দেয়াল ধস
গাজীপুরে মাটির দেয়াল ধসে নিহত ১
গাজীপুরে কাপাসিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই আহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার দিঘধা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নাঈম হোসেন (২৯) এবং আহতের নাম মো. নাদিম।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান জানান, রাত ১২টার দিকে নাঈম ও নাদিম একটি ঘরে ঘুমিয়ে থাকার সময় মাটির দেয়ালের একটি বড় অংশ ধসে তাদের ওপর পড়ে, এতে তারা আহত হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির দেয়ালের বড় টুকরা সরিয়ে নাঈমকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত নাদিমকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আরও পড়ুন: খুলনা-পাইকগাছা মহাসড়কে বাস উল্টে নিহত ১
মিয়ানমার সীমান্তে গোলাবর্ষণে রোহিঙ্গা কিশোর নিহত, আহত ৫
ভারতে দেয়াল ধসে নিহত ৯
২ বছর আগে
ভারতে দেয়াল ধসে নিহত ৯
প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাতে ভারতের উত্তর প্রদেশে দেয়াল ধসে অন্তত নয়জন শ্রমিক নিহত হয়েছেন।
দিল্লি থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের দিলকুশা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
একজন সিনিয়র পুলিশ অফিসার স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, রাত ২টার দিকে আর্মি ক্যাম্পের বাইরে অস্থায়ী কিছু কুঁড়েঘরের ওপর সীমানা প্রাচীর ধসে পড়ে। তখন প্রায় ১১ জন অভিবাসী শ্রমিক কুঁড়েঘরের ভিতরে ঘুমাচ্ছিলেন।’
তিনি বলেন, ‘বৃষ্টির কারণে দেয়াল ধসে পড়েছে। আমরা দু’জন শিশুসহ নয় জনের মৃতদেহ উদ্ধার করেছি। দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ ভারতীয় রুপি এবং আহতদের প্রত্যেকের জন্য ২ লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
ভারতে দেয়াল ধসে পড়া একটি সাধারণ ঘটনা, বিশেষ করে বর্ষাকালে।
পড়ুন: জাতিসংঘের সতর্কতা: ৩৪ কোটি ৫০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে
নতুন দিগন্তের সূচনা হয়েছে: ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে: দোরাইস্বামী
২ বছর আগে
চাঁদপুরে দেয়াল ধসে নিহত ১, আহত ৩
চাঁদপুর সদরের বাগাদীতে দেয়াল ধসে ৬৫ বছর বয়সী এক শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে বাগাদীর হাজী বাড়ি জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শাহজাহান গাজী এবং আহতেরা হলেন- হামিদ গাজী (৩২), লিশন গাজী (৫০) ও কামাল ব্যাপারি (৪৫)। তারা সবাই বাগাদির বাসিন্দা।
সূত্র জানায়, সকাল ১০টার দিকে বাগাদীর হাজী বাড়ি জামে মসজিদ সংস্কারের জন্য মাটি খোঁড়ার সময় হতাহত চারজন একটি ইটের দেয়ালের নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শাহজাহান গাজীকে মৃত ঘোষণা করেন এবং অপর তিনজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল হতাহতদের খবর নিশ্চিত করেন।
আরও পড়ুন: ভারতের মণিপুরে ভূমিধসে নিহত ২৪
চট্টগ্রামে পরীর পাহাড়ে ধস ও ফাটল, পরিদর্শনে বিশেষজ্ঞ দল
২ বছর আগে
খুলনায় বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু, আহত ২
খুলনা নগরীর করিম নগর এলাকায় শুক্রবার বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে ছয় বছরের এক শিশু নিহত ও দুজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত তামিম নগরীর মিঠুর ছেলে।
আহতরা হলেন, একই এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন (১০) ও রাব্বি।
সোনাডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান কার্যালয় করিমনগর এলাকায় অবস্থিত। ওই অফিসের পেছনের দেয়াল অনেক পুরাতন। এটি জরাজীর্ণ হয়ে গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে ওই তিন শিশু অফিসের পিছনের একটি রাস্তায় খেলা করছিল। হঠাৎ প্রাচীরটি ভেঙে তাদের গায়ের ওপরে পড়ে। এ সময় তামিম ও ইয়ামিন আঘাতপ্রাপ্ত হয়।
ওসি জানান, তামিমের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রথমে খুমেক হাসপাতালে ও পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
শিশু ইয়ামিনের বাবা মাসুদ রানা বলেন, ওজোপাডিকো কর্তৃপক্ষকে আমরা বারবার জানিয়েছি বিষয়টি কিন্তু তারা আমাদের কথায় কোন কর্ণপাত করেনি।
ভবিষ্যাতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সেজন্য তিনি কর্তৃপক্ষকে প্রাচীরটি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
পড়ুন: দিনাজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২ বছর আগে