হানিফ ফ্লাইওভার
রাজধানীতে হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবক নিহত
রাজধানীর ওয়ারীতে ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত গাড়ি ফ্লাইওভারে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। গুরুতর জখম অবস্থায় তাকে ফেলে পালিয়ে গাড়িটি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর ২টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।
আরও পড়ুন: মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীতে গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
৬ মাস আগে
হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় নারী আইনজীবী নিহত
রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নারী আইনজীবী নিহত হয়েছেন। এসময় ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছেন। রবিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পারভিন সুলতানা (৫৫) রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে। সুপ্রিম কোর্টের আইনজীবী হলেও তিনি সিএমএম ও জজকোর্টে প্র্যাকটিস করতেন।
আরও পড়ুন: খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ৩
আহত মোটরসাইকেলচালক শাখাওয়াত হোসেন (৪০) নিহত আইনজীবী পারভিন সুলতানার ভাতিজা। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, পারভিন সুলতানা তার ভাতিজা শাখাওয়াত হোসেনকে নিয়ে নারায়ণগঞ্জ আদালতে গিয়েছিলেন। সেখানে কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ি থানার হানিফ ফ্লাইওভারে ওঠার সময়ে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এতে তারা পড়ে গিয়ে আহত হয়।
পরে তাদের দু'জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১২টা ২০ মিনিটে পারভিন সুলতানাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া ভাতিজা শাখাওয়াতকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি আশংকামুক্ত।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। এছাড়া লাভলী পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মৃত আইনজীবীর লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত
চট্টগ্রামে বাসের ধাক্কায় মসজিদের ইমাম নিহত
১ বছর আগে
হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাকিব হাসান (৩২) ধলপুর এলাকার পোশাক ব্যবসায়ী মো. রুহুল আমিনের ছেলে। তিনি মা মমতাজ বেগম সাথীর সঙ্গে মাতুয়াইল হাসপাতালের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় নারী ও শিশুর মৃত্যু
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মোটরসাইকেলটি অন্য কোনো গাড়িকে ধাক্কা দিয়েছে নাকি নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
খবর পেয়ে রাকিবের মা মমতাজ বেগম সাথী ও চাচাতো বোন শোভা আক্তার হাসপাতালে ছুটে যান।
শোকাহত মা জানান, দুপুরে ছেলের সঙ্গে কথা হয়। ‘তিনি বলছিলেন মা, আমি এখন কারওয়ান বাজারে আছি, বাসায় আসছি। অপেক্ষা করছিলাম। পরে খবর পেলাম যে সে দুর্ঘটনায় পড়েছে। আমি ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’
তিনি আরও বলেন, রাকিবুল তাদের একমাত্র সন্তান।
রাকিবের ঘনিষ্ঠ বন্ধুদের একজন রাজু শেখ জানান, মোটরসাইকেল থেকে তিনি ফ্লাইওভারে পড়ে গেলে একটি গাড়ি তার মাথার ওপর দিয়ে চলে যায়।
আরও পড়ুন: জানুয়ারিতে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
১ বছর আগে
রাজধানীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা যুবক নিহত
রাজধানীর ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত মুন্না ঢাকার সানারপাড় এলাকায় বাসিন্দা ও মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
রাজধানীর ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) তাপস মন্ডল জানান, সন্ধ্যা ৭টার দিকে ঠিকানা পরিবহনের একটি বাসে উঠতে গিয়ে রাস্তার ওপর পড়ে গেলে ওই বাস মুন্নাকে চাপা দেয়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মুন্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে ট্রাকচাপায় যুবক নিহত
এসআই জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২ বছর আগে