দ্যা কিডন্যাপার
ঈদুল ফিতর ২০২২ এর দর্শকনন্দিত সেরা নাটকগুলো
শেষ হয়ে গেলো ২০২২ এর ঈদুল ফিতরের মৌসুম। দর্শকদের প্রত্যাশার অনেকটাই পূরণ করতে পেরেছে ঈদ নাটকগুলো। নিদেনপক্ষে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে দর্শকদের হৈচৈ তারই জানান দিচ্ছে। সেরা অভিনয় শিল্পীরা নতুন করে নিজেদের উজাড় করে দিয়েছেন নিজ নিজ পছন্দের চরিত্রগুলোতে। ফলশ্রুতিতে কাহিনী ও নয়নাভিরাম ভিডিওগ্রাফির পাশাপাশি সংলাপগুলোও মন জয় করেছে ভক্তদের। শুধু কমেডিই নয়; দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বিভিন্ন ধরনের নাটক। সেরকম কিছু নাটকের কথা নিয়েই এবারের ফিচার।
এবারের ঈদুল ফিতরের ১০টি সেরা নাটক
ঘূণ । খায়রুল বাশার-মেহজাবিন
ইউটিউব লিঙ্ক
প্রত্যাশা অনুযায়ী ভিকি জাহেদের এবারের এই থ্রিলার নাটকটি বেশ সাড়া ফেলেছে। বিবাহিত জীবনে ভালো থাকার উপায় নিয়ে ভ্লগ করেন অয়ন-রুবি দম্পতি এবং এ বিষয়ে তারা বেশ বিখ্যাতও বটে। একদিন হঠাৎ হার্ট অ্যাটাকে অয়ন মারা যায় এবং রুবি আবিষ্কার করে অয়নের লাশের পাশে দাড়িয়ে একটি মেয়ে কাঁদছে। রুবির মনে দানা বেধে ওঠা সন্দেহ মানসিক বিপর্যয়ে রূপ নেয়, যখন সে অয়নের মোবাইলের পাসওয়ার্ড বের করতে পারে না।
পড়ুন: ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস'
আরটিভি প্রযোজিত এই নাটকটির চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দিপন। শব্দ সংযোগ, রঙ বিন্যাস ও ভিজুয়াল ইফেক্ট সহ নাটকটির সম্পাদনায় ছিলেন অর্ণব হাসনাত।
দ্যা কিডন্যাপার । নিশো-সাবিলা নূর
ইউটিউব লিঙ্ক
বরাবরের মত এবারের ঈদেও নিশো তার ভক্তদের হতাশ করেননি। বরঞ্চ বৈচিত্র্যপূর্ণ চরিত্রে টিভি পর্দায় এসে অবাক করে দিয়েছেন সবাইকে। তেমনি এক পরিবেশনা কাজল আরেফিন অমির এই নাটকটি। সিনেমার আদলে গড়া কাহিনী বিন্যাসে নিশোকে দেখা যায় সাবিলা নূরকে অপহরণ করে জঙ্গলের একটি পুরনো বাড়িতে আটকে রাখতে। এরই মাঝে হঠাৎ করে এক সময় জঙ্গলে ডাকাত পড়ে।
দ্বিতীয়বারের মত অপহৃত হন সাবিলা নূর। তাদের কবল থেকে সাবিলাকে ছিনিয়ে নিতে অ্যাকশনে নামেন নিশো। মারদাঙ্গা নাটকটিতে অমির সাথে সহকারি পরিচালনায় কাজ করেছেন এ সময়ের তারকা জিয়াউল হক পলাশ। নাটকটির সার্বিক সম্পাদক হিসেবে ছিলেন আরিফিন সরকার ও প্রযোজনা করেছেন তানভীর মাহমুদ।
পড়ুন: তারকাদের স্মৃতিতে ‘মা’
হাঙ্গর । ফারহান-মাহি
ইউটিউব লিঙ্ক
আরজে এবং এ সময়ের উদীয়মান তারকা অভিনেতা মুশফিক আর ফারহান অভিনীত এই নাটকটি বেশ প্রশংসিত হয়েছে। সাগর পাড়ের জেলেদের জীবন নিয়ে নির্মিত এই নাটকে ফারহানের সেরা কাজটি দেখা গিয়েছে।
মাহমুদ মাহিনে গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এখানে দেখা যায় সরদারের শোষণ থেকে জেলেদের মুক্ত করার চেষ্টা করে সাহসী জেলে সুরুজ। বিপজ্জনক এই পথে সুরুজ কতদূর জেতে পারে তার সাসপেন্স নিয়ে এগিয়ে গেছে নাটকটির কাহিনী। তানভীর মাহমুদ প্রযোজিত নাটকটির চূড়ান্ত সম্পাদনায়ও ছিলেন নির্দেশক মাহমুদ মাহিন। নাটকটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল ইসলাম শুভ।
উড়ো প্রেম । অপূর্ব-মেহজাবিন
ইউটিউব লিঙ্ক
এবারের ঈদে ইউটিউবে অপূর্ব-মেহজাবিন জুটির কাজগুলোর মধ্যে এই নাটকটি এখন পর্যন্ত সর্বোচ্চ ভিউয়ের অধিকারি। মেহজাবিনের চরিত্রটির নাম তিথি, যিনি বেশ দৃঢ়চেতা একজন কর্পোরেট লেডি।
পড়ুন: নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত
অন্যদিকে অপূর্ব অভিনয় করেছেন আদিল খান নামে, যিনি একটি ইন্টেরিয়র ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালান। সৃজনশীল মানুষ আদিল প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান তিথির। কিন্তু তাদের পরিচয়ের শুরুটা খুব একটা সুখকর নয়। এছাড়া আদিলের জন্যও এক বড় রকমের ধাক্কা অপেক্ষা করে যা নাটকটির কমেডি আবহটা কিঞ্চিত পাল্টে দেয়।
নাটকটির রঙ বিন্যাস ও সম্পাদনায় ছিলেন আগুন শুভ। সিএমভির ব্যানারে শেখ শাহেদ আলী পাপ্পু প্রযোজিত নাটকটির পরিচালনা করেছেন মহিদুল মাহিম।
ডিগবাজি । অপূর্ব-সাবিলা নূর
ইউটিউব লিঙ্ক
বিশ্ব পরিব্রাজক হবেন তাই বিয়ে করতে চাননা সারা। তাই নিজের বান্ধবীদের নিয়ে বিভিন্ন উপায়ে বিয়ে ভাঙার পায়তারা করেন। আর তারই শিকার হয়ে আদ্যপান্ত বদলে যান শান্ত স্বভাবের এবং বিবাহভীতি থাকা ছেলে আবিদ।
পড়ুন: এবার ঈদে আফরান নিশোর যে নাটকগুলো আসছে
বারংবার বিয়ের জন্য মত-দ্বিমতের ভেতর দিয়ে এগোতে থাকা রোমান্টিক-কমেডি কাহিনীটি লিখেছেন ইফ্ফাত আরা ইয়াসমীন ও জাকারিয়া সৌখিন। সৌখিনের পরিচালনায় নাটকটির রঙ বিন্যাস ও সম্পাদন করেছেন তৌফিকুল ইসলাম। আর প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ছিলো সিএমভি।
২ বছর আগে