মালিবাগ
মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
রাজধানীর মালিবাগে একটি রেস্তোরাঁয় আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় এই বিস্ফোরণ হয়।
আহতরা হলেন- মো. সবুজ, মো. মারুফ (১৬) ও জুলহাস (১৮)। তারা সবাই 'শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'-এর কর্মচারী।
তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী তৌহিদ জানান, সন্ধ্যায় তারা রেস্টুরেন্টের সামনে ইফতার বিক্রি করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ করে আগুন লেগে তিনজন আহত হন।
আরও পড়ুন: কয়লাভর্তি জিম্মি জাহাজ আব্দুল্লাহতে বিস্ফোরণের আশঙ্কা বিশেষজ্ঞদের
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতদের হাতে-পায়ের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
তারা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১৪
৯ মাস আগে
মালিবাগে ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর মালিবাগে একটি ভবনের ছাদ থেকে পড়ে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা এবং মিরপুর জোনের ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মালিবাগের রেলগেট এলাকায় ১০ তলা ভবনের ছাদে হাঁটার সময় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন আনোয়ারা বেগম।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর হাজারীবাগে মাদরাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
১০ মাস আগে
৪৮ ঘণ্টার অবরোধের আগে রাজধানীর মালিবাগে বাসে আগুন
বুধবার সকাল থেকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আগে মঙ্গলবার রাতে রাজধানীর মালিবাগ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাত ১১টার দিকে মালিবাগে আনসার ক্যাম্পের পাশে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
তিনি বলেন, খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন
মিরপুরে ঢাবি কর্মীদের বহনকারী বিআরটিসি বাসে আগুন
১ বছর আগে
মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে তরুণীর লাশ উদ্ধার
রাজধানীর রমনা থানার মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচ থেকে রবিবার (৮ অক্টোবর) রাতে সাহিদা ইসলাম মীম (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সাহিদা ইসলাম মীম রাজধানীর পশ্চিম রামপুরার বাগিচারটেকের মৃত আবু সাঈদের মেয়ে।
রমনা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোছা. আমেনা খানম জানান, আমরা খবর পেয়ে রাত ৩টার দিকে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচ থেকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফতুল্লায় রাস্তায় লাশ ফেলে পালালেন নারী
তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের মা আজিমুন ইসলাম জানান, আমার মেয়ে এখন পড়াশোনা করে না। আগে পড়াশোনা করত। বর্তমানে নাচ করত। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ফোন করে ওর এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আমার মেয়েকে বারে বারে ফোন দিলেও ফোন ধরেনি।
তিনি বলেন, রাতে পুলিশ ফোন দিয়ে আমায় বলে আপনি একটু থানায় আসেন। পরে আমরা থানায় গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি।
তিনি আরও বলেন, ‘আমার মেয়েকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।’
আরও পড়ুন: কুষ্টিয়ায় ঘোড়ার গাড়ির চালকের লাশ উদ্ধার
রাজশাহীতে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
রাজধানীর মালিবাগ মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. আব্দুল লতিফ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক এসআই হারুন অর রশিদ।
তিনি বলেন নিহত আব্দুল লতিফ একজন ডায়াবেটিস রোগী। ওয়ারলেস গেটে এলাকায় প্রতিদিনের ন্যায় সকালে হাঁটতে বের হয়ে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী তিস্তাএক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেখান থেকে সকাল সাড়ে দশটায় তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
এসআই আরও বলেন পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের ছেলে আরিফুর রহমান বলেন, তাদের বাসা মগবাজার ডাক্তার গলিতে। তার বাবা আব্দুল লতিফ সকালে হাঁটতে বের হয়েছিলেন। পরে খবর পাই তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।
মৃত লতিফ নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
বর্তমান রমনার মগবাজার ডাক্তার গলিতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। পেশায় তিনি প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশু নিহত
১ বছর আগে
রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু
রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত নাজির আহমেদ (৪০) চট্টগ্রামের চকবাজারের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি মালিবাগ রেলগেটে একটি বাস সার্ভিসে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই ফারুক জানান, ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
ফুলবাড়ীতে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
১ বছর আগে
মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন সহকারী প্রকৌশলী (ঢাকা) এ কে আনোয়ার হোসেন, সহকারী (সংকেত) প্রকৌশলী (ঢাকা-১) আশিকুর রহমান, সহকারী কমান্ড ফিরোজ আলম ও সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. এজহারুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় মালিবাগ রেলক্রসিংয়ে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: মালিবাগে বাস-ট্রেনের সংঘর্ষ, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ রেলক্রসিংয়ে গেটম্যানরা একটি গেট বন্ধ করতে ভুলে গেলে বাসটি আগে থেকেই রেললাইনে থাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি শেষ পর্যন্ত বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে। তবে সংঘর্ষের সময় ট্রেনটি ধীর গতিতে চলছিল।
রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, এ সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় কেউ আহত হননি।
আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত
১ বছর আগে
রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের গুলবাগে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. শাহাবুদ্দীন (৬৫) এর দেশের বাড়ি নোয়াখালী। তবে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তার নিজের বাসা রয়েছে। পেশায় তিনি একজন খেজুর ব্যবসায়ী।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন যে রাত সাড়ে ৯টার দিকে শাহাবুদ্দিন মোবাইল ফোনে কথা বলার সময় রেললাইন ধরে হাঁটছিলেন। রেললাইন পার হওয়ার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, ‘ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে এই খেজুর ব্যবসায়ীকে মৃত ঘোষণা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
আরও পড়ুন: নগরকান্দায় ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় সংবাদকর্মীর মৃত্যু
১ বছর আগে
শাহজাদপুর থেকে মালিবাগ বিএনপির পদযাত্রা শুরু
বিএনপির চার দিনের কর্মসূচির অংশ হিসাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানসহ তাদের ১০ দফা দাবি জানাতে রাজধানীর শাহজাদপুর থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা শুরু করেছে ঢাকা উত্তর সিটি ইউনিট।
শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজাদপুরের হোসেন মার্কেটের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: বরিশালে বিএনপির সমাবেশে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ
কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল দলের নেতাকর্মীদের কোনো উসকানি না দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত আমাদের সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের (সরকার) পতন নিশ্চিত করব।
এছাড়া তাদের পদযাত্রা কর্মসূচিকে সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তারা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন।
সরকারের বিরুদ্ধে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ সরকারকে হটিয়ে তারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তাই, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে এবং সংসদ ভেঙে দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে যাতে মানুষ একটি নতুন নির্বাচন কমিশনের অধীনে তাদের ভোট দিতে পারে।
বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী দলের শীর্ষ নেতাদের ব্যানার, ফেস্টুন ও প্রতিকৃতি হাতে নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
তারা সরকারের পদত্যাগ ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
এছাড়া বেলা ১টা থেকে হোসেন মার্কেট এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ভিড় দেখা যায়, অন্যদিকে দলের সিনিয়র নেতারা বারবার যান চলাচল স্বাভাবিক রাখতে বলছেন।
এর আগে বৃহস্পতিবার ২৮, ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি রাজধানীতে চারদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
আগামী ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর-১০ মোড় পর্যন্ত মিছিল করবে ঢাকা উত্তর মহানগর বিএনপি।
আরও পড়ুন: রাজধানীতে ২৮ জানুয়ারি থেকে ৪ দিনব্যাপী পদযাত্রা কর্মসূচির ঘোষণা বিএনপির
চট্টগ্রামে পুলিশের ৪ মামলায় বিএনপির ১০২ নেতাকর্মীর আগাম জামিন লাভ
১ বছর আগে
রাজধানীতে ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
রাজধানীর ভাটারা ও মালিবাগ এলাকায় পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিক মারা গেছেন।
৪ বছর আগে