কামি রিতা
রেকর্ড ভেঙে ১০ বার এভারেস্ট চূড়ায় লাকপা শেরপা
লাকপা শেরপা নামের একজন নারী নেপালি শেরপা বৃহস্পতিবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে সবচেয়ে সফল নারী পর্বতারোহী হিসেবে নিজের রেকর্ড ভেঙেছেন।
লাকপা শেরপার ভাই ও অভিযানের সংগঠক মিংমা গেলু জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে লাকপা শেরপাসহ আরও বেশ কয়েকজন পর্বতারোহী আট হাজার ৮৪৯ মিটার (২৯,০৩২ ফুট) চূড়ায় পৌঁছায়। তিনি আরও জানান, সকলে সুস্থ আছেন এবং নিরাপদে নেমে আসছেন।
৪৮ বছর বয়সী এই নারী শেরপা বৃহস্পতিবারের সফল আরোহনের মধ্য দিয়ে রেকর্ড ১০ বারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন।
আরও পড়ুন: রেকর্ড ভেঙে ২৬তম বার এভারেস্ট চূড়ায় কামি রিতা
লাকপা শেরপা বলেছেন, তিনি সকল নারীদের অনুপ্রাণিত করতে চান যাতে তারাও তাদের স্বপ্নগুলো অর্জন করতে পারে৷
তিন সন্তানের সঙ্গে নেপালের এই শেরপা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কানেকটিকাটের ওয়েস্ট হার্টফোর্ডে বসবাস করছেন।
এর আগে শনিবার আরেক নেপালি শেরপা গাইড কামি রিতা ২৬তম বারের মতো চূড়ায় পৌঁছে নিজের রেকর্ড ভেঙেছেন।
উল্লেখ্য মে মাসের আবহাওয়া এভারেস্টে আরোহণের জন্য সবচেয়ে অনুকূল সময়।
২ বছর আগে
রেকর্ড ভেঙে ২৬তম বার এভারেস্ট চূড়ায় কামি রিতা
২৬তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট চূড়ায় আরোহণ করেছেন অভিজ্ঞ শেরপা গাইড কামি রিতা। এর মাধ্যমে সবচেয়ে বেশিবার এভারেস্ট চূড়ায় আরোহণে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এই নেপালি শেরপা।
রবিবার অভিযাত্রী দলটির সংগঠকেরা এ তথ্য জানিয়েছে।
পর্বতারোহীদের একটি দলকে নেতৃত্ব দিতে কামি রিতা শনিবার সন্ধ্যায় আট হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) চূড়ায় পৌঁছেছেন। তিনি রুট বরাবর দড়ি স্থির করেছেন, যাতে অন্যান্য পর্বতারোহী ও গাইড এই মাসের শেষের দিকে পাহাড়ের চূড়ায় যেতে পারে।
আরও পড়ুন: কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত বেড়ে ২৭, অনুসন্ধান অব্যাহত
কাঠমান্ডুভিত্তিক সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা বলেন, রিতা এবং অন্য ১০ শেরপা গাইড কোনো সমস্যা ছাড়াই চূড়ায় পৌঁছেছেন এবং নিরাপদে শিবিরে ফিরে এসেছেন।
৫২ বছর বয়সী রিতা ১৯৯৪ সালে প্রথম এভারেস্টে চড়েছিলেন এবং তারপর থেকে তিনি প্রায় প্রতি বছরই পর্বত আরোহণ করে যাচ্ছেন।
তার বাবাও একজন শেরপা গাইড ছিলেন। এভারেস্টে ছাড়াও তিনি বিশ্বের আরও কয়েকটি সর্বোচ্চ শৃঙ্গ যেমন কে-২,চো-ওয়ু, মানাসলু ও লোটসেও আরোহণ করেছেন।
উল্লেখ্য, মে মাস এভারেস্টে ওঠার জন্য সেরা সময়, কেননা এসময় এখানকার আবহাওয়া সবচেয়ে ভালো থাকে।
আরও পড়ুন: আফগানিস্তানে ঘরের বাইরে নারীদের বোরকা পরার নির্দেশ
২ বছর আগে