তেল জব্দ
খুলনায় সয়াবিন ও পাম তেল জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
খুলনার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল জব্দ করছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবরা সকাল সোয়া ১০টা থেকে অভিযান শুরু হয়ে চলে দুপুর সোয়া ১২টা পর্যন্ত।
আরও পড়ুন: নাটোরে ২ হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ
র্যাব ৬ এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মজুদ ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও এক লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল জব্দ করা হয়েছে। পরে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২ বছর আগে
নাটোরে ২ হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ
নাটোর শহরে তেলের মজুদ বিরোধী অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৫৯ লিটার তেল জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠাগুলোর মালিককে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, বুধবার রাতে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে নাটোর শহরের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ করে।
আরও পড়ুন: বৌভাতে ৫ লিটার সয়াবিন তেল উপহার!
তিনি বলেন, এসময় ওইসব প্রতিষ্ঠানের মালিকদের ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেল প্রকাশ্যে ন্যায্য মূলে ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।
২ বছর আগে
রাজশাহীতে ৯২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, আটক ৫
রাজশাহীর পুঠিয়া উপজেলায় চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। মঙ্গলবারর বিকালে উপজেলার বানেশ্বর বাজার থেকে এসব তেল জব্দ করা হয়। এসময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- ট্রাকচালক ফজলুর রহমান, বানেশ্বরে বাজারের সরকার এন্ড সন্সের মালিক বিকাশ সাহা, এন্তাজ স্টোরের মালিক এন্তাজ আলী, মেসার্স পাল এন্ড ব্রাদার্সের মালিক শৈলেন পাল ও রিমা স্টোরের মালিক রাজিব সাহা।
রাজশাহী জেলা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুঠিয়া থানা পুলিশ এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন
জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন জানান, সরকার এন্ড সন্স থেকে ৪৮ ব্যারেল সয়াবিন ও ২৬ ব্যারেল পামওয়েল, এন্তাজ স্টোর থেকে ২২ ব্যারেল সয়াবিন ও ১২০ ব্যারেল পাম, মেসার্স পাল এন্ড ব্রাদার্স থেকে তিন ব্যারেল সয়াবিন ও ১০০ ব্যারেল পাম, রিমা স্টোর থেকে ৪৮ ব্যারেল সয়াবিন ও ২৭ ব্যারেল পাম এবং চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারের উদ্দেশে বোঝাই করা একটি ট্রাক থেকে ৬০ ব্যারেল পাম তেল জব্দ করা হয়েছে।
পড়ুন: রাজশাহীতে ২৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, আটক ১
প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে ভোজ্যতেল রয়েছে। সব মিলিয়ে মোট ১২১ ব্যারেল সয়াবিন তেল ও ৩৩৩ ব্যারেল পাম তেল জব্দ করা হয়েছে। জব্দ করা মোট ৯২ হাজার ৬১৬ লিটার তেলের মধ্যে সয়াবিন ২৪ হাজার ৬৮৪ লিটার। আর পাম ৬৭ হাজার ৯৩২ লিটার।
তিনি বলেন, বেশি মুনাফার লোভে রোজার আগে থেকে এসব ব্যবসায়ীরা তেল মজুত করে রেখেছিলেন। তাঁরা তেলের ব্যবসার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। তাই সব তেল জব্দ করা হয়েছে। ভেতরে তেলগুলো রেখে গুদাম সিলগালা করা হয়েছে। যে ট্রাকে তেল বোঝাই করা হয়েছিল সেটিও জব্দ করা হয়েছে।
এসপি আরও বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুঠিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। আর আদালতের অনুমতি নিয়ে জব্দ করা তেলগুলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।
২ বছর আগে