উত্তর
তিশাই উত্তর দিতে পারবেন কেন মুজিব সিনেমা করতে হয়েছে: ফারুকী
কোন পরিস্থিতিতে কেন মুজিব সিনেমায় অভিনয় করতে হয়েছে—তার উত্তর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দিতে পারবেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন,‘অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাই উত্তর দিতে পারবেন—কোন পরিস্থিতিতে কেন মুজিব সিনেমায় (বঙ্গবন্ধু বায়োপিক) অভিনয় করতে হয়েছে।’
সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম আলীর প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুকী এ কথা বলেন।
আরও পড়ুন: ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা খুবই বিরক্তিকর: ফারুকী
বঙ্গবন্ধুর বায়োপিকে আপনার স্ত্রীর তিশা অভিনয় করেছেন। আপনার কি এখন মনে হয়, ওই সময় সেই সিদ্ধান্তটা ভুল ছিল—এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমাদের (তিশা-ফারুকী) দাম্পত্য জীবনটা হচ্ছে এ রকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন।’
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আপনি কি মনে করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে, স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে বা আমি পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর অনুমতি নেব? আই ডোন্ট থিঙ্ক সো। তিশা তার পেশাগত সিদ্ধান্ত নিজেই নেয়।’
২২০ দিন আগে
মতলব উত্তরে বজ্রপাতে কৃষক নিহত
মৌসুমের প্রথম বৃষ্টিপাতে মতলব উত্তরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিপল্লী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক রেহান উদ্দীন (২৩) উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিপল্লী গ্রামের জোহর উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: বাঘাইছড়িতে বজ্রপাতে কৃষক নিহত
স্থানীয়রা জানান, দুপুরে ফসলের মাঠে কৃষক রেহান উদ্দীন কাজ করছিলো। বৃষ্টির সময় হঠাৎ বজ্রাপাতে রেহান উদ্দীন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা রেহানকে অজ্ঞান অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডিউটি ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিপল্লী গ্রামের ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেহানের বিধবা স্ত্রী ও ছোট একটি বাচ্চা রয়েছে।
এছাড়া তাদের সাহায্য-সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন চেষ্টা করছেন।
আরও পড়ুন: রাজশাহীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে তিন জেলায় নারীসহ নিহত ৩
৯৯৫ দিন আগে