জৈন্তাপুর
জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় ২ বিজিবি সদস্য আহত
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হওয়া অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৫ মার্চ) আনুমানিক রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা সীমান্তে ১২৮৭-৮৮ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যরা হলেন— মো. হারুনুর রশিদ ও মো. জমশেদ হোসেন।
আরও পড়ুন: আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্ত দিয়ে প্রতিদিন লাইন ‘ম্যানেজ’ করে চোরাকারবারি দলের সদস্যরা ভারতীয় গরু, মহিষ অবৈধভাবে জৈন্তাপুর বাজারে নিয়ে আসে।
এদিকে অবৈধ পথে ভারতীয় গরু প্রবেশের খবরে ১৯ বিজিবির জৈন্তাপুর (রাজবাড়ী) বিওপির টহল দল সীমান্তের ১২৮৭-৮৮ নম্বর মেইন পিলারের মধ্যবর্তী টিপরাখলা সীমান্তে অবস্থান নেয়। চোরাকারবারিরা সীমান্তে গরু নিয়ে প্রবেশের আগমুহূর্তে বিজিবির অবস্থান টের পেয়ে হামলা চালায়। হামলায় দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ করে একটি গরু রেখেই বাকি গরুগুলো নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চোরাকারবারিরা।
পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহত দুই সদস্যকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: চোরাকারবারি ধরতে গিয়ে সড়কে প্রাণ গেল বিজিবি সদস্যের
জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’
২ দিন আগে
জৈন্তাপুরে তরমুজের বাম্পার ফলন, সেচ-পরিবহন সমস্যায় কৃষকরা
শীতের মাঝামাঝি সময় থেকে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন হাওর ও পাহাড়ি নদীর তীরবর্তী এলাকায় চাষ হওয়া তরমুজ বাজারজাতের পাশাপাশি ট্রাকে করে যাচ্ছে ঢাকাসহ সারা দেশে।
সরজমিনে দেখা যায়, জৈন্তাপুর উপজেলার সারী নদীর তীরবর্তী সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় রাস্তার দুই পাশে বিশাল তরমুজের পসরা সাজিয়ে বসেছেন ব্যাবসায়ীরা।
দিনভর চলছে বেঁচাকেনা। কোনো কোনো সময় পিকনিকে আগত পর্যটক ও দর্শনার্থীরা গাড়ি থামিয়ে তরমুজ কিনছেন। আবার ব্যাপারীরা ট্রাক ও কাভার্ড ভ্যানে করে তরমুজ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার পাইকারী বাজারে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।
জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে ১৩০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এ বছরের পুরো উপজেলায় তরমুজ উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭৭০ টন, যা ইতোমধ্যে অর্জিত হওয়ার পথে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে আনারসের ব্যাপক ফলন, হতাশায় কৃষকরা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আরও জানানো হয়েছে, পুরো উপজেলায় চলতি মৌসুমে ৬৫০ জন কৃষক তরমুজ চাষ করেছেন। তাদের মধ্য ১১০ জন কৃষককে দেওয়া হয়েছে প্রদর্শনী। পাশাপাশি প্রদর্শনীপ্রাপ্ত কৃষকের মধ্যে সরবরাহ করা হয়েছে বীজ, সার ও বালাইনাশক।
তবে সবচেয়ে আশার কথা হলো, তিন থেকে চার বছর আগে জৈন্তাপুর উপজেলায় বছরের পর বছর অনাবাদি অবস্থায় পড়ে থাকা বিন্নাউরা জমিগুলোতে তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পাওয়া গেছে। সে সময় উপজেলার ২০ হেক্টর অনাবাদি বিন্নাউরা জমিতে তরমুজ চাষ করা হয়। চলতি মৌসুমে আরও ৫ হেক্টর অতিরিক্ত অনাবাদি বিন্নাউরা জমিতে তরমুজ চাষ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আরও জানানো হয়, চলতি মৌসুমে পুরো উপজেলায় বাংলালিংক, আনারকলি ও গ্লোরী জাতের তরমুজ চাষ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী চাষ হয় নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নে। এ মৌসুমে নিজপাট ইউনিয়নে ৪০ হেক্টর ও জৈন্তাপুর ইউনিয়নে ৫৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। পাশাপাশি অন্যান্য ইউনিয়নের মধ্যে চারিকাঠায় ১৫ হেক্টর, দরবস্ত ইউনিয়নে ১৫ হেক্টর, ফতেহপুর ইউনিয়নে ৩ হেক্টর ও চিকনাগুল ইউনিয়নে ২ হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়।
২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালমান আহমেদ জানান, চলতি মৌসুমে তিনি চাতলারপাড় এলাকায় অগ্রহায়ণ মাসে ১২ বিঘা জমিতে তরমুজের আবাদ করেন। এতে তার মোট উৎপাদন খরচ হয় ২ লাখ টাকার মতো। মাঘ মাসের মাঝামাঝি সময়ে তরমুজ তিনি বিক্রি শুরু করেন। এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার টাকার তরমুজ তিনি বিক্রি করেছেন। মৌসুমের শেষে আরও ৪ লাখ টাকার ফসল বিক্রির আশা করছেন তিনি।
