কাশিয়ানী
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাক সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন।
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিঘাতী এলাকায় ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় পৌঁছালে অপর পাশ থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
দুর্ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান ওসি।
২ মাস আগে
গোপালগঞ্জে বাস চাপায় নিহত ৩
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় প্রাণ গেছে দুই যুবকসহ তিন জনের। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার জের ধরে মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। এ সময় যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সবজি ব্যবসায়ীর
নিহত ব্যক্তিরা হলেন-ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামচুল হকের ছেলে মোটরসাইকেলচালক এম এ হাসিব এবং কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে নবীর শেখ (২২) ও রাজা মিয়ার ছেলে আবদুর রহিম (২০)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মানবিন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পোনা বাসস্ট্যান্ডে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক হাসিব ঘটনাস্থলেই মারা যান। বাইসাইকেল আরোহী নবীর শেখ ও আবদুর রহিম মারাত্মক আহত হন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ উপজেলা শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে বাইসাইকেল আরোহী ওই যুবক নবীর ও আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাফিজ জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনার আগেই মারা যান।
আরও পড়ুন: রাজধানীতে বিআরটিসি বাসের চাপায় শিশুর মৃত্যু
ট্রাক ও মাইক্রোবাসের চাপায় নিহত ২, আহত ১০
১ বছর আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রফুল্ল সাহার ছেলে বাসুদেব কুমার সাহা (৫২), তার স্ত্রী সেবানী সাহা (৪৮) ও ছেলে সপ্নীল সাহা (১৯) আজিজুর ইসলাম (৪৪), ফিরোজ মোল্লা (৪৮), পেয়ার আলীর ছেলে অনিক বাবু (৪০), ফিরোজের স্ত্রী রুমা বেগম (২৮), অনিকের স্ত্রী ইয়াসমিন আক্তার (১৯) ও বরগুনার পাথরঘাটা উপজেলার আব্দুর রশিদের ছেলে আলতাফ হোসেন (৪৭)।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে গাড়ি খালে পড়ে দুই কিশোর নিহত
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রায়হান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
২ বছর আগে