পাকস্থলী
কক্সবাজার বিমানবন্দরে দুই বোন আটক, পাকস্থলীতে মিলল ইয়াবা
পেটের ভেতর ইয়াবা নিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দর থেকে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই দুই নারীর পেট থেকে পরে ২ হাজার করে মোট ৪ হাজার ইয়াবা বের করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যমতে ঢাকায় আটক হন এক বোনের স্বামী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। পরে দুই নারীর তথ্যের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে আকতার হোসেন নামের আরেকজনকে আটক করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।
আটকরা হলেন— টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন (৩২), তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১৩০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
তিনি বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোপন তথ্য ছিল যে, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান বিমানযোগে ঢাকায় যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান নেয়। এ সময় তারা জামিলা ও হাবিবাকে আটক করে। পরে তাদের একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে নিয়ে এক্সরে করানো হয়। তাতে তাদের পাকস্থলীতে ইয়াবা থাকার তথ্যের সত্যতা মেলে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, ‘আটক দুই বোনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ১ হাজার ৭০০টির বেশি ইয়াবা বের করা হয়। বাকি ইয়াবাগুলোও বের করার প্রক্রিয়া চলছে।
দুজনে ২ হাজার করে মোট ৪ হাজার ইয়াবা নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন বলে জানান দিদারুল আলম।
তিনি আরও বলেন, ‘আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’
৭৮ দিন আগে
পাকস্থলীতে সাড়ে ৪ হাজারের বেশি ইয়াবা, ঢাকা বিমানবন্দরে ব্যক্তি গ্রেপ্তার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে চার হাজার ৬৭৫ ইয়াবা বহনকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে স্থানীয় টার্মিনালের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদ খান (৩৯)। তার বাড়ি চাঁদপুর জেলায়।
আরও পড়ুন: ‘গুড বাই বাংলাদেশ’ লিখে ঢাকা বিমানবন্দরে ধরা খেলেন এক ব্যক্তি
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ তার পাকস্থলীতে চার হাজার ৬৭৫টি ইয়াবা রেখেছিল বলে জানায়। পরে উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
১০৮১ দিন আগে