তবে তিনি লাভের পাশাপাশি কিছু সমস্যার কথাও তুরে ধরেন। এরমধ্যে অনত্যমত হলো এই অঞ্চলে পানি সেচের জন্য জ্বালানি খরচে কিছু বাড়তি টাকা ব্যয় হয়। তাছাড়া নদী ভাঙন কবলিত এলাকা হওয়ায় তরমুজ পরিবহনে অনেক সমস্যা পোহাতে হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে সার সংকটে পেঁয়াজ চাষিরা, ফলন বিপর্যয়ের আশঙ্কা
তিনি আরও বলেন গত তিন মাসে দৈনিক মজুরির ভিত্তিতে তার মাঠে পাঁচজন কৃষক কাজ করে থাকেন। তাদের দৈনিক মজুরি ৭০০ টাকা।
একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ভিত্রিখেল এলাকার কৃষক নুর উদ্দিন বলেন, চলতি মৌসুমে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে তরমুজের উপর প্রদর্শনী দেওয়া হয়েছে। তিনি এ বছর সাড়ে ছয় বিঘা জমিতে তরমুজের আবাদ করেন। এতে তার ব্যয় হয় ১ লাখ ৪ হাজার টাকার মতো। এখন পর্যন্ত বিক্রি করেছেন ১ লাখ ৫০ হাজার টাকার তরমুজ। মৌসুমের শেষে আরও ২ লাখ টাকার তরমুজ বিক্রি করবেন বলেও আশাবাদী তিনি। সেই সঙ্গে ভিত্রিখেল এলাকায় তরমুজ চাষে সেচ ও পরিবহনসহ কিছু সমস্যার কথা তিনি তুলে ধরেন।
তিনি জানান, চলতি মৌসুমে সেচের সুবিধা না থাকার কারণে ভার দিয়ে বহন করে পানি এনে তরমুজ গাছে দিতে হয়েছে। এভাবে প্রতিদিন ১৫০ ফুট হেঁটে ভার বহন করে পানি আনতে হয় কৃষকদের। সরকারি খরচে একটি ডিপটিউবয়েল স্থাপন করা অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ভর্তুকি দিয়ে একটি সেচ পাম্প সরবরাহের আহ্বানও জানান তিনি।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, চলতি ২০২৪-২৫ মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উচ্চ মূল্য ফসল প্রদর্শনী প্রযুক্তিতে কৃষক পর্যায়ে প্রদর্শনী দেওয়া হয়েছে।
এ ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর থেকে ক্লাইমেট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যনেজমেন্ট প্রকল্প (ডিএই অংশে)'র বাস্তবায়নে কৃষি ও কৃষক পর্যায়ে ভর্তুকি দিয়ে বীজ, সার ও বালাইনাশক সরবরাহ করা হয়েছে। এর পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়াসহ ফসলের মাঠ তদারকিতে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত ফসলের মাঠ পরিদর্শন করে থাকেন।
আরও পড়ুন: কয়রায় সরিষার রেকর্ড চাষাবাদ, বাম্পার ফলন
তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনাবাদি বিন্নাউরা ২৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ করে সফলতা অর্জিত হয়েছে। ভবিষ্যতে উপজেলার অনাবাদি বিন্নাউরা জমিগুলোকে চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
২৪ দিন আগে
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট-তামাবিল মহাসড়কের উমনপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে দুলাল আহমেদ (৪৫)।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে হরিপুর হতে চিকনাগুল যাওয়ার পথে উমনপুরে একটি মোড়ে দুর্ঘটনার কবলে পড়েন। তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
দুলাল আহমেদকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
৪৯ দিন আগে
প্রাচীন জৈন্তারাজ্যের প্রত্নতত্ত্বের নান্দনিক স্থাপনা
মোহাম্মদ মহসীন, সিলেট, ৭ ডিসেম্বর (ইউএনবি)- সিলেটের জৈন্তাপুর উপজেলার ২০০ বছরের পুরোনো জৈন্তা রাজ্যের স্থাপনার ধ্বংসাবশেষগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন স্থানে। মোঘল আমলে বৃহত্তর জৈন্তার জনপদ ছিল মোঘল শাসনামলের বাইরে। সেই সময়টায় জৈন্তাপুর ছিল স্বাধীন জৈন্তা রাজ্য, যার স্মৃতিগুলো এখনও পরিচয় বহন করে বর্তমান প্রজন্মের কাছে।
জৈন্তা রাজ্যের শাসনামলের সমাপ্তির পরও এখনও কিছু স্মৃতি চিহ্ন রয়ে গেছে সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরের বিভিন্ন পরতে পরতে। কালের বিবর্তনে অনেক স্থাপনা ধ্বংস কিংবা মানুষের দখলে চলে গেলেও যে কয়টা স্থাপনা বা পুরাকীর্তি রয়েছে তাও দীর্ঘ সময় ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল।
তার মধ্যে অন্যতম জৈন্তেশ্বরী ইরাদেবী রাজবাড়ীর একটা বিশাল অংশ গত বছর বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সংরক্ষণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে স্থাপত্যশৈলীকে দৃশ্যমান করা হয়েছে। বর্তমানে ইরাদেবী রাজবাড়ীর বটতলার বিশাল অংশটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
