রাজধানীর মালিবাগ মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. আব্দুল লতিফ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক এসআই হারুন অর রশিদ।
তিনি বলেন নিহত আব্দুল লতিফ একজন ডায়াবেটিস রোগী। ওয়ারলেস গেটে এলাকায় প্রতিদিনের ন্যায় সকালে হাঁটতে বের হয়ে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী তিস্তাএক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেখান থেকে সকাল সাড়ে দশটায় তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
এসআই আরও বলেন পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের ছেলে আরিফুর রহমান বলেন, তাদের বাসা মগবাজার ডাক্তার গলিতে। তার বাবা আব্দুল লতিফ সকালে হাঁটতে বের হয়েছিলেন। পরে খবর পাই তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।
মৃত লতিফ নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
বর্তমান রমনার মগবাজার ডাক্তার গলিতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। পেশায় তিনি প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশু নিহত