ইরি-বোরো ধান
পানিতে তলিয়ে যাচ্ছে কচুয়ার ৩ শত একর জমির ধান
ইরি-বোরো ধান উৎপাদনের জন্য খ্যাত চাঁদপুরের কচুয়া উপজেলার আলিয়ারা-কাঠালিয়া বিলের প্রায় তিনশত একর জমির ধান নদীর পানিতে তলিয়ে যাচ্ছে। নিচু এলাকা ও নদীর জোয়ার হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে ওই বিল। ফলে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন প্রায় চার হাজার কৃষক।
সরেজমিনে দেখা যায়, মাঠের পূর্ব, উত্তর ও দক্ষিণে রয়েছে বোয়ালজুড়ি খাল। প্রতি বছর ওই খালের পানি দিয়ে বিএডিসি সেচ প্রকল্পের মাধ্যমে চাষাবাদ হয়ে থাকে। বিল থেকে ধান সংগ্রহ করে বাড়ি নিয়ে যাওয়ার নেই কোন রাস্তা। তাছাড়া খালের উপর কোন সেতু না থাকায় চলাচলের জন্য বাঁশের নির্মিত অস্থায়ী সেঁতু দিয়ে ধান নিয়ে খাল পারাপার হতো কৃষকরা। হঠাৎ জোয়ারের পানিতে ওই সেঁতু তলিয়ে যাওয়ায় সমস্যায় পরেছেন কৃষকরা।
আরও পড়ুন: কুড়িগ্রামে তিন দিনের বৃষ্টিতে জলমগ্ন পাকা ধান বিনষ্টের আশঙ্কা
কৃষক ও সেচ প্রকল্পের ম্যানেজার জসিম উদ্দিন জানান, আলিয়ারা-কাঠালিয়ার বিলের চারপাশের ১০ গ্রামের প্রায় চার হাজার কৃষক বিএডিসি সেচ প্রকল্পের মাধ্যমে ওই মাঠে ধান চাষ করে আসছে। আগাম বৃষ্টি, বোয়ালজুড়ি ও জোড়াখালের জোয়ারের পানি মাঠে ঢুকে পড়ায় পানিতে তলিয়ে যাচ্ছে এই বিলের ফসল। এছাড়া পানি নিষ্কাশনের নেই কোন ব্যবস্থা।
২ বছর আগে