লাকপা শেরপা
রেকর্ড ভেঙে ১০ বার এভারেস্ট চূড়ায় লাকপা শেরপা
লাকপা শেরপা নামের একজন নারী নেপালি শেরপা বৃহস্পতিবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে সবচেয়ে সফল নারী পর্বতারোহী হিসেবে নিজের রেকর্ড ভেঙেছেন।
লাকপা শেরপার ভাই ও অভিযানের সংগঠক মিংমা গেলু জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে লাকপা শেরপাসহ আরও বেশ কয়েকজন পর্বতারোহী আট হাজার ৮৪৯ মিটার (২৯,০৩২ ফুট) চূড়ায় পৌঁছায়। তিনি আরও জানান, সকলে সুস্থ আছেন এবং নিরাপদে নেমে আসছেন।
৪৮ বছর বয়সী এই নারী শেরপা বৃহস্পতিবারের সফল আরোহনের মধ্য দিয়ে রেকর্ড ১০ বারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন।
আরও পড়ুন: রেকর্ড ভেঙে ২৬তম বার এভারেস্ট চূড়ায় কামি রিতা
লাকপা শেরপা বলেছেন, তিনি সকল নারীদের অনুপ্রাণিত করতে চান যাতে তারাও তাদের স্বপ্নগুলো অর্জন করতে পারে৷
তিন সন্তানের সঙ্গে নেপালের এই শেরপা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কানেকটিকাটের ওয়েস্ট হার্টফোর্ডে বসবাস করছেন।
এর আগে শনিবার আরেক নেপালি শেরপা গাইড কামি রিতা ২৬তম বারের মতো চূড়ায় পৌঁছে নিজের রেকর্ড ভেঙেছেন।
উল্লেখ্য মে মাসের আবহাওয়া এভারেস্টে আরোহণের জন্য সবচেয়ে অনুকূল সময়।
২ বছর আগে