রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন সহকারী প্রকৌশলী (ঢাকা) এ কে আনোয়ার হোসেন, সহকারী (সংকেত) প্রকৌশলী (ঢাকা-১) আশিকুর রহমান, সহকারী কমান্ড ফিরোজ আলম ও সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. এজহারুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় মালিবাগ রেলক্রসিংয়ে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: মালিবাগে বাস-ট্রেনের সংঘর্ষ, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ রেলক্রসিংয়ে গেটম্যানরা একটি গেট বন্ধ করতে ভুলে গেলে বাসটি আগে থেকেই রেললাইনে থাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি শেষ পর্যন্ত বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে। তবে সংঘর্ষের সময় ট্রেনটি ধীর গতিতে চলছিল।
রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, এ সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় কেউ আহত হননি।
আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত