বেঁধে নির্যাতন
কুমিল্লার বুড়িচংয়ে বাবার কাছ থেকে সাড়ে ৪শ টাকা আদায়ের জন্য ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতিত শাহেদ হোসেন শান্ত উপজেলার ভৈরবপুর এলাকার ইউসুফ মিয়ার ছেলে।
বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) শরীফ রহমান জানান, সম্প্রতি এ বিষয়ে ইউসুফ মিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আরও পড়ুন: আ’লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: ছেলেসহ ইউপি চেয়ারম্যান আটক
অভিযোগে জানা গেছে, কিছুদিন আগে দুলু মিয়ার ছেলে নাহিদুলের দোকান থেকে একটি খাট বানিয়েছিলেন ইউসুফ। প্রায় সব টাকা দেয়া হয়ে গেছে খাটের। আর ৪৫০ টাকা বকেয়া ছিল। ঈদের কয়েকদিন আগে নাহিদুল ইউসুফের বাড়িতে গিয়ে টাকার জন্য গালাগাল করে। ইউসুফ টাকা পরিশোধের এক সপ্তাহের সময় চেয়ে নাহিদুলের কাছে অনুরোধও করেন।
অভিযোগে ইউসুফ বলেন, ঈদের দিন আমার ছেলে শান্ত বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হলে তাকে তার বন্ধুদের সামনে থেকে নাহিদুলের ভাই নাজমুল, আনোয়ার ও জসিম টেনে হিঁচড়ে নিয়ে যায়। তারা কিশোর শান্তর ওপর নির্যাতন চালায়।
আরও পড়ুন: ছাগল চুরির অভিযোগে ২ শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩
তিনি বলেন, খবর পেয়ে গ্রাম পুলিশ আমার ছেলেকে উদ্ধার করে।
এসআই শরীফ জানান, তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২ বছর আগে