জৈন্তাপুর
প্রাচীন জৈন্তারাজ্যের প্রত্নতত্ত্বের নান্দনিক স্থাপনা
মোহাম্মদ মহসীন, সিলেট, ৭ ডিসেম্বর (ইউএনবি)- সিলেটের জৈন্তাপুর উপজেলার ২০০ বছরের পুরোনো জৈন্তা রাজ্যের স্থাপনার ধ্বংসাবশেষগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন স্থানে। মোঘল আমলে বৃহত্তর জৈন্তার জনপদ ছিল মোঘল শাসনামলের বাইরে। সেই সময়টায় জৈন্তাপুর ছিল স্বাধীন জৈন্তা রাজ্য, যার স্মৃতিগুলো এখনও পরিচয় বহন করে বর্তমান প্রজন্মের কাছে।
জৈন্তা রাজ্যের শাসনামলের সমাপ্তির পরও এখনও কিছু স্মৃতি চিহ্ন রয়ে গেছে সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরের বিভিন্ন পরতে পরতে। কালের বিবর্তনে অনেক স্থাপনা ধ্বংস কিংবা মানুষের দখলে চলে গেলেও যে কয়টা স্থাপনা বা পুরাকীর্তি রয়েছে তাও দীর্ঘ সময় ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল।
তার মধ্যে অন্যতম জৈন্তেশ্বরী ইরাদেবী রাজবাড়ীর একটা বিশাল অংশ গত বছর বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সংরক্ষণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে স্থাপত্যশৈলীকে দৃশ্যমান করা হয়েছে। বর্তমানে ইরাদেবী রাজবাড়ীর বটতলার বিশাল অংশটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
২ সপ্তাহ আগে
জৈন্তাপুরে চেকপোস্টে ৬১ বোতল ভারতীয় মদ জব্দ
সিলেট-তামাবিল সহাসড়কে ৬১ বোতল ভারতীয় মদসহ একটি ডিআই মিনি ট্রাক আটক করেছে সেনাবাহিনী। পরে ডিআই ট্রাকসহ মদগুলো জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কে সেনাবাহিনীর চেকপোষ্টে এসব পণ্য আটক করা হয়।
এ সময় চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
পরে ৩৭৫ মিলি'র ২০ বোতল Royal Stag, ৭৫০ মিলির ১০ বোতল Royal Stag, ৭৫০ মিলি'র ১১ বোতল Imperial Blue এবং ৩৭৫ মিলি'র ২০ বোতল Mc Dowells সহ সর্বমোট ৬১ বোতল মদ জব্দ করা হয়।
খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শংকর দেব সেনাবাহিনীর চেকপোস্ট থেকে ৬১ বোতল মদসহ মিনি ট্রাকটি থানায় নিয়ে যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদরুজ্জামান বলেন, সেনা চেকপোষ্ট মদসহ ডিআই ট্রাক আটকের পর পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় তদন্তের পর মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সেন্টমার্টিনে দুই কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ৭
২ সপ্তাহ আগে
জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাশিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাশিয়ার গুলিতে জমির আহমদ নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈলয় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝালকাঠিতে মাহিন্দ্র-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
নিহত যুবক জমির আহমদ (২৩) উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ৩টার দিকে ভারতে প্রবেশের সময় খাসিয়ার গুলিতে ঐ যুবক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে ঐ যুবক নিহত হয়েছেন।
এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুয়াকাটা নির্মানাধীন দোকানের দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
১ মাস আগে
জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ নাহিদ আহমদ (১৩) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের আব্দুল মান্নন মনই (৪৫)।
আরও পড়ুন: সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মৃত্যুর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। বৃষ্টি চলাকালে সবাইকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩ মাস আগে
ভারতে পালাতে গিয়ে জৈন্তাপুর সীমান্তে আ. লীগ নেতা আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আওয়ামী লীগ নেতা কামাল আহমদ জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কামাল আহমদের বিরুদ্ধে ৪ আগস্ট সহিংসতার একটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন:
৩ মাস আগে
জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগাংয়ে পাথর বোঝাই ট্রাকচাপায় নাঈম আহমদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তামাবিল মহাসড়কের কাটাগাংয়ে ঢাকা হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নিহত ৫
নাঈম আহমদ (২২) উপজেলার বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় নাঈমকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইউনুস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
৩ মাস আগে
জৈন্তাপুরে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
সিলেটের জৈন্তাপুরে চিনি চোরাচালানের অভিযোগে কামাল আহমেদ (২২) এক যুবককে আটক করা হয়েছে।
এ সময় ডিআই ট্রাকসহ ২ লাখ ৯৪ হাজার টাকার ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
শনিবার (২৭ শে) ভোর সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর স্টেশন বাজারে অভিযান চালিয়ে ৬০ বস্তা চিনিসহ ডিআই ট্রাক জব্দ করা হয়।
আরও পড়ুন: সিলেটে ভারতীয় চিনিবোঝাই ট্রাক আটক
আটক কামাল আহমেদ (২২) উপজেলার নিজপাট ইউনিয়নের সারিঘাট এলাকার মৃত বিলাল আহমেদের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পুলিশ বিশেষ ক্ষমতা আইনে আটক ও পলাতক দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে।
আটক আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: সিলেটে পৃথক অভিযানে ৭৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৪
সিলেটে ৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
৪ মাস আগে
জৈন্তাপুরের মাছের ঘের থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ফাহাদ আহমেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং হাইওয়ে থানার কাছের একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে গরুবাহী ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩, আহত ২
ফাহাদ আহমেদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের বাসিন্দা জামাল উদ্দীনের ছেলে।
তিনি কাটাগাং এলাকায় জমি লিজ নিয়ে মাছ চাষ করতেন।
স্থানীয় এলাকাবাসী জানান, নিজ মাছের ঘেরে বৈদ্যুতিক লাইন থেকে শক লেগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক লেগে তার মৃত্যু হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জন নিহত
সিলেটে চিনিভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
৬ মাস আগে
জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিল জব্দ, নারী গ্রেপ্তার
সিলেটের জৈন্তাপুর থেকে ৫১০ বোতল ফেনসিডিল জব্দসহ শাহানা বেগম ওরফে কাঞ্চন বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) রাত ১১টার দিকে ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল বিরাইমারা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় ১১৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
গ্রেপ্তার শাহানা বেগম ওরফে কাঞ্চন বেগম কেন্দ্রী হাওড় গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বস্তা ফেনসিডিল জব্দসহ শাহানা বেগমকে আটক করে। জব্দ করা ফেন্সিডিলগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মোহাম্মদ আল আমিন বলেন, পুলিশ বাদী হয়ে শাহানাসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। শাহানাকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
৬ মাস আগে
জৈন্তাপুরে বিপুল পরিমাণে ভারতীয় মদ ও গাঁজা জব্দ
সিলেটের জৈন্তাপুরে ৬১৫ বোতল ভারতীয় মদ ও ৮ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার ডিবির হাওর কদমখাল রোড এসব জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে ডিবির হাওর কদমখাল রোডে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি জিপগাড়িকে সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ অজ্ঞাতনামা চার আরোহী মাদকসহ গাড়ি রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন: চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, ৩০ মোটরসাইকেল জব্দ
পরে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ৬১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ও ৮ কেজি গাঁজা জব্দ করে। গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মাদক আটকের ঘটনায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজা জব্দ, ২ যুবক গ্রেপ্তার
৭ মাস আগে