নাইক্ষংছড়ি
মিয়ানমার যুদ্ধবিমান থেকে বাংলাদেশে গুলি, সীমান্ত এলাকায় আতঙ্ক
মর্টার শেল ছোড়ার কয়েকদিনের মধ্যেই মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান এবার বাংলাদেশের দিকে গুলি ছুড়েছে, এতে সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দিল মোহাম্মদ আলম জানান, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে মিয়ানমারের যুদ্ধবিমান ৩৪ ও ৩৫ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি ১০-১৫টি গুলি ছুড়ে। গুলিবর্ষণের পাশাপাশি সারাদিন বিক্ষিপ্ত বিস্ফোরণের শব্দও ভেসে এসেছে।
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে গোলাবর্ষণে রোহিঙ্গা কিশোর নিহত, আহত ৫
স্থানীয় ব্যবসায়ী আমির হামজা বলেন, নাইক্ষ্যংছড়ির অন্যান্য পিলারে গুলি ও মর্টার শেল ছোড়ার শব্দ আপাতত বন্ধ থাকলেও ৩৪ ও ৩৫ নম্বর পিলার পয়েন্টে বিস্ফোরণের শব্দ বন্ধ হয়নি।
সীমান্তের এই অংশে মাঝে মাঝে গুলিবর্ষণের শব্দ হচ্ছে থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না, এতে এলাকায় বসবাসকারী আমরা সবাই আতঙ্কে আছি ।
আরও পড়ুন: সীমান্তে মিয়ানমারের স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
সূত্র জানায়, স্থানীয়রা সকাল ৮টা, বিকাল ৫টা ১০ মিনিট, বিকাল ৫টা ২৮ ও সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট চারটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
২ বছর আগে
বান্দরবানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ২
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় শুক্রবার দুই কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন-নাইক্ষ্যংছড়ির রেজু গর্জনবুনিয়ার লামংগ্যা তংচংগ্যা (২৮) ও লাতাইমং তংচংগ্যা (৩৮)।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকমাপাড়া কলাজাইং টিলার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন।
এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর মাটির নিচে লুকিয়ে রাখা ৯০ হাজার মাদক উদ্ধার করা হয়।
আটকতদের মাদক মামলায় নাইক্ষংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ ও ইয়াবা জব্দ, আটক ৩
২ বছর আগে