আখাউড়া সীমান্ত
চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ৩ জন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অন্য দুজন হলেন- আখাউড়া উপজেলার নুরপুর এলাকার সাবেক ইউপি সদস্য হান্নান মোল্লা ও স্থানীয় মানব পাচারকারী নাঈম চৌধুরী।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ধানমন্ডি থেকে গ্রেপ্তার
সরাইল বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে আব্দুল্লাহপুর এলাকার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবির একটি দল তাদের আটক করে।
ফজলে করিম রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে একাধিকবার নির্বাচিত হন।
আরও পড়ুন: ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫
২ মাস আগে
৩ বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের তিন বছর পর দেশে ফিরেছে পাঁচ বাংলাদেশি। বৃহস্পতিবার দুপুরে আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন তারা।
তারা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ বেলাল উদ্দিন, একই এলাকার মোহাম্মদ হোসাইন, মো. আব্দুল রহিম, মোহাম্মদ আলম ও মো. দিদার।
আরও পড়ুন: আটক ভারতীয় জেলেদের নিজ দেশে ফেরত পাঠানো হবে: কোস্টগার্ড
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন সূত্র জানায়, ২০১৯ সালে বাংলাদেশের রামগড় সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারতে প্রবেশের পর ওই পাঁচ বাংলাদেশি ত্রিপুরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলা ওল্ড এইচে তাদের রাখা হয়। এরপর বাংলাদেশে তাদের ঠিকানা নিশ্চিতের পর দেশে ফেরত আনার উদ্যোগ নেয়া হয়।
আরও পড়ুন: রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘকে ভূমিকা রাখতে বললেন প্রধানমন্ত্রী
ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, ত্রিপুরা উচ্চ আদালতের এক রায়ে তাদেরকে পাঁচদিনের কারাবাস দেয়া হলে তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করলে তাদেরকে আগরতলার নরসিংগড় এলাকায় ‘স্টেট ওল্ড এজ হোম’এ রাখা হয়। বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের জাতীয়তা নিশ্চিত শেষে তাদের নিজ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।
২ বছর আগে