সল্টগোলা
চট্টগ্রামে ৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
চট্টগ্রাম মহানগরীর বন্দরটিলা সল্টগোলা এলাকায় বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে ৬ হাজার ১২০ লিটার খোলা ও পাম তেল জব্দ করেছে র্যাব-৭ ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।
এসব তেল অবৈধভাবে মজুত করার অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। অভিযোগে সল্টগোলার মেসার্স আসাদ বাণিজ্যালয়কে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৫ মে) বেলা ১১টায় সল্টগোলা ঈশানমিস্ত্রীর বাজারে এ অভিযান চালানো হয়।
এর আগে গত শুক্রবার ও শনিবার নগরীর আগ্রাবাদ কর্ণফুলি বাজারে দুই দফা অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদার হোসেন বলেন, ভোক্তার অধিদপ্তর ও র্যাবের যৌথ পরিচালনায় এ অভিযান চালানো হচ্ছে। সকাল থেকে সল্টগোলা ঈশান মিস্ত্রী বাজারের কয়েকটি দোকানে আমরা অভিযান চালাই। এ সময় মেসার্স আসাদ নামে এক প্রতিষ্ঠান থেকে আমরা ৬ হাজার ১২০ লিটার খোলা সয়াবিন ও পাম তেলের সন্ধান পাই। এসব সয়াবিন তেল লিটারে ১৩৩ টাকা ও পাম তেল ১২৭ টাকা দরে কিনেছিল মো. ইলিয়াস হোসেন নামে ব্যবসায়ী। পরে মজুদ করে বর্তমান মূল্যে বিক্রি করে আসছে।
তিনি বলেন, আমাদের অভিযানে এ সত্যতা মেলায় আমরা মজুতদারির অপরাধে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আাদায় করি। এছাড়া ওই তেলগুলো আগের দামে বিক্রির আদেশ দিয়েছি ওই ব্যবসায়ীকে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: হবিগঞ্জে ২১ শ লিটার সয়াবিন তেল জব্দ করে ন্যায্য মূল্যে বিক্রি
২ বছর আগে