১০১ দিন আগে
জৈন্তাপুরে চেকপোস্টে ৬১ বোতল ভারতীয় মদ জব্দ
সিলেট-তামাবিল সহাসড়কে ৬১ বোতল ভারতীয় মদসহ একটি ডিআই মিনি ট্রাক আটক করেছে সেনাবাহিনী। পরে ডিআই ট্রাকসহ মদগুলো জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কে সেনাবাহিনীর চেকপোষ্টে এসব পণ্য আটক করা হয়।
এ সময় চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
পরে ৩৭৫ মিলি'র ২০ বোতল Royal Stag, ৭৫০ মিলির ১০ বোতল Royal Stag, ৭৫০ মিলি'র ১১ বোতল Imperial Blue এবং ৩৭৫ মিলি'র ২০ বোতল Mc Dowells সহ সর্বমোট ৬১ বোতল মদ জব্দ করা হয়।
খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শংকর দেব সেনাবাহিনীর চেকপোস্ট থেকে ৬১ বোতল মদসহ মিনি ট্রাকটি থানায় নিয়ে যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদরুজ্জামান বলেন, সেনা চেকপোষ্ট মদসহ ডিআই ট্রাক আটকের পর পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় তদন্তের পর মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সেন্টমার্টিনে দুই কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ৭
১০৩ দিন আগে
জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাশিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাশিয়ার গুলিতে জমির আহমদ নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈলয় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝালকাঠিতে মাহিন্দ্র-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
নিহত যুবক জমির আহমদ (২৩) উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ৩টার দিকে ভারতে প্রবেশের সময় খাসিয়ার গুলিতে ঐ যুবক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে ঐ যুবক নিহত হয়েছেন।
এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুয়াকাটা নির্মানাধীন দোকানের দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
১৩১ দিন আগে
জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ নাহিদ আহমদ (১৩) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের আব্দুল মান্নন মনই (৪৫)।
আরও পড়ুন: সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মৃত্যুর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। বৃষ্টি চলাকালে সবাইকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
১৭৮ দিন আগে
ভারতে পালাতে গিয়ে জৈন্তাপুর সীমান্তে আ. লীগ নেতা আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আওয়ামী লীগ নেতা কামাল আহমদ জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কামাল আহমদের বিরুদ্ধে ৪ আগস্ট সহিংসতার একটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন:
১৯১ দিন আগে
জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগাংয়ে পাথর বোঝাই ট্রাকচাপায় নাঈম আহমদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তামাবিল মহাসড়কের কাটাগাংয়ে ঢাকা হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নিহত ৫
নাঈম আহমদ (২২) উপজেলার বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় নাঈমকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইউনুস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
২০৬ দিন আগে
জৈন্তাপুরে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
সিলেটের জৈন্তাপুরে চিনি চোরাচালানের অভিযোগে কামাল আহমেদ (২২) এক যুবককে আটক করা হয়েছে।
এ সময় ডিআই ট্রাকসহ ২ লাখ ৯৪ হাজার টাকার ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
শনিবার (২৭ শে) ভোর সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর স্টেশন বাজারে অভিযান চালিয়ে ৬০ বস্তা চিনিসহ ডিআই ট্রাক জব্দ করা হয়।
আরও পড়ুন: সিলেটে ভারতীয় চিনিবোঝাই ট্রাক আটক
আটক কামাল আহমেদ (২২) উপজেলার নিজপাট ইউনিয়নের সারিঘাট এলাকার মৃত বিলাল আহমেদের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পুলিশ বিশেষ ক্ষমতা আইনে আটক ও পলাতক দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে।
আটক আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: সিলেটে পৃথক অভিযানে ৭৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৪
সিলেটে ৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
২৩৪ দিন আগে