জাতীয় ক্রীড়া পুরস্কার
শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন তাসকিন
জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৩ পেয়েছেন।
এ বছর তাসকিনসহ মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাসকিন সম্প্রতি জিম্বাবুয়েতে জিম আফ্রো টি১০ ইভেন্টে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি অসাধারণ পারফর্ম করেছেন।
তাকে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) একটি দলও আমন্ত্রণ জানিয়েছিল।
কিন্তু আগামী মাসগুলোতে জাতীয় দলে তার কাজের চাপ বিবেচনা করে বোর্ড তাকে খেলার অনুমতি দেয়নি।
তাসকিন বলেন, ‘এই পুরস্কার পাওয়া খুবই সম্মানের।’
তিনি বলেন, ‘এটি আমার প্রথম জাতীয় পুরস্কার এবং প্রধানমন্ত্রীর হাত থেকে এটি গ্রহণ করেছি বলে এটি আরও বিশেষ। এটি আমার জন্য একটি গর্বের মুহূর্ত।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনের কথা উল্লেখ করেন তাসকিন।
আরও পড়ুন: এলপিএলে অংশ নিতে তাসকিনের এনওসি দিতে দেরি করছে বিসিবি
তাসকিন বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) এশিয়া কাপ ও বিশ্বকাপে আমাদের সৌভাগ্য কামনা করেছেন।’
তাসকিনকে এলপিএলের জন্য অনাপত্তি সনদ (এনওসি) না দেওয়া হলেও; সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও শরিফুল ইসলামসহ আরও বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার ওই লিগে অংশ নিচ্ছেন।
তাসকিন বলেন, ‘যে কোনো ইভেন্টে ভালো পারফর্ম করলে তা আপনার আত্মবিশ্বাস বাড়ায়। টি-১০ একটি কঠিন ফরম্যাট। তাই এই লিগের ভালো স্মৃতি আমাকে ভবিষ্যতে অন্যান্য ফরম্যাটে আরও ভালো করতে সাহায্য করবে।’
তার অনেক সতীর্থ এখন বিদেশি বিভিন্ন লিগে খেলছেন বলে ডানহাতি এই পেসার আনন্দিত।
তিনি বিশ্বাস করেন, এটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটি ইতিবাচক লক্ষণ।
আরও পড়ুন: লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে ডাক পেয়েছেন তাসকিন ও তৌহিদ
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্টেও অনিশ্চিত তাসকিন
১ বছর আগে
শিশুদের খেলাধুলায় উৎসাহিত করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকলের জন্য খেলাধুলা, ব্যায়াম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, জাতি গঠনে এগুলো অনিবার্য উপাদান।
বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৩-২০২০ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে এসব ব্যাপারে উৎসাহিত করতে এবং সম্পৃক্ত করার সুযোগ তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে আমাদের শিশুরা দেশের ভালো মানুষ ও যোগ্য নাগরিক হয়ে উঠবে। আমার বিশ্বাস এর ফলে তাদের মন থাকবে সতেজ, তারা ভুল পথে যাবে না।
২ বছর আগে