গোতাবায়া রাজাপাকস
শ্রীলঙ্কায় চলতি সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ
রাজনৈতিক ও ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত দেশকে স্থিতিশীল করার লক্ষ্যে চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
বুধবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ভাষণে প্রেসিডেন্ট গোতাবায়া সম্প্রতি শান্তিপূর্ণ সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর তার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের হামলার নিন্দা জানান।
তিনি বলেন, ‘আমি এই সপ্তাহের মধ্যে এমন একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পদক্ষেপ নিচ্ছি যার কাছে সংখ্যাগরিষ্ঠ সংসদ ও জনগণের আস্থা রয়েছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশকে পতন থেকে উদ্ধার করতে একটি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন।
গোতাবায়া রাজাপাকসে বলেন, ‘আমি নতুন প্রধানমন্ত্রীর জন্য একটি নতুন কর্মসূচী উপস্থাপন এবং তা বাস্তবায়নের পথ তৈরি করব।’
প্রেসিডেন্ট বলেন, তিনি তার অনেক ক্ষমতা সংসদকে দেবেন এবং যখন দেশে কিছুটা স্বাভাবিকতা ফিরে আসবে, তখন দেশের শক্তিশালী নির্বাহী প্রেসিডেন্সি ব্যবস্থা বাতিল করার পদক্ষেপ নেবেন।
শ্রীলঙ্কায় কয়েক দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে। দেশটিতে সরকার পতনের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। তুমুল বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। যদিও বিক্ষোভকারীরা প্রেসিডেন্টকে তার বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
পড়ুন: শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ
২ বছর আগে