শিরিন আবু আকলা
সাংবাদিক শিরিন আবু আকলাকে হত্যায় আর্টিকেল নাইনটিনের নিন্দা
আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন।
গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরে একটি অভিযানের প্রতিবেদন করার সময় ইসরায়েলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষার প্রচারকারী অধিকার সংস্থাটি এই নারী সাংবাদিককে হত্যায় জড়িতদের জবাবদিহিতার দাবি জানিয়েছে।
আরও পড়ুন: আল জাজিরার সাংবাদিক হত্যায় শোকাহত জাতিসংঘের মহাসচিব, নিরপেক্ষ তদন্তের দাবি
শিরিনের মৃত্যুর অবিলম্ব, পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানিয়েছে আর্টিকেল নাইনটিন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল বলেছেন, এটি একজন সাংবাদিকের মর্মান্তিক হত্যাকাণ্ড যিনি দায়িত্বে পেশাগত পরিচয় প্রাণবন্তভাবে প্রদর্শন করেছেন।
তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে যা ইঙ্গিত করে সারাবিশ্বে সরকার ও কর্তৃপক্ষ যা করছে তা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যথেষ্ট নয়।
আরও পড়ুন: ইসরায়েলের বিরুদ্ধে আলজাজিরার সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ
ফারুক ফয়সাল বলেন, ‘আমরা শিরিনের মৃত্যুর অবিলম্ব, পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার দাবিও জানাই।’
সাংবাদিক শিরিন ১৫ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের বিষয়ে প্রতিবেদন করছেন। বুধবার জেনিন শহরে একটি অভিযানের প্রতিবেদনকালে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
২ বছর আগে
আল জাজিরার সাংবাদিক হত্যায় শোকাহত জাতিসংঘের মহাসচিব, নিরপেক্ষ তদন্তের দাবি
আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলার মৃত্যুর ঘটনায় শোকাহত বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ফিলিস্তিনি-আমেরিকান এই সাংবাদিকের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি। বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান কভার করার সময় ৫১ বছর বয়সী আবু আকলা নিহত হন। এ সময় তার এক প্রযোজক আহত হয়েছেন।
আল জাজিরার দাবি, ইসরায়েলি সেনারা তাকে ‘ইচ্ছাকৃতভাবে’ গুলি করেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, সম্ভবত ফিলিস্তিনি বন্দুকধারীরা তাকে গুলি করেছে।
আরও পড়ুন: ইসরায়েলের বিরুদ্ধে আলজাজিরার সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ
এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ফিলিস্তিনিদের সঙ্গে একটি যৌথ ময়নাতদন্ত ও তদন্তের আহ্বান জানান। তবে বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেসামরিক বিষয়কমন্ত্রী হুসেইন আল-শেখ জানিয়েছেন, সে অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তিনি ইসরায়েলি সরকারকে এ ‘গুরুতর অপরাধের’ জন্য সম্পূর্ণরূপে দায়ী করেছেন।
বুধবার তার মুখপাত্রের মাধ্যমে জারি করা এক বিবৃতিতে গুতেরেস ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সাংবাদিকদের ওপর সব হামলা ও তাদের হত্যার নিন্দা জানিয়েছেন মহাসচিব এবং সাংবাদিকরা কখনই যেন সহিংসতার লক্ষ্যবস্তু না হয় তার ওপর জোর দিয়েছেন তিনি।’
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি টুইটারে লিখেছেন, আমেরিকানরা আবু আকলার হত্যাকাণ্ড এবং তার প্রযোজকের আহত হওয়ার খবরে ‘মর্মাহত’।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ
সাকি বলেন, ‘আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা এবং তার হত্যার তীব্র নিন্দা জানাই। তাকে ‘প্রতিবেদনের কিংবদন্তি’ বলেও অভিহিত করেছেন তিনি।
আবু আকলা ব্যাপক পরিচিত এবং দর্শক ও সহকর্মীদের কাছেও তিনি অনেক প্রশংসিত।
এ ঘটনায় আলী সামুদি নামে আরেক ফিলিস্তিনি সাংবাদিক ও আল জাজিরার প্রযোজক গুলিবিদ্ধ হন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সামুদিকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছেন, গুলির ঘটনার সময় সেখানে ‘কোনো ফিলিস্তিনি সামরিক প্রতিরোধ’ ছিল না।
২ বছর আগে