ফজলুর রহমান বাবু
মৌসুমীর ‘ভাঙন’ ১১ নভেম্বর
চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে ১১ নভেম্বর। এরইমধ্যে ত্রিশটির অধিক সিনেমা হলে ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে বলে প্রযোজনা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেছে।
প্রযুক্তিবাংলা কথাচিত্রের ব্যানারে নির্মিত জীবন-ঘনিষ্ঠ সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘মোহন গায়েনের বাঁশি’ নামক একটি ছোটগল্প অবলম্বনে।গল্পে বিবৃত হয়েছে একটি পুরোনো রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে হকার, বংশীবাদক, চুড়িওয়ালী, ভিখেরি, পকেটমার, বেশ্যা, দালাল, মাদকসেবীসহ কযেকজন ক্ষুদ্র ব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা।
আরও পড়ুন: ‘দেশান্তর’ নির্মাণ চেষ্টায় ঘাটতি রাখেননি আশুতোষ সুজন
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন ইউএনবিকে বলেন, ‘সিনেমাটির গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলতঃ কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।’
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত পূণ্যদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী ও মির্জা সাখাওয়াৎ হোসেনসহ প্রমুখ।
আরও পড়ুন: মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
প্রথমবার ১০০ কোটির ক্লাবে পাকিস্তানি সিনেমা ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’
৮৮৩ দিন আগে
দর্শকদের অনুরোধে আসছে ‘বদমাইশ পোলাপাইন’-এর ৪র্থ সিজন
গতানুগতিক ধারার বাইরে গিয়ে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ'র নিরিক্ষাধর্মী কাজগুলো বিভিন্ন সময় বেশ আলোচনা তৈরি করেছে। তার ‘বদমাইশ পোলাপাইন’ সিরিজটি এমন এক উদাহরণ।
একদল তরুণের সমসাময়িক ঘটনাকে পর্দায় তুলে এনেছেন নির্মাতা।
‘বদমাইশ পোলাপাইন’-এর তিনটি সিজন প্রচার হয় ইউটিউবে। খুব অল্প সময়ে বেশ সাড়া ফেলে। তাই দর্শকদেরও আগ্রহ ছিল চতুর্থ সিজন নিয়ে আসবেন বান্নাহ।
কিন্তু তিনি এই সিরিজের নতুন সিজন আনবেন না বলে জানিয়েছিলেন।
কিন্তু দর্শকদের অনুরোধে শেষ পর্যন্ত ‘বদমাইশ পোলাপাইন’-এর চতুর্থ সিজনের ঘোষণা দিলেন বান্নাহ।
তিনি ইউএনবিকে বলেন, ‘আসলে আমি চেয়েছিলাম সিরিজটি আর না আগাই। সিজন থ্রি পর্যন্ত দর্শকদের মধ্যে যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল সেটি আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু সবকিছুরই যেহেতু একটা জায়গায় শেষ আছে, তাই ভাবলাম সিরিজটি এই শেষ করি।’
আরও পড়ুন: চুড়ি-ফিতা বিক্রেতা মৌসুমী!
বান্নাহ আরও বলেন, ‘চতুর্থ সিজনের অনুরোধ আমি অনেকদিন ধরে পাচ্ছি। একসময় সিদ্ধান্ত নিলাম এটা নিয়ে আগাব। কারণ দর্শকদের ভালোবার জন্যই কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি। আর কাজের মধ্য দিয়েই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সেই চিন্তা থেকেই চতুর্থ সিজনের পরিকল্পনা। অনেক চমক নিয়ে চতুর্থ সিজন আসছে। আশা করি দর্শককে হতাশ করব না।’
চতুর্থ সিজনের শুটিং শুরু হবে সেপ্টেম্বর থেকে। চিত্রনাট্যে কাজ চলছে এখন। এবার অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, প্রত্যয় হিরণ, মাখনুন সুলতানা মাহিমাসহ অনেকে। এছাড়াও দেখা যাবে কয়েকজন নতুন মুখ।
আরও পড়ুন: ‘হাওয়া’ ও ‘শনিবার বিকেল’ নিয়ে শিল্পীদের প্রতিবাদ
৯৫৫ দিন আগে
তারকাবহুল সিনেমা ‘পাপ পুণ্য’ মুক্তি পাবে ২০ মে
দেশে ও উত্তর আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্সে ২০ মে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত তারকাবহুল সিনেমা ‘পাপ পুণ্য’। ইতোমধ্যে সিনেমার প্রমো টিজার ও দুটি গান প্রকাশ হয়েছে। আর ট্রেলার দেখা যাবে শিগগিরই।‘পাপ পুণ্য’ সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, প্রমুখ।সম্প্রতি প্রকাশ হয়েছে ‘পাপ পুণ্য’র শুটিংয়ের বিভিন্ন চমকপ্রদ ঘটনার ভিডিও। শুটিংয়ের পেছনের দৃশ্য নিয়ে প্রায় ২৫ মিনিটের একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। শুটিংকালীন সময়ে আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, চুমকি, সিয়াম ও নবাগতা সুমিসহ ছবির অন্যান্য কলাকুশলীদের মজার অভিজ্ঞতার কথা বলা এবং সেই দৃশ্যপট দেখানোও হয়েছে এই ভিডিওতে।মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পূণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ সিনেমা। জনপ্রিয় এই পরিচালক জানান, ঢালিউড ইন্ডাস্ট্রির চলমান সময়ে‘পাপ পুণ্য’র মতো সিনেমা আরও প্রয়োজন।
আরও পড়ুন: শুরুতে ভয় লাগছিল, এখন আনন্দ হচ্ছে: পূজা চেরি
ঈদুল ফিতর ২০২২ এর দর্শকনন্দিত সেরা নাটকগুলো
১০৬২ দিন আগে