বজ্রসহ
দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর
সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৬টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চাঁদপুরে।
এতে আরও বলা হয় যে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে, সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মানে উন্নতি নেই, এখনও 'অস্বাস্থ্যকর'
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১১তম
৭৭৮ দিন আগে
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, ‘রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বিজলী চমকানোসহ অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।’
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দিনাজপুরে সর্বোচ্চ ২০১ মিলিমিটার এবং সিলেটে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ইতোমধ্যে আন্দামান উপকূল এবং তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে এবং দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আরও পড়ুন: ৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস!
১০৬৩ দিন আগে